অতৃপ্তি বলতে আমার কিছু নেই

সাবিনা ইয়াসমীন
সাবিনা ইয়াসমীন

শুভ জন্মদিন আপা
ধন্যবাদ।

এই সময়ে এসে জীবন নিয়ে আপনার উপলব্ধি কী?
তেমন কিছুই না। ভালো লাগে। জন্মদিন আনন্দের দিন। এক বছর বয়স বাড়ল, সব দিক থেকে আরেকটু অভিজ্ঞ হলাম।

জন্মদিনে পাওয়া সবচেয়ে বড় উপহার কী?
আমার জীবনে দর্শক-শ্রোতাদের ভালোবাসার বাইরে আর কোনো উপহারই আমাকে অবাক করে না।

নতুন গানের খবর বলুন।
গত পরশু একটি নতুন গান রেকর্ড করলাম। কম্পোজার আমারই বোনের ছেলে। ওর সুরে গান করলাম। টুকটাক স্টেজ শোও করছি।

নতুনের সঙ্গে কাজ করার কথা বলছিলেন, নতুনদের গান শোনা হয় কি?
কোনাল ও ঝিলিকের গান আমার ভালো লাগে।

পুরুষ শিল্পীদের মধ্যে কারও গান আপনার ভালো লাগে?
রাজীবের গান ভালো লাগে। আমি ওর সঙ্গে গেয়েছিও। ওর কণ্ঠটা সুন্দর।

১০ হাজারের বেশি গান করেছেন। যাঁদের সঙ্গে আবারও কাজ করার ইচ্ছা আছে।
নতুনদের সঙ্গে পরিচয় না থাকার কারণে তাঁদের সঙ্গে কাজ করা হয় না। ’৬৭ সাল থেকে পেশাদার গানের জগতে পথচলা। পুরোনোদের কারও সঙ্গে কাজ করতে পারলে খুশি হব। আলাউদ্দীন আলী ভাই তো অসুস্থ। আলম খান, আজাদ রহমান বেঁচে আছেন।

আপনি ও রুনা লায়লা সমসাময়িক। আপনাদের মধ্যে প্রতিযোগিতা কেমন ছিল?
আমাদের দুজনের একেবারে ভিন্নধর্মী গায়কি, কণ্ঠ। চলচ্চিত্রের গানে দুজনের ধরনটাই আলাদা ছিল। ‘সেরাকণ্ঠের’ বিচারকও হয়েছিলাম দুজন। সেই অনুষ্ঠান দেখলে বুঝতে পারবেন, আমরা আদৌ প্রতিযোগী ছিলাম না। আমাদের প্রতিযোগিতা ছিল গানের প্রস্তাব পেলে সেটি ভালো গাওয়ার।

রুনা লায়লা নিজে সুর করছেন। আপনি যদি সুর করেন, সেই গান কাকে দিয়ে গাওয়াবেন?
আমি যদি কোনো দিন কোনো গানের সুর করি, তাহলে সেই গানটি রুনা লায়লার কণ্ঠেই গাওয়াতে চাইব।

দীর্ঘ জীবনে কোনো অতৃপ্তি আপনাকে তাড়িয়ে বেড়ায়?
না না। আমি নিজেকে সুখী মানুষ মনে করি। অতৃপ্তি বলতে আমার কিছু নেই।

চলচ্চিত্রে আপনার গাওয়া গান সবচেয়ে সুন্দরভাবে পর্দায় ঠোঁট মিলিয়েছেন কে বলে মনে করেন?
এখন টেলিভিশনে গানগুলো প্রচার হলে দেখি ববিতার লিপে সুন্দর লাগছে, অঞ্জু ঘোষের ঠোঁটেও ভালো মানিয়েছে। কবরী আর শাবানা তো অতুলনীয়।

শেষ তিন প্রশ্ন
আপনার প্রিয় শিল্পী কারা?
ফেরদৌসী রহমান, শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, আবিদা সুলতানা। আরও আগে আবদুল আলীম। বশীর আহমেদ, মাহমুদুন্নবী, মোহাম্মদ আলী সিদ্দিকী, খন্দকার ফারুক আহমেদ, খুরশীদ আলম।

আপনার নিজের প্রিয় গুনগুন করে গাওয়া তিনটি গান—
আমি নিজের গান কখনোই গুনগুন করে গাই না, অন্য শিল্পীদের গান গাই। তাঁদের মধ্যে আছেন মেহেদী হাসান, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়।

নায়িকাদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধুত্ব কার সঙ্গে ছিল?
কবরী, অঞ্জনা, তারপর শাবানা।