দ্বিভাষিক অ্যালবাম 'পূর্ব-পশ্চিমের রবি'

দ্বিভাষিক অডিও অ্যালবাম ‘পূর্ব-পশ্চিমের রবি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গাইছেন আনন্দময়ী মজুমদার ও স্বপন দত্ত।  ছবি: প্রথম আলো
দ্বিভাষিক অডিও অ্যালবাম ‘পূর্ব-পশ্চিমের রবি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গাইছেন আনন্দময়ী মজুমদার ও স্বপন দত্ত। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রমী। শিল্পী স্বপন দত্ত ও আনন্দময়ী মজুমদার হাজির হয়েছিলেন রবীন্দ্রনাথের গান নিয়ে। তাঁদের দ্বিভাষিক অডিও অ্যালবাম পূর্ব-পশ্চিমের রবির (ট্যাগোর ব্লেন্ডস ইস্ট অ্যান্ড ওয়েস্ট) প্রকাশনা অনুষ্ঠান ছিল এটি। অ্যালবামটি বের করেছে সতত লিমিটেড। শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শনিবার সন্ধ্যায় ছিল এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাসান আজিজুল হক বলেন, ‘সংগীতের কোনো ব্যাখ্যা হয় না। সংগীতের স্থান যে জায়গায় আছে, সে জায়গাটা আমরা স্পর্শ করতে পারি না। আমাদের হৃদয়ে অনেক স্তর আছে, তার সবচেয়ে গভীর স্তরে সাহিত্য, শিল্প, সৌন্দর্যচেতনা কাজ করে। সংগীত সে রকম। আনন্দময়ী যখন প্রথম অনুবাদটি করে, তার আগে আমাকে জানিয়েছিল। বলেছিল, “আমি এ রকম করতে চাইছি, চাচা।” আমি করতে বলেছিলাম। আজ সেটা পূর্ণাঙ্গতা পেল। ঢাকাতে এসে গানগুলো গাইবার জন্য সে পেয়ে গেছে স্বপন দত্তকে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি, এই অ্যালবামের সংগীত আয়োজক সুজেয় শ্যাম বলেন, ‘এই ধরনের কাজ এই প্রথম করলাম। আমি যখন মিউজিক করি, তখনো আমার জানা ছিল না এভাবে দুই ভাষায় কাজ করব। তবে দুঃখের সঙ্গে জানাই, এখন সিডি কেউ কিনতে চায় না। এত সুন্দর সিডি, কিন্তু কেউ কেনে না। আমাদের শিল্পীরা বাঁচবে কী করে?’

ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ছিল নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যনন্দনের সদস্যদের নাচ। অতিথিদের বক্তব্যের পর স্বপন দত্ত ও আনন্দময়ী পরিবেশন করেন রবীন্দ্রসংগীত। স্বপন দত্ত শুরু করেন বাংলায়, আনন্দময়ী সেটাই পরিবেশন করেন। গানগুলোর মধ্যে ছিল ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘আমি চিনি গো চিনি তোমারে’, ‘আকাশভরা সূর্য-তারা’, ‘মনে রবে কি না রবে আমারে’ ইত্যাদি।

বিরতির পর অতিথি শিল্পী সুতপা ভট্টাচার্য পরিবেশন করেন ‘আমায় নহে গো ভালোবাসো শুধু’, ‘আবার নতুন কোনো ভোরে’, ‘আমার স্বপ্নে দেখা দু নয়ন’সহ কয়েকটি গান।