মুন্নাভাইয়ের জন্য অপেক্ষা সঞ্জয়ের

সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

মুন্নাভাই—এই একটি মাত্র চরিত্র সঞ্জয় দত্তকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ঘুরে দাঁড়িয়েছেন তিনি। বলিউড খুঁজে পেয়েছে নতুন ভাবনার নতুন ছবি। ২০০৩ সালের ১৯ ডিসেম্বর ‘মুন্নাভাই এমবিবিএস’ আর ২০০৬ সালের ১ সেপ্টেম্বর ‘লাগে রহো মুন্নাভাই’ মুক্তি পায়। এরপর এই সিরিজের তৃতীয় ছবির জন্য অপেক্ষা। এ বছর গোড়ার দিকে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ‘মুন্নাভাই’ সিরিজের অন্যতম অভিনেতা আরশাদ ওয়ার্সি বলেন, ‘আমি জানি স্ক্রিপ্ট প্রায় তৈরি। অভিজিৎ যোশি এরই মধ্যে লেখার কাজ শেষ করেছেন। এখন ঘষামাজার কাজ চলছে। এ বছর মাঝামাঝি বা শেষ দিকে সিনেমাটি শুটিং ফ্লোরে পৌঁছাবে। আমি আর সঞ্জয় দত্ত তো আছিই। ব্যস, এটুকুই জানি।’ তিনি আরও বলেন, ‘চরিত্রটিকে যেখানে ছেড়ে এসেছিলাম, সেখান থেকে শুরু করতে একটু তো ভয় লাগছেই।’

কিন্তু অপেক্ষার পালা আর শেষ হয় না। অনিশ্চিত হয়ে পড়ে ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় ছবি। ‘মিশন কাশ্মীর’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রহো মুন্নাভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ আর ‘সঞ্জু’ ছবির পরিচালক রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন তাঁরই প্রযোজনা প্রতিষ্ঠানের একজন সহকর্মী। হাফিংটন পোস্ট ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নারী জানিয়েছেন, ২০১৮ সালে ‘সঞ্জু’ ছবির শুটিংয়ের সময় রাজকুমার হিরানি তাঁকে কয়েকবার যৌন নির্যাতন করেছেন।
সঞ্জয় দত্ত তাঁর নির্মাণ প্রতিষ্ঠান সঞ্জয় দত্ত প্রোডাকশনস প্রা. লি. থেকে নির্মাণ করেছেন মারাঠি ভাষার ছবি ‘বাবা’। ২ আগস্ট ছবিটি মুক্তি পাবে। সম্প্রতি মুম্বাইয়ে এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের এই জনপ্রিয় তারকা। একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় ছবি কবে আসবে? সঞ্জয় দত্ত বলেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ছবিটি যেন খুব তাড়াতাড়ি শুরু হয়। তবে ঠিক কবে শুরু হবে, তা পরিচালক রাজকুমার হিরানি ভালো বলতে পারবেন। তাঁকেই প্রশ্ন করলে ভালো হয়।’ তিনি আরও বলেন, ‘এই ছবির জন্য আপনারা যেমন অপেক্ষা করছেন, তেমনি আমিও অপেক্ষা করছি।’

সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

তবে রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে, এ ব্যাপারে সঞ্জয় দত্ত বলেন, ‘আমি তা বিশ্বাস করি না। রাজকুমার হিরানির সঙ্গে কয়েকটি ছবিতে কাজ করেছি। অনেক বছর ধরে তাঁকে চিনি, জানি। আমি জানি না, ওই মহিলা কেন এমন অভিযোগ করেছেন।’

চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের অভিনেত্রী অমরদীপ ঝা বলেন, ‘আমি বিশ্বাস করি তিনি (রাজকুমার হিরানি) নির্দোষ। শুটিংয়ের সময় সেটে তাঁকে কোনো খারাপ মন্তব্য বা মজা করতেও দেখিনি। সেটে তিনি সত্যিকার অর্থে একজন দেবদূতের মতো।’ আর বলিউড তারকা দিয়া মির্জা বলেছেন, ‘যখন অভিযোগটি শুনেছি, তখন খুব আঘাত পেয়েছি। আমি রাজু স্যারকে ১৫ বছর ধরে চিনি, জানি। তাঁকে ভীষণ শ্রদ্ধা করি। তিনি নির্দোষ, আমি এটা শোনার জন্য অপেক্ষা করছি।’

সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

আগেই জানা গেছে, রাজকুমার হিরানির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার মীমাংসা, অর্থাৎ তিনি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আর কোনো ছবির কাজ করতে পারবেন না কিংবা কোনো ছবির সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারবেন না। এ কারণেই ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় ছবি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।