প্রস্তুত হয়েই সিনেমায় নামতে চাইছি: নিশো

ঈদুল আজহায় ইউটিউব ও বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে ও হচ্ছে আফরান নিশো অভিনীত প্রায় ৩০টি নাটক। অভিনয় ও বর্তমান টেলিভিশন নাটক নিয়ে কথা বললেন তিনি।
আফরান নিশো
আফরান নিশো

ঈদ কেমন কাটালেন?
ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করে অনেকটাই ক্লান্ত ছিলাম। ঈদের নামাজ পড়ে স্ত্রী ও সন্তানসহ ঢাকার মধ্যে ঘুরে বেড়িয়েছি।

নিজের অভিনীত কী কী নাটক দেখলেন?
মি এন্ড ইউ, বিউটি-ফুল, আগন্তুক, পতঙ্গ, এই শহরে ইত্যাদি।

আপনার কোন নাটকগুলো বেশি সাড়া পাচ্ছে?
মি এন্ড ইউ নাটকটি ইউটিউবে ২০ লাখের বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া বিউটি–ফুল, আগন্তুক, পতঙ্গ, এই শহরে নাটকগুলো থেকে সাড়া বেশি।

অন্যদের অভিনীত কী কী নাটক দেখলেন?
কেস ৩০৪০, শিশির বিন্দু পার্ট ২, ব্যাচেলর ঈদ, রিলেশনশিপ, স্বপ্ন দেখি আবারও ইত্যাদি দেখেছি।

নাটকের গল্প লিখেছেন। পরিচালনার ইচ্ছা আছে?
অবশ্যই, তবে এখনই না। উপযুক্ত সময়েই এ কাজগুলো করতে চাই। শুটিংয়ে ক্যামেরা, লাইট, লেন্স, পরিচালকের শট ডিভিশনগুলো খেয়াল করি। নিজের মতো করেই শিখি। অভিনয়টাও এভাবে দেখে দেখে শেখার চেষ্টা করেছি।

ঈদের শেষে কাজ শুরু করেছেন?
২০ আগস্ট থেকে শিডিউল দেওয়া আছে। তবে মাসের শেষের দিকে শুরু করতে পারি।

সিনেমা করার গুঞ্জন অনেক দিন থেকে...
কথাবার্তা চলছে। এখনো কোনো কিছু চূড়ান্ত না। তবে কাজটা হবে। আমি সিনেমাতে নাম লিখে প্রস্তুত হতে চাইছি না, প্রস্তুত হয়েই সিনেমায় নামতে চাইছি।

শেষ তিন প্রশ্ন
কার বিপরীতে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন, মেহজাবীন নাকি তানজিন তিশা?
মেহজাবীন।

মেহজাবীন, নুসরাত ইমরোজ তিশা, তানজিন তিশার মধ্যে নিজের পরিচালনায় কাকে নায়িকা হিসেবে নেবেন?
জনপ্রিয়তা ও অভিনয়—সবকিছু মিলে মেহজাবীনকে।

কার অভিনয়ে হিংসা হয়?
হুমায়ুন ফরীদির অভিনয় দেখে হিংসা লাগে। আবার উৎসাহিতও হই।