বাংলাদেশে ইয়ামাহা মিউজিক

৪ জুলাই যমুনা ফিউচার পার্কে প্রি-লঞ্চিং অনুষ্ঠানে পারফর্ম করেন জাপানের ডেমন্সট্র্রেটর
৪ জুলাই যমুনা ফিউচার পার্কে প্রি-লঞ্চিং অনুষ্ঠানে পারফর্ম করেন জাপানের ডেমন্সট্র্রেটর

এসিআই মোটরস প্রথমবারের মতো সংগীতের ভুবনে যুক্ত হচ্ছে। বাংলাদেশে ইয়ামাহা করপোরেশনের মিউজিক্যাল সামগ্রীর একমাত্র পরিবেশক এসিআই মোটরস। সম্প্রতি সংগীতপ্রেমী এবং সংগীতজ্ঞদের জন্য এসিআই মোটরস যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলার ইস্ট কোর্টে উদ্বোধন করেছে এক্সক্লুসিভ ‘ইয়ামাহা মিউজিক’ শো-রুম।

ইয়ামাহা মিউজিক শো-রুমের মূল আকর্ষণ গ্র্যান্ড পিয়ানো ডিসপ্লে জোন, সাউন্ডপ্রুফ স্টুডিও আর এক্সপেরিয়েন্স জোন। এবারই প্রথম বাংলাদেশে কোনো মিউজিক্যাল শো-রুমে গ্রাহকদের জন্য এসব সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়াও কেনার আগে গ্রাহক এখানে ইয়ামাহা কোয়ালিটি সাউন্ডের অভিজ্ঞতা নিতে পারবেন।

যমুনা ফিউচার পার্কে উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ এসিআই মোটরস ও ইয়ামাহা করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
যমুনা ফিউচার পার্কে উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ এসিআই মোটরস ও ইয়ামাহা করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা

শো-রুমের উদ্বোধন উপলক্ষে ৪ ও ৫ জুলাই ইয়ামাহা মিউজিকের শো-রুমে ‘লঞ্চ ফেস্টিভ্যাল’ আয়োজন করা হয়। এই আয়োজনের প্রথম দিন উপস্থিত ছিলেন রায়েফ আল হাসান রাফা, আন্তর্জাতিক ইয়ামাহা প্রশিক্ষক ইউকি শিমাদা এবং ইয়ামাহা মিউজিক বাংলাদেশ টিম। দ্বিতীয় দিন ইয়ামাহা মিউজিক শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা এশিয়া-প্যাসিফিকের সেলস গ্রুপের প্রতিনিধি তাকাও সুজুকি এবং এসিআই মোটরস ও ইয়ামাহা করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।