বলিউডের ছবির পোস্টারে নকলের জয়!

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পোস্টারের ছবিটি নকল করা হয়েছে হাঙ্গেরির আলোকচিত্রী ফ্লোরা বোরসির তোলা ছবি থেকে
‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পোস্টারের ছবিটি নকল করা হয়েছে হাঙ্গেরির আলোকচিত্রী ফ্লোরা বোরসির তোলা ছবি থেকে

কঙ্গনা রনৌতের একটা চোখ দেখা যাচ্ছে। ঠোঁটে লাল লিপস্টিক। মাথাভর্তি কোঁকড়া চুল। সব ঠিকঠাকই আছে। কিন্তু অন্য চোখটা এমন কেন? ভালো করে তাকিয়ে দেখলে বোঝা যাবে, সেটি আসলে কঙ্গনার চোখ না। কঙ্গনার চোখের জায়গায় সেখানে দেখা যাচ্ছে একটা কালো বিড়ালের চোখ। এটি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির একটি জনপ্রিয় পোস্টার। এই পোস্টারের বদৌলতে এত দিন প্রশংসায় ভেসেছে, বাহাবা কুড়িয়েছে এই ছবির টিম।

বক্স অফিসে তরতর করে এগিয়ে চলছে এই ছবি। ২৬ জুলাই মুক্তি পাওয়ার পর এক সপ্তাহে ছবিটি আয় করেছে ৪৮ কোটি রুপি। এই ছবির প্রধান অভিনয়শিল্পী কঙ্গনা রনৌত একটু ফুসরত পেয়ে পাহাড়ে ঘুরতে গেছেন। সেখান থেকে এক ভিডিও বার্তায় দর্শক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। আর এসবের মধ্যেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

সম্প্রতি এই পোস্টারের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। হাঙ্গেরির আলোকচিত্রী ফ্লোরা বোরসি টুইটারে তাঁর তোলা ছবির সঙ্গে এই পোস্টারের হুবহু মিল দেখিয়ে শিল্পীর শিল্প চুরির অভিযোগ করেন। প্রথমে ফ্লোরা ছবির পোস্টার দেখে টুইটারে লিখেছেন, ‘আরে, এই পোস্টার তো আমার পুরোনো কাজের কথা মনে করিয়ে দিচ্ছে। কেউ আমাকে বলবেন, এখানে ঠিক কী হচ্ছে?’

এরপর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্লোরা লিখেছেন, ‘এটা “জাজমেন্টাল হ্যায় কেয়া” নামে একটি বলিউড ছবির পোস্টার। তারা এই পোস্টার তৈরির আগে আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করেনি। বড় প্রতিষ্ঠানগুলো এভাবে ফ্রিল্যান্সারদের ছবি নকল করছে। এটা লজ্জাজনক।’ ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পোস্টারের ছবিটি যে ছবি থেকে নকল করা, সেই ছবিটি ফ্লোরার এই পেজে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা হয়েছে। ছবিটি ২০১৬ সালের ১৯ জানুয়ারি আপলোড করা হয়েছে। যখন ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির প্রি প্রোডাকশনের কাজও শুরু হয়নি।

ফ্লোরা ওই পোস্টে আরও লিখেছেন, ‘এটা কিন্তু মোটেও কোনো দেশ, কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ব্যক্তির ওপর ব্যক্তিগত আক্রমণ নয়। আমি শুধু বলতে চেয়েছি, এত বড় একটা ইন্ডাস্ট্রি কেন একজন ফ্রিল্যান্সারের কাজ চুরি করবে?’

