দীপিকাকেই চান সিন্ধু

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

বাবা ভারতের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। পারিবারিকভাবেই ব্যাডমিন্টনটা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পরিচিত। একসময় নিজেও ব্যাডমিন্টন খেলেছেন। পেয়েছেন পুরস্কারও। ভারতীয় স্বর্ণজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় সিন্ধু যে তাঁর বায়োপিকে দীপিকা পাড়ুকোনকেই চাইবেন, এটাই স্বাভাবিক।

বিশ্ব আসরে স্বর্ণজয়ী পুসারলা বেংকট সিন্ধুকে নিয়ে সোনু সুদের ছবি নির্মাণের কথা আগেও উঠে এসেছে। সেখানে দেখা যেতে পারে দীপিকাকে, এমন খবরও বেরিয়েছিল। তবে কারও নামই নিশ্চিত ছিল না। এই দৌড়ে এবার এগিয়ে থাকলেন দীপিকাই। কারণ, খোদ সিন্ধুই যে তাঁকে চেয়েছেন।

খেলোয়াড়দের নিয়ে বলিউডে ছবি নির্মাণের হিড়িক পড়েছে। মিলখা সিং, এম এস ধোনি, মেরি কম, সন্দীপ সিংয়ের পর এবার বড় পর্দায় উঠে আসবেন সাইনা, সিন্ধুরা। সোনু সুদ এই ব্যাডমিন্টন তারকার জীবনের ওপর ছবি নির্মাণের স্বত্ব কিনে নিয়েছেন আগেই। কিছু দূর এগিয়েছেনও। জানা গেল, জীবনীভিত্তিক ছবিটির নাম রাখা হবে সিন্ধু। এ বছর ব্যাডমিন্টনের বিশ্ব আসরে স্বর্ণজয়ের ফলে এই ছবির শেষটা যে আরও জমে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। শোনা গেছে, সিন্ধুর এই জয়ের পর ছবির ক্লাইমেক্স লেখার কাজ আরও জোরদার শুরু হয়ে গেছে। এক সাক্ষাৎকারে সোনু বলেছেন, ‘এই ক্লাইমেক্সের অপেক্ষা যেন আমরা এত দিন ধরে করছিলাম। আজ সিন্ধু ইতিহাস রচনা করেছেন। আমরা সব সময় সিন্ধু ও তাঁদের দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। তাঁকে নিয়ে অনেক তথ্য সংগ্রহ করেছি।’

ছবির কাস্টিং নিয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে ব্যাডমিন্টন কোর্টের রানি সিন্ধুর ইচ্ছা তাঁর রূপে পর্দায় দেখা যাক দীপিকা পাড়ুকোনকেই। সিন্ধু বলেন, ‘দীপিকা আগে ব্যাডমিন্টন খেলেছেন। আর তিনি দুর্দান্ত অভিনেত্রী। তাই তাঁকেই এই চরিত্রে দারুণ মানাবে। তাই তাঁকেই আমার পছন্দ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই নেবেন ছবির নির্মাতা। ২২ বছরের সিন্ধু নিজেকে পর্দায় দেখতে ভীষণভাবে উৎসাহী। আর তাঁর জীবনের ওপর ছবি নির্মাণ হচ্ছে বলে তিনি বেজায় খুশি।’

দীপিকা পাড়ুকোনকে মেঘনা গুলজারের ছপাক ও কবির খানের ৮৩ সিনেমাতে দেখা যাবে। এই দুটি ছবি মুক্তি পাবে আগামী বছর।