নাট্যাভিনেতা অরুণ ভট্টাচার্য আর নেই

অরুণ ভট্টাচার্য
অরুণ ভট্টাচার্য

ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সাংস্কৃতিক সংগঠক, নাট্যাভিনেতা, প্রশিক্ষক অরুণ ভট্টাচার্য নয়ন আজ বৃহস্পতিবার ভোরে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি প্রয়াত রবীন্দ্রসংগীতের প্রখ্যাত শিল্পী তপন ভট্টাচার্য তাঁর বড় ভাই।

নয়ন ছিলেন বহুরূপী নাট্যগোষ্ঠীর সক্রিয় সদস্য ও নিয়মিত অভিনয়শিল্পী। এই গোষ্ঠীর হয়ে তিনি রাজধানীসহ দেশের নানা মঞ্চে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তিনি উদীচী ও মুক্ত বাতায়ন পাঠচক্রের সদস্য ছিলেন। এ ছাড়া তিনি উদীচী সংগীত বিদ্যায়তনের নাটক ও আবৃত্তি বিভাগের প্রশিক্ষক ছিলেন। দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন নয়ন।