তারপর বলিউডের অনেক ছবির পোস্টারের সঙ্গে হলিউড ও ইউরোপীয় আর্টওয়ার্কের মিল খুঁজে পাওয়া যায়। সাংবাদিকেরা অনুসন্ধান চালিয়ে এসব খুঁজে বের করেছেন। সেই তালিকায় রয়েছে অনেক জনপ্রিয় ছবি। ফ্লোরা তাই লিখেছেন, ‘দেখা যাচ্ছে আমি একা নই। খুঁজলে আরও পাওয়া যাবে। চালিয়ে যান।’

বলিউড হাঙ্গামা, এনডি টিভি, ইন্ডিয়া টুডে অবলম্বনে সে রকম কিছু পোস্টারের উদাহরণ এখানে দেওয়া হলো—

‘রা ওয়ান’ ছবির পোস্টারও নকল। ডিসি কমিকসের ‘ব্যাটম্যান বিগিনস’ ছবি থেকে তা কপি করা হয়েছে
‘রা ওয়ান’ ছবির পোস্টারও নকল। ডিসি কমিকসের ‘ব্যাটম্যান বিগিনস’ ছবি থেকে তা কপি করা হয়েছে


* ২০১১ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কারিনা কাপুর খান অভিনীত ‘রা ওয়ান’ ছবির পোস্টারও নকল। এটি ২০০৫ সালের ডিসি কমিকসের সুপারহিরো ছবি ‘ব্যাটম্যান বিগিনস’ থেকে নেওয়া।

‘জনি ইংলিশ রিবর্ন’ ছবির পোস্টারের সঙ্গে মিলে যায় ‘এজেন্ট বিনোদ’ ছবির পোস্টার
‘জনি ইংলিশ রিবর্ন’ ছবির পোস্টারের সঙ্গে মিলে যায় ‘এজেন্ট বিনোদ’ ছবির পোস্টার

* সাইফ আলী খান ও কারিনা কাপুর খান অভিনীত ২০১২ সালের বলিউডের ছবি ‘এজেন্ট বিনোদ’। মিস্টার বিন খ্যাত রোয়ান এটকিনসন অভিনীত ২০১১ সালের স্পাই কমেডি ছবি ‘জনি ইংলিশ রিবর্ন’-এর পোস্টারের সঙ্গে মিলে যায় ‘এজেন্ট বিনোদ’-এর পোস্টার।

‘গজিনি’র পোস্টার একই বছর মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’ থেকে চুরি করা
‘গজিনি’র পোস্টার একই বছর মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’ থেকে চুরি করা

* ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের একাধিক ছবির পোস্টারের বিরুদ্ধে রয়েছে নকলের অভিযোগ। ৬৫ কোটি রুপি খরচ করে বানানো ‘গজিনি’ প্রযোজকের মুখে হাসি ফুটিয়ে বক্স অফিসে তুলে এনেছিল ২৩২ কোটি রুপি। ২০০৮ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি ‘গজিনি’র পোস্টার একই বছর মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’ থেকে চুরি করা। হলিউডের এই ছবিটি মুক্তি পেয়েছে ১৩ জুন আর ‘গজিনি’ মুক্তি পেয়েছে ২৫ ডিসেম্বর।

পর্তুগিজ শিল্পী কিম বাররেইরসের অ্যালবামের অনুকরণে এই পোস্টার করা হয়েছে
পর্তুগিজ শিল্পী কিম বাররেইরসের অ্যালবামের অনুকরণে এই পোস্টার করা হয়েছে

* ‘পিকে’ (২০১৪) ছবির পোস্টার দারুণ আলোচিত। যেখানে আমির খানকে নগ্ন অবস্থায় রেডিও ধরে রেললাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অশ্লীলতার দায়ে ছবিটি নিয়ে তুমুল হাঙ্গামা হয়। এই পোস্টারের ভাবনা কিন্তু মৌলিক নয়। তা নেওয়া হয়েছে ১৯৯২ সালে মুক্তি পাওয়া পর্তুগিজ শিল্পী কিম বাররেইরসের অ্যালবাম থেকে।

সত্যজিৎ রায় পরিচালিত ‘গণশত্রু’ থেকে ‘নিউটন’ ছবির পোস্টারের ভাবনা নেওয়া হয়
সত্যজিৎ রায় পরিচালিত ‘গণশত্রু’ থেকে ‘নিউটন’ ছবির পোস্টারের ভাবনা নেওয়া হয়

