শাহরুখের ৪০ বার দেখা চলচ্চিত্র

শাহরুখ খান ও ‘দ্য লায়ন কিং’ ছবির পোস্টার
শাহরুখ খান ও ‘দ্য লায়ন কিং’ ছবির পোস্টার

বনের রাজা সিংহ মুফাসা তার একমাত্র সন্তান সিমবাকে বলেছে, ‘সব সময় মনে রাখবে, তুমি কে।’ পিতার সেই উপদেশ মনে রেখেছে সিমবা। আর তাই তো টিজারের শুরুতেই শোনা যায়, ‘ম্যাঁয় হুঁ সিমবা। মুফাসা কা বেটা।’

হ্যাঁ, ‘দ্য লায়ন কিং’ ছবির রিমেকে বড় পর্দার আইকনিক চরিত্র মুফাসা আর তার ছেলে সিমবার কণ্ঠ দিচ্ছেন ‘বলিউডের কিং’ শাহরুখ খান আর তাঁর ছেলে আরিয়ান খান। ছবির মুক্তিকে সামনে রেখে শাহরুখ জানান, ১৯৯৪ সালে ‘দ্য লায়ন কিং’ ছবিটি তিনি ৪০ বার দেখেছেন!

ই টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, শাহরুখ খান এই ছবির প্রচারণার জন্য এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যখন “দ্য লায়ন কিং” ছবিটি মুক্তি পায়, তখন থেকেই ছবিটি দেখতে শুরু করেছি। আর আমার বিভিন্ন বয়সের তিনটি সন্তান আছে। আমরা প্রায়ই বাসায় পিৎজা বা দোসা বানাতাম। আর বাসায় সিনেমা দেখার একটা পরিবেশ বানিয়ে সবাই মিলে বসে যেতাম “দ্য লায়ন কিং” দেখতে।’

মানে খাবার আর আরিয়ান, সুহানা আর আবরামদের নিয়ে অসংখ্যবার ছবিটি দেখেছেন তিনি। শাহরুখ খান আরও বলেন, ‘আমি ৪০ বার ছবিটি দেখেছি। হয়তো প্রতিবার পুরোটা দেখা হয়নি। কিন্তু এখনো আমার সন্তানেরা যখনই ছবিটা দেখতে বসে, আমিও তাদের সঙ্গে বসে যাই।’

‘দ্য লায়ন কিং’ ছবির টিজারের শুরুতে শোনা যায় সিমবার কণ্ঠ, ‘আমি সিমবা, মুফাসার সন্তান।’ এক মুহূর্তের জন্য সেই কণ্ঠ দর্শককে বিভ্রান্ত করবে। মনে হবে, শাহরুখ খানের কণ্ঠ শুনছেন। কিছুক্ষণ মন দিয়ে শোনার পর বাবা আর ছেলের কণ্ঠের সূক্ষ্ম পার্থক্য ধরতে পারবে সবাই। আরিয়ান শুধু বাবার মতো দেখতেই হননি, বাবার কণ্ঠস্বরও পেয়েছেন। শাহরুখ খান বলেছেন, তিনি আরিয়ানকে দেখেন আর তাঁর নিজেরই ভ্রম হয়।

আরিয়ানকে দেখে শাহরুখের মনে হয়, তিনি চোখের সামনে নিজেকে হাঁটতে আর কথা বলতে দেখছেন। ছেলেকে দেখে নিজের ছোটবেলা আর তরুণ শাহরুখকে খুঁজে পান শাহরুখ খান। এই না হলে ‘বাপ কা বেটা’! তবে বাবার অভিনয়গুণ আর ব্যক্তিত্ব কতটা পেয়েছেন, কিছুদিন পর সেই রায় জানাবে দর্শক। তাই অনেক সমালোচনা সত্ত্বেও বলতেই হয়, বড় পর্দার এই আইকনিক পিতা-পুত্রের জন্য শাহরুখ আর আরিয়ান ভালো মুফাসা আর সিমবা।

ওই সাক্ষাৎকারে শাহরুখ খান আরও বলেন, ‘আসলে মাঝেমধ্যেই আমার সন্তানদের নিয়ে বসে কী দেখব, খুঁজে পাই না। তখন প্রতিবার বলে উঠি, চলো, একসঙ্গে “দ্য লায়ন কিং” দেখা যাক। আমাদের ঘরের বেডরুমে নিজেদের বানানো যে ছোট্ট থিয়েটার, সেখানে এই সিনেমা আর বাচ্চাদের সঙ্গে যে কত সময় কাটিয়েছি। এখনো যদি আমরা সবাই একসঙ্গে বসে কোনো সিনেমা দেখতে চাই, তাহলে বাচ্চারা “দ্য লায়ন কিং” আর “দ্য জঙ্গল বুক” বলে চিৎকার করতে থাকে।’

যা হোক, এ সময়ের দর্শক কেন বঞ্চিত হবে সেই আইকনিক চরিত্রগুলো থেকে? ২৫ বছর পর আগামী ১৯ জুলাই তাই আবার বড় পর্দায় ফিরে আসছে ‘দ্য লায়ন কিং’। আর এবার ছবিটি মুক্তি দেওয়া হবে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। হিন্দি ভাষার মুসাফা আর সিমবা হবেন শাহরুখ খান আর আরিয়ান খান। এই ছবি দিয়েই শুরু হচ্ছে আরিয়ানের। দেখা যাক, তিনি বড় পর্দার সিমবার মতো এবং বাস্তবেও আরেকজন ‘কিং’ হতে পারেন কি না।