আমরা বিয়ে করেছি: পূজা

বিয়ের আসরে পূজা বাত্রা ও নবাব শাহ
বিয়ের আসরে পূজা বাত্রা ও নবাব শাহ

‘হ্যাঁ, আমরা বিয়ে করেছি। নবাব আর আমি দিল্লিতে মালাবদল করেছি। দুই পরিবার আমাদের চার হাত এক করেছে।’ বোম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বললেন বলিউড তারকা পূজা বাত্রা। জানালেন, ৪ জুলাই আর্য সমাজের নিয়ম মেনে আরেক বলিউড তারকা নবাব শাহকে বিয়ে করেছেন তিনি।

তুমুল প্রেম করছিলেন তাঁরা। জলটা তাঁরা ঠিকই খাচ্ছিলেন, কিন্তু ডুবে ডুবে। কিছুতেই স্বীকার করছিলেন না। সংবাদমাধ্যমগুলো অনেক দিন আগে থেকেই বলেছে, প্রেম করছেন পূজা বাত্রা ও নবাব শাহ। গণমাধ্যমকে নাকানিচুবানি খাইয়ে গত জুন মাসে স্বীকার করেন, সত্যিই প্রেম করছেন তাঁরা। জুলাই মাসের শুরুতেই শোনা গেছে, বিয়ে করেছেন এই দুজন তারকা। অবশেষে বিয়ের ১২ দিনের মাথায় এল পূজা বাত্রার স্বীকারোক্তি—বিয়ে করেছেন তাঁরা।

আর্য সমাজের নিয়ম মেনে বিয়ে করেছেন পূজা বাত্রা ও নবাব শাহ
আর্য সমাজের নিয়ম মেনে বিয়ে করেছেন পূজা বাত্রা ও নবাব শাহ

বিয়ের দিন পূজা বাত্রা পরেছিলেন টিয়া-সবুজ রঙের শাড়ির সঙ্গে মানানসই গোলাপি রঙের দোপাট্টা। সঙ্গে সিঁদুরে লাল রং ঘিরে ছিল তাঁকে। নবাব পড়েছিলেন ঘিয়ে রঙের পায়জামা-পাঞ্জাবি।

সাক্ষাৎকারে পূজা বাত্রা তাঁদের দুজনের সম্পর্ক নিয়েও কথা বলেছেন। জানালেন, কেবল কাছের কয়েকজন বন্ধু আর আত্মীয় সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পূজা বলেন, ‘আমার কাছের অনেক বন্ধু জিজ্ঞেস করছে, কেন আমরা দেরি করছি? তারপর আমার মনে হলো, তাই তো। আমি বাকি জীবন এই মানুষটার সঙ্গেই কাটাতে চাই। তাহলে কেন দেরি করছি! তাই আর দেরি না করে বিয়েটা সেরেই ফেললাম। আর্য সমাজের নিয়ম মেনে আমরা বিয়ে করেছি। এ সপ্তাহেই রেজিস্ট্রেশন করব।’

নবাব শাহ নাকি পূজার জন্য পারফেক্ট। তাঁদের দুজনের মধ্যে নাকি নবাব বেশি রোমান্টিক। যদিও কবে থেকে, ঠিক কোন ঘটনার পর তাঁরা একে অপরের প্রেমে পড়লেন, তা জানা যায়নি। তবে পূজা বলেছেন, সম্পর্কের প্রথম দিকে নবাব একদিন এয়ারপোর্টে এসেছিলেন তাঁকে নিতে। সেদিন নাকি নবাব পূজাকে সেই প্রশ্নটা করতে চেয়েছিলেন—আমাকে বিয়ে করবে? কিন্তু সেদিন নাকি নবাব নার্ভাস হয়ে যান আর প্রশ্নটা গিলে ফেলেন। পরে অবশ্য সময়মতো ঠিকই প্রশ্ন করেছেন, জবাবও পেয়েছেন। আর উত্তরটা যে ‘হ্যাঁ’ ছিল, তা বলার অপেক্ষা রাখে না। 

