বিরতির পর ফিরেছেন মেহরাব

নিজের স্টুডিওতে সময় কাটাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব
নিজের স্টুডিওতে সময় কাটাচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব

অনেক দিন বিরতিতে থাকার পর আবার গানে ফিরেছেন ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব। এরই মধ্যে কিছু মৌলিক গান করেছেন। কাজ করছেন আরও কয়েকটি গানের। শিগগির গানগুলো প্রকাশ করবেন মেহরাব। আজ সোমবার তিনি প্রথম আলোকে এসব তথ্য জানান।

এ বছরের ৮ জুলাই মেহরাব আর রুশী চৌধুরীর বিয়ে হয়
এ বছরের ৮ জুলাই মেহরাব আর রুশী চৌধুরীর বিয়ে হয়

২০০৫ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগী ছিলেন মেহরাব। প্রথম না হলেও স্বকীয় গান এবং বৈচিত্র্যের জন্য তিনি আলোচনায় আসেন। পরিচিতি পান। সেই থেকে গানকেই পেশা হিসেবে নিয়েছেন। মঞ্চে এবং অডিও মাধ্যমে গাওয়ার পাশাপাশি তিনি সুর ও সংগীত পরিচালনা করেন। গানের ভুবনে নিয়মিত এবং সক্রিয় ছিলেন তিনি। মাঝে বিরতি নিলেন কেন? মেহরাব বলেন, ‘টানা কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই কিছুদিন বিরতি নিয়েছি। আজ (সোমবার) থেকে আবার ফিরলাম।’

২০০৫ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগী ছিলেন মেহরাব। সেবারের শীর্ষ বিজয়ীদের সঙ্গে (ডান থেকে তৃতীয়)
২০০৫ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগী ছিলেন মেহরাব। সেবারের শীর্ষ বিজয়ীদের সঙ্গে (ডান থেকে তৃতীয়)

গত জুলাই মাসে হঠাৎ বিয়ে করেন মেহরাব। জানালেন, আত্মীয় রুশী চৌধুরীকে অনেক আগে থেকেই পছন্দ করতেন। সেই ভালো লাগা থেকে ভালোবাসা আর ভালোবাসা থেকে বিয়ে। তবে বড় কোনো অনুষ্ঠান হয়নি।

বিয়েতে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। তাঁর স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ও রাজনীতির সঙ্গে জড়িত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্যাম্পাসে স্ত্রী রুশী চৌধুরীকে নিয়ে মেহরাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্যাম্পাসে স্ত্রী রুশী চৌধুরীকে নিয়ে মেহরাব

বর্তমানে সংসার আর নিজের স্টুডিওর কাজে বেশি সময় কাটছে মেহরাবের। তিনি বলেন, ‘আমার মতো করে গান করছি। এবার আমি নিয়মিত নতুন গান প্রকাশের জন্য প্রস্তুত। এর মধ্যে তিনটি নতুন মৌলিক গান চূড়ান্ত হয়েছে। “শোন না”, “আকাশি রং” এবং “ভালোবাসি খুব”। পাশাপাশি আরও তিনটি গানের কাজ চলছে। নভেম্বরের মাঝে গানগুলো শ্রোতারা শুনতে পারবেন। বিভিন্ন টিভি চ্যানেলের আয়োজনের পাশাপাশি কনসার্টের ব্যস্ততা রয়েছে বছরজুড়েই।’

মেহরাব আরও বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ইংলিশ রক, জ্যাজ, ব্লুজের প্রতি দুর্বলতা। চর্চাও করেছি। আমি কিছু ইংলিশ গান কাভার করছি। নিজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পেজে দেব।’