জন্মদিনে কারিশমা

>বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর মঙ্গলবার ২৫ জুন ৪৫তম জন্মদিন পালন করেছেন। দিনটি লন্ডনে পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি। আর পোস্ট করেছেন পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি। অনেক দিন ধরেই সিনেমার পর্দা থেকে দূরেই আছেন কারিশমা কাপুর। এক সময় সিনেমার জগৎ থেকে বিরতি তিনি। সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। জন্ম দেন দুই সন্তান সামাইরা ও কিয়ানের। যদিও করিশমার সেই সংসার সুখের হয়নি। বিভিন্ন বাণিজ্যিক ছবিতে সফল ছিলেন কারিশমা। এর মধ্যে রয়েছে, জিগার, আনাড়ি, রাজা বাবু, বিবি নাম্বার ওয়ান, সুহাগ, কুলি নম্বর ওয়ান, গোপী কিষাণ, সাজান চালে শাশুরাল এবং জিত প্রভৃতি। ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
১ / ১০
বলিউডে রয়েছে কাপুর পরিবারের অন্যতম সদস্য কারিশমা কাপুর। ১৯৯০-এর দশকে বলিউডে একের পর এক হিট ছবি করেছেন। ২০০২ সালে বিয়ের পর আস্তে আস্তে সরে যান রুপালি পর্দা থেকে। তবেও এখনো কারিশমার আবেদন কমে যায়নি দর্শকদের কাছে।
বলিউডে রয়েছে কাপুর পরিবারের অন্যতম সদস্য কারিশমা কাপুর। ১৯৯০-এর দশকে বলিউডে একের পর এক হিট ছবি করেছেন। ২০০২ সালে বিয়ের পর আস্তে আস্তে সরে যান রুপালি পর্দা থেকে। তবেও এখনো কারিশমার আবেদন কমে যায়নি দর্শকদের কাছে।
২ / ১০
বাবা অভিনেতা রনধীর কাপুর এবং মা অভিনেত্রী ববিতার বড় মেয়ে কারিশমা। হলিউড অভিনেত্রী গিনা লোল্লোব্রিগিডার নাম অবলম্বনে ছোটবেলায় মেয়ের নাম ‘লোলো’ রেখেছিলেন ববিতা। কারিশমার ছোট বোন কারিনা কাপুর এবং চাচাতো ভাই বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।
বাবা অভিনেতা রনধীর কাপুর এবং মা অভিনেত্রী ববিতার বড় মেয়ে কারিশমা। হলিউড অভিনেত্রী গিনা লোল্লোব্রিগিডার নাম অবলম্বনে ছোটবেলায় মেয়ের নাম ‘লোলো’ রেখেছিলেন ববিতা। কারিশমার ছোট বোন কারিনা কাপুর এবং চাচাতো ভাই বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।
৩ / ১০
মাত্র ১৬ বছর বয়সে মুক্তি পেয়েছিল কারিশমার প্রথম ছবি ‘প্রেম কয়েদি’। আর অভিনয়ের জন্য ক্লাস সিক্সে পড়ার সময়ই স্কুল ছেড়েছিলেন তিনি। সোনম কাপুরের সঙ্গে কারিশমা কাপুর।
মাত্র ১৬ বছর বয়সে মুক্তি পেয়েছিল কারিশমার প্রথম ছবি ‘প্রেম কয়েদি’। আর অভিনয়ের জন্য ক্লাস সিক্সে পড়ার সময়ই স্কুল ছেড়েছিলেন তিনি। সোনম কাপুরের সঙ্গে কারিশমা কাপুর।
৪ / ১০
বলিউডের অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন কারিশমা। এর প্রায় সবই সুপারহিট ব্যবসা করেছে। সুন্দরী লাস্যময়ী নায়িকা হিসেবে জনপ্রিয়তা পেলেও বিভিন্ন ধরনের চরিত্রের প্রয়োজনে বারবার নিজের বদলেছেন তিনি। চরিত্রের জন্য নিজেকে আলাদা করে গড়ে তুলেছেন।
বলিউডের অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন কারিশমা। এর প্রায় সবই সুপারহিট ব্যবসা করেছে। সুন্দরী লাস্যময়ী নায়িকা হিসেবে জনপ্রিয়তা পেলেও বিভিন্ন ধরনের চরিত্রের প্রয়োজনে বারবার নিজের বদলেছেন তিনি। চরিত্রের জন্য নিজেকে আলাদা করে গড়ে তুলেছেন।
৫ / ১০
সদ্য প্রকাশিত ছবিগুলো দেখলে বিশ্বাস করাই কঠিন যে কারিশমার বয়স ৪৫ হয়ে গেছে। ছবিগুলো মঙ্গলবার ২৫ জুন নায়িকার এবারের ৪৫তম জন্মদিনে তোলা। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোটেলের সুইমিং পুলের সামনে কালো মনোকিনিতে ছবি পোস্ট করেছেন কারিশমা। যা দেখলে সত্যিই তার বয়স বিশ্বাস করা কঠিন। ক্যাপশনে লিখেছেন, ‘যে কোনো বয়সেই নিজেকে ভালোবাসাটা দরকার।’ হ্যাস ট্যাগে লিখেছেন ‘#নোফিল্টার’ এবং ‘#বার্থডেমুড’।