* বলিউডের রাজ কুমার রাও যে ছবির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রশংসিত, সেটি ‘নিউটন’। ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসরে এই ছবি ভারতের প্রতিনিধিত্ব করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ছবিটি ৬৩তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে পেয়েছে আটটি নোমিনেশন। বার্লিন, হংকং, কেরালাসহ অসংখ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার বাগিয়ে নেওয়া এই চলচ্চিত্রের পোস্টারের বিরুদ্ধে রয়েছে নকলের অভিযোগ। অন্য সব ছবি যেখানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অসংখ্য শিল্প থেকে চুরি করেছে পোস্টারের ভাবনা, সেখানে পশ্চিম থেকে মুখ ঘুরিয়ে এই ছবির পোস্টারের সঙ্গে মিল পাওয়া গেছে ভারতের কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত ‘গণশত্রু’ (১৯৯০) থেকে। পোস্টারের সব ঠিক, শুধু সৌমিত্র চট্টোপাধ্যায়ের মাথায় হেলমেট নেই আর রাজ কুমার রাওয়ের মাথায় আছে।

‘মার্ডার টু’ ছবির পোস্টার অ্যান্টিক্রাইস্ট ছবির পোস্টার থেকে চুরি করা
‘মার্ডার টু’ ছবির পোস্টার অ্যান্টিক্রাইস্ট ছবির পোস্টার থেকে চুরি করা

* ‘মার্ডার টু’ ছবিটি বানানো হয় মাত্র ১২ কোটি রুপি খরচ করে। আর তা তরতর করে ব্যবসা করে নাম উঠিয়েছে ১০০ কোটির ক্লাবে। ২০১১ সালে মুক্তি পাওয়া এই ছবির পোস্টার ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও সুইডেনের যৌথ প্রযোজিত চলচ্চিত্র ‘অ্যান্টিক্রাইস্ট’ ছবির পোস্টার থেকে চুরি করা। ‘মার্ডার টু’ ব্যবসাসফল হলেও ‘অ্যান্টিক্রাইস্ট’ লগ্নি করা অর্থের এক–পঞ্চমাংশও তুলে আনতে পারেনি।

‘মার্ডার থ্রি’ ছবির পোস্টারের ভাবনা এসেছে মেগান ফক্স অভিনীত হলিউডের ‘জেনিফারস বডি’র পোস্টার থেকে
‘মার্ডার থ্রি’ ছবির পোস্টারের ভাবনা এসেছে মেগান ফক্স অভিনীত হলিউডের ‘জেনিফারস বডি’র পোস্টার থেকে

* ‘মার্ডার টু’ ছবির সিকুয়েল ‘মার্ডার থ্রি’ও নকলে বিশ্বাসী। রণদীপ হুদা, অদিতি রাও হায়দারি ও সারা লরেন অভিনীত এই ছবির পোস্টারের ভাবনা মেগান ফক্স অভিনীত হলিউডের ‘জেনিফারস বডি’র পোস্টার থেকে নেওয়া।

‘দ্য রিপ্লেসমেন্ট কিলারস’ ছবির সঙ্গে ‘রাওড়ি রাঠোর’ ছবির কত মিল!
‘দ্য রিপ্লেসমেন্ট কিলারস’ ছবির সঙ্গে ‘রাওড়ি রাঠোর’ ছবির কত মিল!

* নকলের এই তালিকায় আছে অক্ষয় কুমারের জনপ্রিয় ছবি ‘রাউডি রাঠোর’। ২০১২ সালে মুক্তি পাওয়া এই ছবির পোস্টার ১৯৯৮ সালে মুক্তি পাওয়া হলিউডে ‘দ্য রিপ্লেসমেন্ট কিলারস’ থেকে নেওয়া।

‘এক ভিলেন’ ছবির পোস্টার জনপ্রিয় ছবি ‘ফেস/অফ’ থেকে নেওয়া
‘এক ভিলেন’ ছবির পোস্টার জনপ্রিয় ছবি ‘ফেস/অফ’ থেকে নেওয়া

