ঢাকার মঞ্চনাটকে অঞ্জন দত্ত

>গানের মানুষ হিসেবেই পরিচিত শিল্পী অঞ্জন দত্ত। কিন্তু মঞ্চনাটকেও রয়েছে তাঁর পদচারণ। এবার ঢাকায় অঞ্জন দত্ত এসেছিলেন সেই মঞ্চনাটক নিয়ে। গতকাল মঙ্গলবার বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনের মঞ্চে দল নিয়ে অভিনয় করলেন অঞ্জন দত্ত। ৬৬ বছর বয়সী অঞ্জন প্রথমবার বাংলাদেশে এলেন মঞ্চ অভিনেতা হিসেবে। নাটকের প্রয়োজনে অঞ্জন কাঁদতে কাঁদতে হেসেছেন। হাসতে হাসতে কেঁদেছেন। তবে সে কান্না ছিল নিতান্তই উইলি লোম্যানের। জীবনযুদ্ধে পরাজিত এক বাবা, একজন বুড়ো সেলসম্যানের কান্না। আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’ অবলম্বনে ‘সেলসম্যানের সংসার’ নাটকটি তৈরি করেছেন অঞ্জন দত্ত। এই নাটকে মধ্যবিত্ত সমাজের সংকট ধরতে চেয়েছেন পরিচালক। সাংসারিক দিক থেকে সমাজ বা রাজনীতিকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই নির্মিত হয়েছে ‘সেলসম্যানের সংসার’।
১ / ১২
‘সেলসম্যানের সংসার’ নাটকটির শুরুর দৃশ্য।
‘সেলসম্যানের সংসার’ নাটকটির শুরুর দৃশ্য।
২ / ১২
অভিনয়ের সময় সিগারেট হাতে অঞ্জন।
অভিনয়ের সময় সিগারেট হাতে অঞ্জন।
৩ / ১২
নাটকের অভিব্যক্তিতে অঞ্জন।
নাটকের অভিব্যক্তিতে অঞ্জন।
৪ / ১২
‘সেলসম্যানের সংসার’ নাটকে বাবার ভূমিকায় ছিলেন অঞ্জন দত্ত।
‘সেলসম্যানের সংসার’ নাটকে বাবার ভূমিকায় ছিলেন অঞ্জন দত্ত।
৫ / ১২
নাটকের মধ্যে বাবা-ছেলের আবেগঘন মুহূর্ত।
নাটকের মধ্যে বাবা-ছেলের আবেগঘন মুহূর্ত।
৬ / ১২
সেলস ম্যানের সংসার চলে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে।
সেলস ম্যানের সংসার চলে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে।
৭ / ১২
নাটকে হাসতে হাসতে কেঁদেছেন অঞ্জন। তবে সে কান্না ছিল নিতান্তই উইলি লোম্যানের।
নাটকে হাসতে হাসতে কেঁদেছেন অঞ্জন। তবে সে কান্না ছিল নিতান্তই উইলি লোম্যানের।
৮ / ১২
অঞ্জনের কান্নায় দর্শকের চোখেও পানি চলে আসে।
অঞ্জনের কান্নায় দর্শকের চোখেও পানি চলে আসে।
৯ / ১২
দীর্ঘ দিনের চাকরি জীবনের অবসান ঘটছে নাটকের এই দৃশ্যে।
দীর্ঘ দিনের চাকরি জীবনের অবসান ঘটছে নাটকের এই দৃশ্যে।
১০ / ১২
‘সেলসম্যানের সংসার’ নাটকের সব চরিত্র একসঙ্গে।
‘সেলসম্যানের সংসার’ নাটকের সব চরিত্র একসঙ্গে।
১১ / ১২
নাটক শেষে মঞ্চে এলেন অঞ্জন দত্ত। বললেন, বারবার আসতে চান এই দেশে।
নাটক শেষে মঞ্চে এলেন অঞ্জন দত্ত। বললেন, বারবার আসতে চান এই দেশে।
১২ / ১২
সবাইকে বিদায় জানিয়ে মঞ্চ ছাড়লেন অঞ্জন দত্ত।
সবাইকে বিদায় জানিয়ে মঞ্চ ছাড়লেন অঞ্জন দত্ত।