'অনুরোধ, প্রযোজকের টাকা সঠিক খরচ করবেন'

‘আদম’ ছবির নায়ক ইয়াশ রোহান ও নায়িকা ও ঐশী ছবি: প্রথম আলো
‘আদম’ ছবির নায়ক ইয়াশ রোহান ও নায়িকা ও ঐশী ছবি: প্রথম আলো

যাঁরা ‘আদম’ ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন, তাঁরা বয়সে সবাই তরুণ। এ জন্য ছবিটির সব ধরনের কাজে বিএফডিসির পক্ষ থেকে সব রকমের সহযোগিতা থাকবে। ‘আদম’ ছবির মহরত অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে ছবিটির মহরত হয়।

অনুষ্ঠানে ওই কর্মকতা আরও বলেন, ‘আমি সব সময়ই তরুণদের প্রতি বিশ্বাসী। বর্তমান চলচ্চিত্রের এই দুঃসময়ে এই সব তরুণেরাই চলচ্চিত্র এগিয়ে নেবেন। তাঁদের হাত ধরেই চলচ্চিত্রের সোনালি দিন ফিরবে।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু, ছবির শিল্পী, কলাকুশলীদের মধ্যে রাইসুল ইসলাম আসাদ, ইয়াশ রোহান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ঐশী, মুনিরা মিঠু, অ্যানেল শুভ্র, নাসরিন, ছবির প্রযোজক তামিম হোসেন, পরিচালক আবু তৌহীদ হিরণসহ অনেকই।

নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বর্তমানে আমাদের সিনেমার অবস্থা ভালো যাচ্ছে না। অনেক পরিচালকের হাতে কাজ নেই। এর মধ্যেই নতুন একজন পরিচালকের ছবির মহরত হচ্ছে আজ। অভিনন্দন তাঁকে। আশা করছি আমরা একটা সুন্দর ছবি পাব তাঁর কাছ থেকে। তবে অনুরোধ, প্রযোজকেরা টাকা সঠিকভাবে ব্যবহার করবেন।’

অভিনেত্রী ঐশী, পরিচালক আবু তৌহীদ হিরণ এবং অভিনেতা ইয়াশ রোহান
অভিনেত্রী ঐশী, পরিচালক আবু তৌহীদ হিরণ এবং অভিনেতা ইয়াশ রোহান

‘আদম’ ছবিতে নায়ক ও নায়িকা ইয়াশ রোহান ও ঐশী। ছবিতে আলী চরিত্রে অভিনয় করবেন ইয়াশ রোহান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখানে আমি আলী চরিত্রটি করব। এ ধরনের চরিত্র আগে করিনি আমি। চিত্রনাট্যটি পড়ে আমার চরিত্রটি চ্যালেঞ্জিং মনে হয়েছে। চ্যালেঞ্জিং কাজ করার মধ্যে একটা মজাও আছে। ভালো করার আগ্রহটা বেশি থাকে। শতভাগ চেষ্টা দিয়ে কাজটি করব।’

ঐশী বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি। প্রথম ছবি ‘মিশন এক্সট্রিম’। পুরোপুরি বাণিজ্যিক ঘরানার। ‘আদম’ ছবিটির গল্প একেবারেই অন্য রকমের। এখানে আমার চরিত্র রাজিয়া। আমার জন্য নতুন একটি চরিত্র। চরিত্রটি পড়ে বুঝেছি আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। চরিত্রটির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি।’

পরিচালক তৌহীদ হিরণ তাঁর বক্তব্যে বলেন, ‘৫ বছর ধরে ছবিটি তৈরির প্রস্তুতি নিচ্ছি। গত চার মাস হলো কাজটি নিয়ে মাঠে নেমেছি। আটজনের একটি দল দিয়ে গবেষণা করে ছবির গল্প তৈরি করেছি। এটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট।’ তিনি আরও বলেন, ‘অনেক পরিশ্রমের কাজ হবে এটি। আমার বিশ্বাস, সবার সহযোগিতা পেলে একটা ভালো ছবি উপহার দিতে পারব।’ ‘আদম’ ছবিটির গল্প, চিত্রনাট্য লিখেছেন মাসুদ পারভেজ।

ছবিতে মোট তিনটি গান আছে। তার মধ্যে একটি গান সংগৃহীত। বাকি দুটি গান লিখেছেন মাসুদ পারভেজ ও এ মিজান। সবগুলো গানের সুর করেছেন নাজির মাহমুদ, সংগীত করেছেন মুশফিক লিটু। পরিচালক জানান, আগামী ২৬ আগস্ট থেকে ছবির শুটিং শুরু হবে। ছবিতে আরও অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, আফফান মিতুল প্রমুখ।