* এই তালিকা থেকে বাদ যায়নি ‘এক ভিলেন’ ছবিও। রিতেশ দেশমুখ, সিদ্ধার্থ মালহোত্রা ও শ্রদ্ধা কাপুর অভিনীত সুপারহিট এই ছবির পোস্টার নেওয়া হয়েছে জন ট্রাভোল্টা ও নিকোলাস কেজ অভিনীত ১৯৯৭ সালের জনপ্রিয় ছবি ‘ফেস/অফ’ থেকে নেওয়া।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির পোস্টার মিলে যায় ২০০৫ সালের হলিউডের ছবি ‘লর্ডস অব ডগটাউন’-এর সঙ্গে
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির পোস্টার মিলে যায় ২০০৫ সালের হলিউডের ছবি ‘লর্ডস অব ডগটাউন’-এর সঙ্গে

* ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ আপনার যতই পছন্দের ছবি হোক না কেন, এই ছবির পোস্টারও কিন্তু নকল। কারণ ২০১১ সালে মুক্তি পাওয়া এই ছবির পোস্টার মিলে যায় ২০০৫ সালের হলিউডের ছবি ‘লর্ডস অব ডগটাউন’-এর সঙ্গে। তবে এ ঘটনাকে নিতান্তই কাকতালীয় বলেছেন নির্মাতারা।

‘আনজানা আনজানি’ ছবির পোস্টারের সঙ্গে ‘অ্যান এডুকেশন’ ছবির পোস্টারে খুব মিল!
‘আনজানা আনজানি’ ছবির পোস্টারের সঙ্গে ‘অ্যান এডুকেশন’ ছবির পোস্টারে খুব মিল!

* খানেদের ছবির পোস্টার নকলের অভিযোগ আসছে, প্রিয়াঙ্কা চোপড়ার ছবি বাদ থাকবে কেন? ২০১০ সালে মুক্তি পাওয়া ‘আনজানা আনজানি’ ছবির পোস্টার ২০০৯ সালে মুক্তি পাওয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার ছবি ‘অ্যান এডুকেশন’ থেকে নেওয়া।

কঙ্গনা রনৌতের নতুন ছবি ‘ঢাকাড়’-এর পোস্টার আর ‘টম্ব রাইডার’ ছবির পোস্টার হুবহু মিলে গেছে
কঙ্গনা রনৌতের নতুন ছবি ‘ঢাকাড়’-এর পোস্টার আর ‘টম্ব রাইডার’ ছবির পোস্টার হুবহু মিলে গেছে

* এদিকে আলোচনায় থাকা বলিউড তারকা কঙ্গনা রনৌতের নতুন ছবি ‘ঢাকাড়’-এর পোস্টার মুক্তি পেয়েছে ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির মুক্তির ঠিক আগে। পোস্টারে দেখা গেছে, দুই হাতে অস্ত্র তুলে নিয়েছেন কঙ্গনা রনৌত, সামনে ধ্বংসস্তূপের মধ্যে আগুন আর আকাশ মিলে গেছে দিগন্তে। কঙ্গনাকে যে লুকে দেখা গেছে, এমন লুকে আগে দেখা গেছে অ্যাঞ্জেলিনা জোলি, স্কারলেট জোহানসনসহ হলিউডের অনেক তারকাকে। বিশেষ করে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘টম্ব রাইডার’ ছবির পোস্টারের সঙ্গে মিলে যায় এই পোস্টার।

‘লাইসেন্স টু ওয়েড’ ছবির পোস্টারের সঙ্গে ‘অতিথি তুম কাব যায়োগে’র পোস্টারের যথেষ্ট মিল রয়েছে
‘লাইসেন্স টু ওয়েড’ ছবির পোস্টারের সঙ্গে ‘অতিথি তুম কাব যায়োগে’র পোস্টারের যথেষ্ট মিল রয়েছে

* অজয় দেবগন, পরেশ রাওয়াল ও কঙ্গনা সেন শর্মা অভিনীত বলিউডের জনপ্রিয় কমেডি ছবি ‘অতিথি তুম কাব যায়োগে’র পোস্টারও নকল। ২০১০ সালের ৫ মার্চ মুক্তি পাওয়া এই ছবির পোস্টারের সঙ্গে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইসেন্স টু ওয়েড’ ছবির পোস্টারের মিল রয়েছে। হলিউডের এই রোমান্টিক কমেডি ছবিতে দেখা গেছে রবিন উইলিয়ামস ও ম্যান্ডি মুরকে।