সদ্য প্রকাশিত ছবিগুলো দেখলে বিশ্বাস করাই কঠিন যে কারিশমার বয়স ৪৫ হয়ে গেছে। ছবিগুলো মঙ্গলবার ২৫ জুন নায়িকার এবারের ৪৫তম জন্মদিনে তোলা। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোটেলের সুইমিং পুলের সামনে কালো মনোকিনিতে ছবি পোস্ট করেছেন কারিশমা। যা দেখলে সত্যিই তার বয়স বিশ্বাস করা কঠিন। ক্যাপশনে লিখেছেন, ‘যে কোনো বয়সেই নিজেকে ভালোবাসাটা দরকার।’ হ্যাস ট্যাগে লিখেছেন ‘#নোফিল্টার’ এবং ‘#বার্থডেমুড’।
৬ / ১০
‘হাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’র অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিলেন কারিশমা। অমিতাভ বচ্চনের ৬০তম জন্মবার্ষিকীতে ২০০২ সালে তাঁদের বাগদানও হয়েছিল। কিন্তু চার মাস পরই সম্পর্ক ভেঙে যায়।
‘হাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’র অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিলেন কারিশমা। অমিতাভ বচ্চনের ৬০তম জন্মবার্ষিকীতে ২০০২ সালে তাঁদের বাগদানও হয়েছিল। কিন্তু চার মাস পরই সম্পর্ক ভেঙে যায়।
৭ / ১০
বিশ্ব বাবা দিবসের বোন কারিনার ও বাবা রনধীর কাপুরের সঙ্গে এই ছবিটি পোস্ট করেছেন কারিশমা।
বিশ্ব বাবা দিবসের বোন কারিনার ও বাবা রনধীর কাপুরের সঙ্গে এই ছবিটি পোস্ট করেছেন কারিশমা।
৮ / ১০
১৯৯৭ সালে ‘দিল তো পাগল হ্যায়’-তে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কারিশমা । ১৯৯৬ সালে ‘রাজা হিন্দুস্তানি’ এবং ২০০০ সালে ‘ফিজা’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন কারিশমা । ‘জুবাইদা’তে অভিনয়ের জন্য সমালোচকদের ভোটে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি ।
১৯৯৭ সালে ‘দিল তো পাগল হ্যায়’-তে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন কারিশমা । ১৯৯৬ সালে ‘রাজা হিন্দুস্তানি’ এবং ২০০০ সালে ‘ফিজা’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন কারিশমা । ‘জুবাইদা’তে অভিনয়ের জন্য সমালোচকদের ভোটে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি ।
৯ / ১০
‘দিল তো পাগল হ্যায়’ ছবির জন্যও কারিশমা প্রথম পছন্দের ছিলেন না। নিশা চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয় রাভিনা টেন্ডনকে। রাভিনা রাজি না হওয়ায় জুহি চাওলা, কাজল, মনীষা কৈরালা এবং শিল্পা শেঠিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কেউই রাজি হননি। সবাই ফিরিয়ে দেওয়ার পর কারিশমা সেই চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।
‘দিল তো পাগল হ্যায়’ ছবির জন্যও কারিশমা প্রথম পছন্দের ছিলেন না। নিশা চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয় রাভিনা টেন্ডনকে। রাভিনা রাজি না হওয়ায় জুহি চাওলা, কাজল, মনীষা কৈরালা এবং শিল্পা শেঠিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কেউই রাজি হননি। সবাই ফিরিয়ে দেওয়ার পর কারিশমা সেই চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।
১০ / ১০
সাইফ আলী খান কারিনা কাপুর লন্ডনে তৈমুরকে নিয়ে ছুটি কাটাচ্ছেন। তাঁদের সঙ্গে সময় কাটাতে সেখানে পৌঁছে যান কারিশমা কাপুরও। দুই বোনকেই দেখা গেল লন্ডনের অ্যানাবেল ক্লাবের সামনে।
সাইফ আলী খান কারিনা কাপুর লন্ডনে তৈমুরকে নিয়ে ছুটি কাটাচ্ছেন। তাঁদের সঙ্গে সময় কাটাতে সেখানে পৌঁছে যান কারিশমা কাপুরও। দুই বোনকেই দেখা গেল লন্ডনের অ্যানাবেল ক্লাবের সামনে।