অক্ষয়ের পরে অমিতাভ

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

ভালো নেই ভারতের আসাম অঞ্চলের মানুষ। সময়ের সঙ্গে সেখানকার বন্যা পরিস্থিতির কেবল অবনতিই ঘটছে। বন্যাদুর্গত মানুষের সংখ্যা ৫২ লাখে পৌঁছেছে। দেড় লাখ মানুষ আশ্রয় নিয়েছে ত্রাণশিবিরগুলোতে। তিন জেলার ৪ হাজার ৬০০ গ্রাম তলিয়ে গেছে বন্যার পানিতে। দুর্দশাগ্রস্ত মানুষদের যন্ত্রণা স্পর্শ করেছে বলিউড তারকাদেরও।

ভারতের কেন্দ্রীয় সরকার আসামের জন্য ২৫১ কোটি ৫০ লাখ রুপি মঞ্জুর করেছে। বলিউড অভিনেতা অক্ষয় কুমার আসামের বন্যাদুর্গত মানুষের জন্য ১ কোটি রুপি দান করেছেন। শুধু তা-ই নয়, অক্ষয় কুমার আরও ১ কোটি রুপি দিয়েছেন আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান রক্ষার জন্য। এটি আসামের সেই পার্ক, যেটি বিরল এক শৃঙ্গী গন্ডারের আবাসস্থল। এই পার্কের ৯৫ শতাংশেরও বেশি অংশ ডুবে গেছে বন্যায়। বন্যায় পার্কের অন্তত ৩০টি প্রাণী মারা গেছে।

এমন অবস্থায় হাত গুটিয়ে বসে নেই বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এর আগে একাধিকবার তিনি কৃষকদের ঋণ মওকুফের জন্য কোটি কোটি রুপি খরচ করেছেন। আর এবার এগিয়ে এলেন আসামের বন্যার্ত মানুষের সহায়তায়। নিজের তহবিল থেকে আসামের মানুষকে তিনি দিয়েছেন ৫১ লাখ রুপি।

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

এক টুইটে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাই ধন্যবাদ জানিয়েছেন এই বলিউড তারকাকে। তিনি লিখেছেন, ‘আসামের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লাখ রুপি দেওয়ার জন্য শ্রী অমিতাভ বচ্চনজিকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসামের মানুষের প্রতি তাঁর এই মমতা আমরা মনে রাখব। আসামের মানুষের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।’

অমিতাভ বচ্চনও পাল্টা টুইটে লিখেছেন, ‘আসাম ভালো নেই। বন্যায় সেখানকার সব প্রাণীর জীবন বিপর্যস্ত। সেখানকার ভাইবোনদের আপনার সহায়তা প্রয়োজন। মুখ্যমন্ত্রীর তহবিলে সাহায্য পাঠান। আমি পাঠিয়েছি। আপনি পাঠিয়েছেন?'

অক্ষয় কুমারও টুইটে আসামের মানুষকে সাহায্যের আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আসামের বন্যাদুর্গত মানুষের কথা ভেবে খুবই খারাপ লাগছে। মানুষ, প্রাণী সবাই খুব বিধ্বস্ত অবস্থায় বেঁচে আছে। তাদের আপনার সাহায্য প্রয়োজন। আমি বন্যাদুর্গতদের জন্য এক কোটি ও কাজিরাঙা জাতীয় উদ্যানের জন্য এক কোটি রুপি দিয়েছি। আপনারাও তাদের সাহায্যে এগিয়ে আসুন, প্লিজ।’

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন বর্তমানে ভারতের লক্ষ্ণৌ অবস্থান করছেন। সেখানে রয়েছেন আরেক বলিউড তারকা আয়ুষ্মান খুরানাও। সুজির সরকারের ‘গুলাবো সিতাবো’ ছবির শুটিং চলছে সেখানে। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। আয়ান মুখার্জি পরিচালিত তারকাবহুল এই ছবিতে অমিতাভ বচ্চন পর্দা ভাগ করবেন রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুন ও মৌনি রায়দের সঙ্গে।