এবার 'সুপারস্টার হিরো' তারিক আনাম খান

তরুণ পরিচালক অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া
তরুণ পরিচালক অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খানের একটি স্থির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে নিজের নতুন ছবির খবর জানালেন পরিচালক। যেখানে তারিক আনাম খানকে দেখে মনে হয়েছে যেন নতুন কোনো মুখ। প্রথমে চিনতে একটু সমস্যাই হলো। উনিই কি তারিক আনাম খান?

নিজেকে বারবার গড়ছেন তিনি। গত ঈদে আলোচনায় ছিলেন অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে জুটি হয়ে। দর্শক বড় পর্দায় তাঁদের প্রেমের রসায়ন দেখেছেন ‘আবার বসন্ত’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। একবারেই ঈদে ছোট পর্দায় সুমাইয়া শিমুর সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেতা। ‘ওয়াটার’ নাটকে স্বামী-স্ত্রী হিসেবে অভিনয় করতে দেখা গেছে তারিক আনাম খান ও সুমাইয়া শিমুকে।

এসবের রেশ কাটতে না কাটতে আবারও নতুন তারিক আনাম খানকে দেখা গেল। রংচঙে বেশভূষায় ষাটের দশকের নায়কের ভূমিকায় এলেন তিনি। এবার তারিক আনাম খান আসছেন শাহবাজ খান হয়ে। ভিন্ন এক রূপে এই অভিনেতাকে আবারও দেখা যাবে সিনেমার পর্দায়। ছবির নাম ‘মেকআপ’। এটি নির্মাণ করছেন অনন্য মামুন। নির্মাণের পাশাপাশি এর গল্প, ভাবনা ও চিত্রনাট্যও তৈরি করেছেন তিনি। 

এ ছবিতে বিশেষ একটি চরিত্রে হাজির হয়েছেন তিনি। তাঁর নাম শাহবাজ খান। তাঁকে দেখা যাবে একজন সুপারস্টার নায়ক হিসেবে। ছবিটি নির্মাণের পাশাপাশি এর গল্প, ভাবনা ও চিত্রনাট্য তৈরি করেছেন মামুন নিজে। পরিচালক বলেন, ‘দর্শক অন্য এক তারিক আনাম খানকে দেখবেন এই ছবিতে। এটি আমাদের মিডিয়া নিয়ে গল্প। আমরা অনবরত মেকআপ চেঞ্জ করি। কিন্তু মানুষ তো কখনো চেঞ্জ হয়। মেকআপের অন্তরালের কাহিনিই এতে উঠে আসবে। এরই মধ্যে আমরা ছবির প্রায় কাজ শেষ করে এনেছি। আর ১০-১২ দিন কাজ করলেই শেষ হবে ছবির শুটিং। আগামী বৃহস্পতিবার থেকে ছবির শেষ অংশের কাজ করব মানিকগঞ্জে।’

জানা গেছে ছবিটি বাংলা এবং হিন্দি দুই ভার্সনেই তৈরি হবে। ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতেও এর একটি অংশের কাজ হবে। নির্মাতা অনন্য মামুন জানান, ‘মেকআপ’ ছবির শুটিং হয়েছে সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে। এতে পাঁচজন নায়ক-নায়িকা থাকছেন। সেপ্টেম্বরে ছবির টিজার মুক্তি দিয়ে এর কলাকুশলীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবেন পরিচালক। এরপর আগামী অক্টোবরে ছবিটি মুক্তি দেওয়া হবে। অনন্য মামুম বলেন, ‘শুধু বাংলাদেশে সিনেমা মুক্তি দিয়ে এখন লগ্নিকৃত অর্থ ফেরত আনা অনেক কষ্টকর। তাই আমরা মার্কেট বড় করতে একসঙ্গে বাংলা ও হিন্দি ভাষায় ‘মেকআপ’ নির্মাণ করছি। এতে করে আমরা হিন্দি ভাষায় দর্শকদের কাছে আমাদের সিনেমাটি পৌঁছে দিতে পারব।’

দুই ভাষায় কিছু জুনিয়র শিল্পী একই থাকবে। তবে বাকি কেন্দ্রীয় চরিত্রগুলোর শিল্পীরা বাংলা ও হিন্দি অংশে আলাদা।
আপাতত এ ছবিতে মূল চরিত্রে অর্থাৎ নায়ক–নায়িকা চরিত্রে কারা অভিনয় করছেন সেটা জানাতে নারাজ পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।’