ছবি, ভাস্কর্য ও টেরাকোটার প্রদর্শনী

শিল্পী ও আয়োজকদের নিয়ে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ‘কালারস’–এর উদ্বোধন করছেন রবিউল হুসাইন, মনিরুল ইসলাম ও কনকচাঁপা চাকমা। ছবি: সংগৃহীত
শিল্পী ও আয়োজকদের নিয়ে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ‘কালারস’–এর উদ্বোধন করছেন রবিউল হুসাইন, মনিরুল ইসলাম ও কনকচাঁপা চাকমা। ছবি: সংগৃহীত

জীবনের গুরুত্বপূর্ণ সময় একই বিদ্যাপীঠ, চারুকলায় কাটিয়েছিলেন তাঁরা। পড়ার পাঠ চুকিয়ে গেলে অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠেছিলেন। শৈল্পিক প্রকাশভঙ্গির সঙ্গে পরিচিতির পাশাপাশি একসঙ্গে আঁকতে শুরু করেছিলেন একঝাঁক নারী। তাঁদের আঁকা ছবি, নির্মিত ভাস্কর্য ও টেরাকোটা নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী।

গতকাল শুক্রবার বিকেলে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে যৌথ চিত্রকর্ম প্রদর্শনী ‘কালারস’। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন স্থপতি এবং কবি রবিউল হুসাইন। সম্মানিত অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম ও কনকচাঁপা চাকমা। স্বাগত বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক অলিভিয়ে দঁতজে। আর যে শিল্পীদের ছবি রয়েছে তাঁরা হলেন শায়লা আখতার, রিফাত জাহান, রেহেনা ইয়াসমিন, রেবেকা সুলতানা, মনিরা সুলতানা, মুক্তি ভৌমিক, মণিদীপা দাশগুপ্ত, ফারজানা ইসলাম ও ফারহানা আফরোজ।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর প্রদর্শনী ঘুরে দেখেন কবি ও স্থপতি রবিউল হুসাইন এবং শিল্পী কনকচাঁপা চাকমা। ছবি: সংগৃহীত
উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর প্রদর্শনী ঘুরে দেখেন কবি ও স্থপতি রবিউল হুসাইন এবং শিল্পী কনকচাঁপা চাকমা। ছবি: সংগৃহীত

একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করেছেন তাঁরা। জীবন যখন পুরোপুরি গ্রাস করে নিচ্ছিল তাঁদের, ঠিক তখনই জীবনের অমিত সম্ভাবনার কথা ভাবতে শুরু করেন তাঁরা। শুরু হয় একত্র হওয়ার পালা। একত্রে যাঁরা এঁকেছেন, ক্লাসরুমে নিয়েছেন চিত্রকলার পাঠ। তাঁরা আবার এক হলেন, আঁকলেন এবং ভাবলেন নিজেদের শিল্পকর্মগুলো ভাগাভাগি করে নেবেন শিল্পরসিকদের সঙ্গে। সেই ভাবনা থেকেই চার বছর ধরে নিয়মিত প্রদর্শনীর আয়োজন করে আসছিল শিল্পীদের এ দলটি। একসঙ্গে পথচলা ও নিজেদের উত্তরোত্তর সমৃদ্ধির উদযাপনই এই প্রদর্শনীগুলোর উদ্দেশ্য। যাতে নিজেদের শৈল্পিক চিন্তার বিবর্তন এবং চর্চা নিয়ে আলোচনা করতে পারেন তাঁরা।

প্রদর্শনী ঘুরে দেখছেন শিল্পরসিকেরা। ছবি: সংগৃহীত
প্রদর্শনী ঘুরে দেখছেন শিল্পরসিকেরা। ছবি: সংগৃহীত

ধরা যাক শিল্পী ফারহানা আফরোজের কথা। দৈনন্দিন জীবনের পোড় খাওয়া মানুষের মতো অভিজ্ঞতা তাঁরও কম নয়। সাধারণের ভেতরে সেই যন্ত্রণা যে দাগ রেখে দেয়, শিল্পী হিসেবে তিনি সেই দাগকেই করে তুলেছেন শিল্পকর্ম। ফারজানা ইসলামের ভাস্কর্যগুলো যেন তাঁর চারপাশের মানুষগুলোকেই থমকে দাঁড় করিয়ে রেখেছে। শহুরে জীবনের অভিজ্ঞতাকে শিল্পের মধ্য দিয়ে নতুন করে আবিষ্কার ও ধারণের মাধ্যমে পুনরুজ্জীবিত করেছেন মণিদীপা দাশগুপ্ত।

এবারের প্রদর্শনীতে রয়েছে এই শিল্পীদের আঁকা ও নির্মাণ করা ৪৫টি চিত্রকর্ম, ভাস্কর্য ও টেরাকোটা। চিত্রকর্মের বেশির ভাগই আঁকা অ্যাক্রিলিক ও কলমে। প্রদর্শনী চলবে ৩১ আগস্ট পর্যন্ত। লা গ্যালারি বন্ধ থাকে রোববার। আর খোলা থাকে সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।