অস্ত্রোপচারের পর মুখ ঢেকে ফিরেছেন ইরফান খান

মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে, ইরফান খান হুইলচেয়ারে বসে আছেন আর কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন। ছবি: ইরফান খানের ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া হয়েছে
মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে, ইরফান খান হুইলচেয়ারে বসে আছেন আর কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন। ছবি: ইরফান খানের ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া হয়েছে

‘আমি এখন অনেকটাই সুস্থ।’ গত ৩ এপ্রিল দুপুরে টুইটারে লিখেছেন ইরফান খান। তিনি আরও লিখেছেন, ‘অনেক সময় আমরা ভালোবাসার মূল্য ভুলে যাই, কঠিন সময় আমাদের আবার ভালোবাসা চেনাতে শেখায়।’ এরপর ৮ এপ্রিল টুইটারে ইরফান খান জানান, ভারতের উদয়পুরে ‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিং শুরু করেছেন। সঙ্গে শুটিংয়ের কয়েকটি স্থিরচিত্র তিনি পোস্ট করেন।

‘আংরেজি মিডিয়াম’ ছবিতে তাঁকে দেখতে কেমন লাগবে, সেটা টুইটারে ইরফান খানের পোস্ট করা ছবি থেকে জানা গেছে। সেই ছবিতে দেখা গেছে, ঘসিটেরাম মিষ্টান্ন ভান্ডার (জিএমবি) নামে একটি মিষ্টির দোকানের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। টুইটে ইরফান খান লিখেছেন, ‘সেই ১৯০০ সাল থেকে আপনাদের সেবায় জিএমবি। আংরেজি মিডিয়ামের গল্প আপনাদের সামনে আনছি, খুব মজা হবে। শিগগিরই আসছি, চম্পকজির সঙ্গে। সবাইকে আমোদিত করতে আমি আসছি আবারও।’

‘আংরেজি মিডিয়াম’ ছবির বড় অংশের শুটিং হয়েছে লন্ডনে। ভারতের পর ইরফান খান সেখানে ছবিটির শুটিং করেছেন। বার্তা সংস্থা পিটিআই থেকে জানা গেছে, ‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিং শেষে ৫২ বছর বয়সী ইরফান খানের দেহে অস্ত্রোপচার হয়েছে। কিছুটা সুস্থ হয়ে গত শুক্রবার রাতে লন্ডন থেকে তিনি মুম্বাই ফিরেছেন। এ সময় ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে তিনি হুইলচেয়ারে বসে আছেন আর কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন। তাঁর পরনে ছিল নীল ডেনিমস, কালো জ্যাকেট আর সাদা শার্ট। আশপাশে ভিড় ছিল। আলোকচিত্রীরা এ সময় মুখ ঢাকা অবস্থায় ইরফান খানকে ক্যামেরাবন্দী করেন। তবে তিনি ওই সময় কেন মুখ লুকিয়ে রেখেছিলেন, তা জানা যায়নি।

ইরফান খান। ছবি: ইরফান খানের ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া হয়েছে
ইরফান খান। ছবি: ইরফান খানের ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া হয়েছে

এদিকে ইরফান খানের একজন মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে একটি লিখিত বিবৃতি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সবার কাছে অনুরোধ, কোনো গুজব ছড়াবেন না। অনুমান করে কিছু লিখবেন না। আশা করব, আগে যেভাবে ইরফান খানের পাশে থেকেছেন, এখনো সেভাবেই আপনাদের সমর্থন অব্যাহত থাকবে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরফান খানের শরীরে সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।’

‘আংরেজি মিডিয়াম’ ছবিতে আরও আছেন কারিনা কাপুর খান, রাধিকা মদন ও দীপক দব্রিয়াল। ছবিটি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। শোনা যাচ্ছে, এবার ইরফান খান আরও একটি ছবির কাজ করবেন। এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন কাজল।

২০১৭ সালে মুক্তি পায় ‘হিন্দি মিডিয়াম’। মাত্র ২৩ কোটি রুপি খরচ করে তৈরি সেই ছবি সবাইকে চমকে দিয়ে বক্স অফিস থেকে তুলে আনে ৩৪০ কোটি রুপি। বছরের অন্যতম সেরা ব্যবসাসফল ছবির খেতাব জোটে। সেই ছবির সিক্যুয়াল ‘আংরেজি মিডিয়াম’।

ইরফান খান স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। তিনি যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বছর ৬ মার্চ ইরফান খান নিজেই টুইটারে প্রথম তাঁর এই রোগের কথা সবাইকে জানান। এরপর তাঁকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়।