নবাব শাহ ও পূজা বাত্রা
নবাব শাহ ও পূজা বাত্রা

পূজা বাত্রা আরও জানান, নবাব নাকি প্রথম পরিচয়ের দিন তাঁকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন। পূজার ক্ষেত্রেও তা-ই ঘটেছিল? পূজা বলেন, ‘আমি নবাবকে সম্মান করি, পছন্দ করি। এরপর ধীরে ধীরে তাঁকে জানার সুযোগ পাই। আমরা দুজনই পরিণত। তাই সবকিছু একজন আরেকজনকে ব্যাখ্যা করার দরকার পড়েনি। নবাব তাঁর পরিবারকে খুব ভালোবাসে। আর ওর এ বিষয়টি আমার ভালো লেগেছে।’

নবাব শাহর জন্য পূজাই প্রথম। কিন্তু ৪৪ বছর বয়সী সাবেক এই ‘মিস ইন্ডিয়া’ এর আগে ২০০২ সালে ক্যালিফোর্নিয়ার অর্থোপেডিক সার্জন সোনি আলুওয়ালিয়াকে বিয়ে করেছিলেন। ৯ বছর সংসার করার পর ২০১১ সালে বিচ্ছেদের মাধ্যমে শেষ হয় সেই সম্পর্ক। সেসব দিনের কথা মনে করে পূজা বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে অনেকগুলো অধ্যায় থাকে। আমি নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে এসেছি। একটা অচেনা দেশে একদম একা ছিলাম। কিন্তু এরপর আবার প্রাণ ফিরে এল আমার জীবনে।’

পূজা আরও বলেন, ‘সময় বয়ে যায়। আর সেই সময়ের সঙ্গে মানুষের চারপাশ আর মনও বদলে যায়। প্রতিনিয়ত শেখার নামই জীবন। সেই জীবন আমাকে শিখিয়েছে জীবনসঙ্গীকে সম্মান করতে। জীবনসঙ্গীকে আমি যা দিচ্ছি, দিন শেষে আমার জীবনেও তা ফিরে আসে।’

শুধু পূজা নন, নবাবও তাঁদের সম্পর্ক আর বিয়ে নিয়ে অকপটে স্বীকার করেছেন সবকিছু। জানালেন, তাঁরা নাকি পরিকল্পনা করে কিছু করেননি। শুধু দুজনে একসঙ্গে বুড়ো হতে চেয়েছেন।

পূজা বাত্রা ও নবাব শাহ
পূজা বাত্রা ও নবাব শাহ

নবাব বলেন, ‘আসলে সময় নষ্ট করার কোনো মানে ছিল না। এ জন্য হঠাৎ করে সবকিছু হয়ে গেল। আমিও সময় নষ্ট না করে বাকি জীবন একসঙ্গে যাত্রা শুরু করতে চেয়েছি। আর সবকিছু যেভাবে হয়ে গেল, আমি খুবই খুশি।’ পূজার প্রতি তাঁর অনুভূতি নিয়ে নবাব বলেন, ‘পূজা আমার জীবনে সূর্যকিরণ। প্রথম আলাপের পর নিশ্চিত ছিলাম, এই মানুষটার সঙ্গেই বাকি জীবন কাটাতে চাই।’

১৯৯৩ সালে মাত্র ১৮ বছর বয়সে ‘মিস ইন্ডিয়া’র খেতাব জেতেন পূজা বাত্রা। তাঁকে বড় পর্দায় সর্বশেষ দেখা গেছে ২০১৭ সালে, ‘মিরর গেম’ ছবিতে। এই সুপারমডেল ও অভিনয়শিল্পী ‘ভিরাসাত’, ‘জোড়ি নাম্বার ওয়ান’, ‘ভাই’, ‘হাসিনা মান জায়েগি’, ‘কাহি পেয়ার না হো যায়ে’ আর ‘নায়ক’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হন।

অন্যদিকে নবাব শাহ কর্মজীবন শুরু করেন ২০০০ সালে ‘রাজা কো রানি সে পেয়ার হো গ্যায়া’ ছবির মধ্য দিয়ে। কিন্তু ছবিতে প্রধান চরিত্রে অরবিন্দ স্বামী ও মনীষা কৈরালা থাকায় সেভাবে নজরে পড়েননি। ছোট পর্দায় ‘শক্তিমান’ আর ‘সারথি’ সিরিয়ালের মাধ্যমে পরিচিতি পান। পরে বড় পর্দায় তাঁকে ‘লক্ষ্য’, ‘ডন টু’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘দিলওয়ালে’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গেছে।