বঙ্গবন্ধু স্মরণে আজ 'শ্রাবণ ট্র্যাজেডি'

মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’র দৃশ্য
মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’র দৃশ্য

মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবার-পরিজনকে পরিকল্পিতভাবে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে গবেষণালব্ধ মঞ্চনাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’। এটি মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪০তম প্রযোজনা। বঙ্গবন্ধু স্মরণে আজ ১৫ আগস্ট সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবের নিজস্ব মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামানের লেখা নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়ন। আজ ‘শ্রাবণ ট্র্যাজেডি’র ১৫তম প্রদর্শনী হবে।

আজ ‘শ্রাবণ ট্র্যাজেডি’র ১৫তম প্রদর্শনী হবে
আজ ‘শ্রাবণ ট্র্যাজেডি’র ১৫তম প্রদর্শনী হবে

মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের এই নাটক অনেক গবেষণা, পরিকল্পনার ফসল। দীর্ঘ নয় মাস গবেষণালব্ধ এ পাণ্ডুলিপিতে জাতির জনককে হত্যার পরিকল্পনাকারী রাজনৈতিক ও সামরিক বেনিয়াদের অংশগ্রহণ ও কার্যকারণ উন্মোচিত হয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মের জানার অধিকার রয়েছে।’

মীর জাহিদ হাসান আরও বলেন, ‘অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতাসংগ্রাম ও রাষ্ট্র গঠনে তাঁর সত্যনিষ্ঠ দুর্বার প্রচেষ্টা নিয়ে রচিত হয়েছে এ পাণ্ডুলিপি। মহান নেতার হত্যাকারী রাজনৈতিক ও সামরিক বেনিয়া আর খুনিদের মুখোশ উন্মোচনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে সতর্ক করা এবং খুনি ও তাদের অনুসারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করার প্রত্যয় তৈরিতে ভূমিকা রাখবে এ নাট্য প্রযোজনা। একটি স্বাধীন ভূখণ্ডের মহান স্থপতির প্রতি নৈতিক, মানবিক ও রাষ্ট্রিক দায়বদ্ধতা থেকে নয় মাসের গবেষণালব্ধ এ পাণ্ডুলিপি মঞ্চায়নের জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।’

‘শ্রাবণ ট্র্যাজেডি’ মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪০তম প্রযোজনা
‘শ্রাবণ ট্র্যাজেডি’ মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪০তম প্রযোজনা

নির্দেশক আশিক রহমান লিয়ন বলেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মর্মন্তুদ ঘটনা উপজীব্য করে নাটক “শ্রাবণ ট্র্যাজেডি”। এ নাটকের শুরুতেই আমরা এই ভাবনায় স্থিত হই, বঙ্গবন্ধু কোনো দলের নন, কোনো গোষ্ঠীর নন। তিনি সমগ্র জাতির, পুরো দুনিয়ার স্বাধীনতাকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। এমনই এক মহিরুহ ব্যক্তিত্বের জীবন নিয়ে লেখা নাটকের নির্দেশনা দিতে পারা আমার জন্য সৌভাগ্যেও বলে মনে করি। কাজটি তাই একদিকে আমার জন্য আনন্দের, অন্যদিকে আমার নিজের জন্য ইতিহাসের দায় পূরণের কর্তব্যও বটে।’

নাট্যকর আনন জামান বলেন, ‘“শ্রাবণ ট্র্যাজেডি” নাটকে সত্য বলার জন্য বঙ্গবন্ধুর খুনিদের ধূসর অতীত থেকে তাড়িয়ে আনা হয়েছে বর্তমানের রঙ্গমঞ্চে। কোনো ধরনের রাজনৈতিক অভিসন্ধি সিদ্ধির জন্য নয়, ইতিহাস পাঠের জটিল আবর্ত থেকে নিরপেক্ষ সত্য রচনা করবার চেষ্টা করেছি।’

নাটকটিতে অভিনয় করছেন কবির আহমেদ, ফারুক আহমেদ, মো. শাহনেওয়াজ, মনিরুল আলম, পলি বিশ্বাস, সামিউল জীবন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন, তারকেশ্বর তারক, আহাদুজ্জামান কলিন্স, সুমাইয়া তাইয়ুম, আরাফাত আশরাফ, পিয়াসী জাহান, কাজী তারিফ, তাজুল রনি, রেদোয়ান, সিয়াম রাব্বি, জুনায়েদ আহমেদ, নূর আকতার, রিফাত হোসেন, ইকবাল চৌধুরী, মীর নাহিদ আহসান, মীর জাহিদ হাসান প্রমুখ।