ফিরোজা বেগম স্মৃতিপদক পেলেন ফরিদা পারভীন

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতে সমবেত গান শোনান শিল্পী। ছবি: প্রথম আলো
ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতে সমবেত গান শোনান শিল্পী। ছবি: প্রথম আলো

শৈশবে রেডিওতে ফিরোজা বেগমের গান শুনতেন ফরিদা পারভীন। রাজশাহী বেতারে গাইতেন নজরুলের গান। সাধ ছিল ‘ফিরোজা বেগম’ হওয়ার। নিজস্ব সাধনায় হয়েছেন কীর্তিমতী লালনশিল্পী। নানা পুরস্কার ও সম্মাননার পর তিনি পেলেন ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক।

আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ছিল ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কারের চতুর্থ আয়োজন। এ অনুষ্ঠানে ফরিদা পারভীনকে দেওয়া হয় সোনার মেডেল ও এক লাখ টাকার চেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন ফিরোজা বেগম ট্রাস্ট ফান্ডের পৃষ্ঠপোষক ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা। তিনি বলেন, ‘ফিরোজা বেগম গভীর উপলব্ধি নিয়ে নজরুলের গানের সাধনা করে গেছেন। দেশের কীর্তিমান সংগীতশিল্পীদের সাধনার প্রতি সম্মান এবং সংগীত সাধনায় নতুন প্রজন্মকে প্রণোদনা দিতে আমাদের এই প্রয়াস।’

লালন ও নজরুলের বাণী প্রসঙ্গে মো. আখতারুজ্জামান বলেন, ‘সংগীতের বক্তব্য ধারণ করা আমাদের জন্য জরুরি। সেটিই সংগীত চেতনায় উদ্বুদ্ধ মানুষের মৌলিক কাজ। নতুন প্রজন্মের কাছে আমাদের আবেদন, আমরা যেন গানের বাণী বা বার্তাটি গ্রহণ করতে পারি। কেবল বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা, সংগীত ও নাট্যকলা বিভাগের কার্যক্রমের মধ্যেই এসবের চর্চা সীমাবদ্ধ রাখা যাবে না। লালন ও নজরুলের গানের মধ্যে যে মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা আছে, সেসব উন্মোচন করা জরুরি। এ তিন বিভাগের মাধ্যমে এগুলোর প্রাতিষ্ঠানিক চর্চার সুযোগ আছে বটে। কিন্তু এর সর্বজনীন চর্চাও আমাদের করতে হবে। কেবল একজন বরেণ্য শিল্পীর নামে স্বর্ণপদক দিতে এসিআই ফাউন্ডেশন এ উদ্যোগ নেয়নি, বরং আরও বরেণ্য শিল্পী তৈরির মহৎ উদ্দেশ্য নিয়েই সংগঠন এ উদ্যোগ নিয়েছে। আমাদের মাঝে যাতে ফিরোজা বেগম জাগ্রত থাকেন, আরও ফিরোজা বেগমের জন্ম হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছ থেকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার গ্রহণ করেন ফরিদা পারভীন। ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছ থেকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার গ্রহণ করেন ফরিদা পারভীন। ছবি: প্রথম আলো

অভিব্যক্তি জানাতে এসে ফরিদা পারভীন বলেন, ‘ফিরোজা বেগম আমাকে অসম্ভব ভালোবাসতেন। এই পরিবারের কাছে আমার অনেক ঋণ। দিল্লিতে বেঙ্গল সম্মেলনে একই মঞ্চে তাঁর সঙ্গে গান করেছিলাম। দেখা হলেই তিনি “মনে আছে সেই আমি একবার কাঁদিয়াছিলাম” গানটা শুনতে চাইতেন। বলতেন, “এই গানটা আমি রেকর্ড করব”। তাঁর নামের এই পুরস্কার আমার কাছে অনেক মূল্যবান। লালন সাঁইজি তাঁর ছোঁয়ায় আমাকে আপনাদের ভালোবাসার কাছে ঋণী করে দিয়েছে। যত দিন বেঁচে থাকব, ফিরোজা বেগমের স্মৃতি ধরে রাখব।’

মো. কামাল উদ্দীন বলেন, ‘আমাদের ৩৫০টি ট্রাস্ট ফান্ড আছে। ব্যক্তিগত উদ্যোগে চালু করা ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের মূলধন সর্বোচ্চ। সম্মাননা ও পুরস্কারের এ চর্চায় আমাদের শিক্ষার্থীরা উৎসাহিত হয়, সমাজও উদ্বুদ্ধ হয়।’ আয়োজক ও অতিথিদের ধন্যবাদ জানান সংগীত বিভাগের চেয়ারপারসন টুম্পা সমদ্দার।

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেয়ে অনুভূতি জানাচ্ছেন ফরিদা পারভিন। ছবি: প্রথম আলো
‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেয়ে অনুভূতি জানাচ্ছেন ফরিদা পারভিন। ছবি: প্রথম আলো

পুরস্কারের প্রতিক্রিয়া জানিয়ে ফরিদা পারভীন প্রথম আলোকে বলেন, ‘পুরস্কার পেলে সবারই মনটা ভালো হয়ে যায়, আবার দায়িত্বটাও বেড়ে যায়। এ সম্মাননা যে কারণে আমাকে দেওয়া হয়েছে, সেই কাজ আমি কতটা করতে পারব, সে ব্যাপারে নিজের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। পৃথিবীর মানুষ যখন আমার কণ্ঠে সাঁইজির গান শুনে আমাকে ভালোবাসে, সেই ঋণ তো আমি কোনো দিন শোধ করতে পারব না। মানুষের কাছে অনেক ঋণ আমার।’

গত বছর সংগীত বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার পেয়েছেন সংগীত বিভাগের শিক্ষার্থী খোন্দকার আনিকা ইসলাম। আগামী সমাবর্তনে রাষ্ট্রপতির কাছ থেকে তিনি এ স্বর্ণপদক গ্রহণ করবেন। অনুষ্ঠানের শুরুতেই গান করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পীরা, নাচ করেন নৃত্যকলা বিভাগের শিল্পীরা। অনুষ্ঠান শেষে গান শোনান খোন্দকার আনিকা ইসলাম ও ফরিদা পারভীন। ফিরোজা বেগমের পরিবারের সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবলী রুবায়েত-উল-ইসলাম, শাফিন আহমেদ, সুস্মিতা আনিস প্রমুখ।

অনুষ্ঠানে গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনাও। ছবি: প্রথম আলো
অনুষ্ঠানে গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনাও। ছবি: প্রথম আলো

উপমহাদেশের বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের জন্মদিন ছিল গত ২৮ জুলাই । ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর তিনি মারা যান। তবে তাঁর সুরের জাদু আর অনন্য গায়কি প্রতিভা তাঁকে করেছে অম্লান ও চিরভাস্বর। কাজী নজরুল ইসলামের গানকে ‘নজরুলসংগীত’ হিসেবে পরিচিত করার পেছনে মুখ্য ভূমিকা পালন করেন ফিরোজা বেগম। নজরুলসংগীতকে মানুষের মনের আঙিনায় পৌঁছে দিতে ফিরোজা বেগম আজীবন সাধনা করে গেছেন। ফিরোজা বেগমকে এবং তাঁর সংগীতকে স্মরণীয় করে রাখতে এসিআই ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে প্রতিবছর দেশের একজন বরেণ্য সংগীতশিল্পীকে স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার দিয়ে আসছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের চতুর্থ আয়োজন।