ঈদের ছুটিতে ছেলেকে নিয়ে গাড়িতে ঘুরব: শাকিব খান

>
শাকিব খান
শাকিব খান

ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ও জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা মনের মতো মানুষ পাইলাম না। গতকাল শনিবার দুপুর পর্যন্ত দেশের ১৫৪টি প্রেক্ষাগৃহে এই নায়কের ছবি মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। এদিকে দেশের প্রায় সব কটি টেলিভিশন চ্যানেলে ঈদের সাত দিনই দেখানো হবে তাঁর বেশ কিছু সিনেমা। এসব নিয়ে গতকাল বিকেলে এফডিসির ২ নম্বর ফ্লোরে আগুন সিনেমার শুটিংয়ের ফাঁকে কথা বলেন শাকিব খান

দেড় দশক ধরে প্রতি ঈদে আপনার ছবি মুক্তি পায়। কেমন লাগে?
এটা অন্য রকম অনুভূতি। এমনিতে দেশের মানুষ অনেক পেরেশানিতে থাকে। ঈদ কিংবা বৈশাখের মতো বিশেষ দিবসে সবকিছু ভুলে কয়েক দিন কিংবা এক সপ্তাহের জন্য নির্মল আনন্দে মেতে ওঠে মানুষ। এই ভেবে আনন্দিত হই, আমারই কোনো একটি সিনেমা মানুষকে কিছু সময় কিংবা কয়েকটা দিন আনন্দে রাখে। এটা অনেক বড় পাওয়া।

রোজার ঈদের ছবি ‘পাসওয়ার্ড’–এর চেয়ে এবারের ছবিটি ঘিরে আলোচনা কম মনে হয় কি?
এবারের ঈদে মনের মতো মানুষ পাইলাম না ছবিতে নিজেকে অন্যভাবে দেখতে চেয়েছি। এই ছবি দেশ-সমাজ, পারিপার্শ্বিকতা নিয়ে। ছবির ট্রেলার দেখে সবাই প্রশংসা করেছে। আমি ভিন্ন ধারার বাস্তবসম্মত কোনো গল্পে অভিনয় করতে চেয়েছি।

শাকিবের সিনেমা মানেই নাচ-গান ও গল্পে ভরপুর—
এটা তো রোজার ঈদে পাসওয়ার্ড দিয়ে দেখিয়ে দিয়েছি। সব সময় তো আর এক হবে না। এটা ভিন্নধারার সিনেমা।
ভিন্নধারার এই ছবিতে সহশিল্পী বুবলী কেমন করেছেন?
খুবই চমৎকার অভিনয় করেছে। এই ছবি তাকে আলাদা একটা জায়গা করে দেবে।

ছেলে আব্রামের সঙ্গে সময় কাটাবেন কি না...
ও তো একটু একটু বুঝতে শিখেছে। আনন্দ নিতেও শিখবে। ঈদের ছুটিতে ছেলেকে নিয়ে গাড়িতে ঘুরব।

আপনি ‘আগুন’ সিনেমার কাজ করছেন। এই ছবিতে আপনার সহশিল্পী জাহরা মিতু। একজন নতুন শিল্পী আপনার কাছ থেকে কতটা সহযোগিতা পাচ্ছে?

আমি তো অবশ্যই চেষ্টা করছি। সে নতুন, তবে সম্ভাবনা আছে। আমি চাই, নতুন আরও অনেক নায়িকা আসুক। আরও জমজমাট হোক আমাদের চলচ্চিত্রজগৎ।
শুধু নায়িকাই আসুক চাইবেন?
একজন নায়ক হিসেবে তো নায়িকাই চাইব (হাসি)।

শেষ তিন প্রশ্ন
তিনজন সহশিল্পীর নাম শুনতে চাই, যাঁরা আরও কাজ করতে পারতেন...
রিয়াজ, ফেরদৌস ও রুবেল।

নায়িকাদের মধ্যে কাদের আরও কাজ করা উচিত?
পূর্ণিমা, পপি।
পরিচালকদের মধ্যে এমন কেউ আছেন, যাঁদের পেছনে প্রযোজকদের পৃষ্ঠপোষকতা দরকার?
মতিন রহমান, সোহানুর রহমান সোহান, এফ আই মানিক।