লতার বাসায় ভারতের রাষ্ট্রপতি

দক্ষিণ মুম্বাইয়ে লতা মঙ্গেশকরের বাসায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
দক্ষিণ মুম্বাইয়ে লতা মঙ্গেশকরের বাসায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গতকাল রোববার তিনি দক্ষিণ মুম্বাইয়ে লতা মঙ্গেশকরের বাসায় যান। তিনি লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর জন্য শুভকামনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দ ও তাঁদের মেয়ে স্বাতী কোবিন্দ, মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও ও তাঁর স্ত্রী বিনোদা রাও এবং মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে। পরে লতা মঙ্গেশকর নিজেই তা টুইটারে জানিয়েছেন। এ সময় তাঁরা কুশল বিনিময় করেন। একটি জাদুঘর উদ্বোধন করতে গতকাল মুম্বাই যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আর লতা মঙ্গেশকরকে ক্যামেরাবন্দী করা হয়। সেই ছবি দিয়ে টুইটারে দিয়ে লতা মঙ্গেশকর লিখেছেন, ‘নমস্কার, আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আমার বাসায় এসেছিলেন। আরও এসেছিলেন রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দ ও তাঁদের মেয়ে স্বাতী কোবিন্দ, মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও ও তাঁর স্ত্রী বিনোদা রাও এবং মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে। তাঁদের সঙ্গে এই সাক্ষাতে আমি সম্মানিত বোধ করছি।’

লতা মঙ্গেশকরের বাসায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও ছিলেন আরও অনেকে
লতা মঙ্গেশকরের বাসায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও ছিলেন আরও অনেকে

এদিকে লতা মঙ্গেশকরের সঙ্গে সাক্ষাতের বিষয়টি টুইটারে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি লিখেছেন, ‘লতাজির সঙ্গে দেখা করে গর্ব বোধ করছি। তাঁর সুস্বাস্থ্য কামনা করছি। তিনি ভারতের গর্ব। তাঁর সুমিষ্ট কণ্ঠস্বর আমাদের মুগ্ধ করে। সরলতা আর করুণা দিয়ে তিনি আমাদের অনুপ্রাণিত করেছেন।’

ভারতের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ পাওয়া লতা মঙ্গেশকরের বয়স এখন ৮৯। গত বছর শেষ দিকে শোনা যায় অবসর নিচ্ছেন লতা মঙ্গেশকর। তবে খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত গান গাইব। সংগীত আমার অস্তিত্বের রসদ। মঙ্গেশকর পরিবারের সংগীতের প্রতি নিবেদিত। সংগীত আমাদের জীবন থেকে সরে গেলে আমরা শেষ।’