দ্য লায়ন কিং: ছোট্টবেলার সুর!

>

দ্য লায়ন কিং ছবির দৃশ্য
দ্য লায়ন কিং ছবির দৃশ্য

১৯৯৪ সাল। ওয়াল্ট ডিজনির পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র দ্য লায়ন কিং সে বছর মুক্তি পায়। মিউজিক্যাল অ্যানিমেশন হওয়ায় চলচ্চিত্রের অনেকটা অংশ জুড়েই ছিল সুর আর গান। এবার এতগুলো বছর পর ২০১৯ সালে সেই একই সুর আর গান নিয়ে ফিরে এসেছে দ্য লায়ন কিং। 

পুরোনো সব জাদুকর!

‘লায়ন কিং’–এর সেই সুরের জাদু কি ভোলা যায়? নতুন কেউ নয়, পুরোনো সব জাদুকরই ফিরে এসেছে তাই এবারের দ্য লায়ন কিং–এ। পুরো ছবির আবহ সংগীত করেছেন আগের মতোই হ্যান্স জিমার। গান লিখেছেন স্যার এলটন জন। ছিলেন টিম রাইসও। 

পুরোনো বনাম নতুন

নতুন চলচ্চিত্রে নতুন কিছুই কি থাকবে না? আছে তো! বিয়ন্সের কণ্ঠে ‘স্পিরিট’ নামের নতুন গান। এতে বিয়ন্সের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন টিম রাইস। বাড়তি পাওনা হিসেবে শ্রোতাদের জন্য দ্য লায়ন কিং: দ্য গিফট নামে বিয়ন্সের একটি অ্যালবামও বের করেছেন। ছবির এন্ড ক্রেডিটের জন্য টিম আর এলটন লিখেছেন ‘নেভার টু লেট’ গানটি। গানে কণ্ঠ দিয়েছেন খোদ এলটন জন। পুরোনোকে অবশ্য ভুলে যাননি কেউই। পুরোনো ছবি থেকে অন্যান্য গানের সঙ্গে ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’, ‘হি লিভস ইন ইউ’ গানগুলো রাখা হয়েছে নতুন ছবিতে। 

সব ঠিকঠাক হবে তো?

২০১৬ সালে ঠিক করা হয়েছিল দ্য লায়ন কিং নতুন করে বানানো হলেও এর গানের সুর একদম ১৯৯৪ সালের মতোই রাখা হবে। কিন্তু শেষমেশ ছবির সংগীত বিভাগের মূল হর্তাকর্তা হ্যান্স জিমার সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। খানিকটা লাইভ কনসার্টের স্বাদ রেখেই পুরোনো সুরকে নতুন করে তৈরি করেছেন জিমার। ‘লায়ন কিং’ যাঁদের কাছে খুব অন্য রকম কিছু, ছোটবেলার একটা মিষ্টি স্মৃতির টুকরো— হ্যান্স জিমার এই কাজটুকু করেছেন তাঁদের জন্যই। আফ্রিকায় যাওয়া, সেখানে গিয়ে ব্যান্ড আর অর্কেস্ট্রার সঙ্গে কাজ করা, নতুন করে কোরাস অংশ তৈরি করা—প্রথমবারের চাইতেও ভালো কিছু করতে প্রাণপণ চেষ্টা করেছেন জিমার। 

চলে যাওয়ার আগে আরও একবার

এলটন জন গানের জগৎ থেকে বিদায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু দ্য লায়ন কিং–এর টানে শেষবারের মতো আবার গানে ফিরেছেন তিনি। শুধু তাই নয়, সঙ্গে এনেছেন বিয়ন্সে, ডোনাল্ড গ্লোভার, সেথ রোগান ও বিলি ইচারকে। 

নতুন কিছু তৈরি করা কারোরই উদ্দেশ্য ছিল না। নতুন দ্য লায়ন কিং–এর লক্ষ্যই ছিল পুরোনো ছবিতে মানুষ যা ভালোবেসেছে, সেটাকেই আবার সবার সামনে নিয়ে আসা। ঠিক কতটা সফল হয়েছেন হ্যান্স জিমার বা এলটন জন? টিম রাইস কি পেরেছেন? দেখেই আসুন না একবার! মিলিয়ে নিন নিজের ছোটবেলার লায়ন কিং-এর সঙ্গে।

সাদিয়া ইসলাম

সূত্র: বাজফিড, আইএমডিবি

নিউইয়র্ক টাইমস