ছবিগুলো আসছে না...

চলচ্চিত্রগুলো শুরুতেই বেশ আশা জাগিয়েছিল। নামীদামি সব তারকা, নির্মাতা, গল্পকার, প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত থাকার পরও এসব চলচ্চিত্র আলোর মুখ দেখছে না। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে শুটিং শুরু করলেও সেগুলো নানা জটিলতায় বন্ধ হতে খুব বেশি সময় লাগেনি। আবার বাধা পেরিয়ে কিছু চলচ্চিত্র মুক্তির জন্য প্রস্তুত হলেও সেগুলো আলোর মুখ দেখতে পারছে না। বছরের পর বছর ধরে আটকে থাকা ছবিগুলোর আদৌ মুক্তি মিলবে কি না, সেটাই জানাচ্ছেন মনজুরুল আলম
রান ছবির শুটিংয়ে আফসানা মিমি
রান ছবির শুটিংয়ে আফসানা মিমি

রান
ঘটা করে ২০১২ সালের ২৬ অক্টোবর সিলেটে শুরু হয় রান ছবির শুটিং। জাফর ইকবালের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ক্যাম্প অবলম্বনে এ ছবির নির্মাণকাজ শুরু করেন অভিনেত্রী আফসানা মিমি। বিশাল বাজেটও পেয়ে যান। গল্পকার, নির্মাতা, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আর দেশ–বিদেশের নামীদামি সব তারকা থাকায় ছবিটি বেশ আলোচনার জন্ম দেয় সে সময়। দীর্ঘদিন ধরে বন্ধ আছে রান–এর শুটিং। নির্মাতা আফসানা মিমি বলেন, ‘কিছু জটিলতা তখন তৈরি হয়েছিল। তবে সিনেমা বন্ধ হওয়ার মতো কিছু ঘটবে, এটা আমি আশা করিনি। এই মুহূর্তে রান নিয়ে কোনো আপডেট নেই।’

ছায়াছবি ছবির দৃশ্যে আরিফিন শুভ ও পূর্ণিমা
ছায়াছবি ছবির দৃশ্যে আরিফিন শুভ ও পূর্ণিমা

ছায়াছবি
পরিকল্পনামাফিক নির্দিষ্ট সময়েই ছায়াছবি শেষ করেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। সেই ছবির নায়িকা পূর্ণিমা আর নায়ক আরিফিন শুভ। ছবিটি মুক্তির জন্য প্রস্তুত থাকলেও গত সাত বছরে এটি আলোর মুখ দেখতে পারল না। ছবিটি সম্পর্কে জানতে চাইলে মোস্তফা কামাল রাজ বলেন, ‘ছায়াছবি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা আমার সঙ্গে প্রযোজকের একান্ত ব্যক্তিগত বিষয়। সময় হলে আমি নিজেই এ ছবির ব্যাপারে সবাইকে জানাব।’

না মানুষ ছবির দৃশ্যে মৌসুমী হামিদ
না মানুষ ছবির দৃশ্যে মৌসুমী হামিদ

না মানুষ
ছোট পর্দায় নিজের শক্ত অবস্থান প্রমাণ করেই নির্মাতা অনিমেষ আইচ চলচ্চিত্রে পা বাড়ান। বাণিজ্যিক ঘরানার গল্প নিয়ে ২০১১ সালের ১৭ ডিসেম্বর শুরু করেন না মানুষ চলচ্চিত্রের কাজ। ৬৫ ভাগ শুটিং হয়ে বন্ধ হয়ে যায় না মানুষ। নির্মাতা বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, ‘এটা ৩৫ মিলিমিটারে শুটিং করা। নতুন করে আবার ছবির কাজ শুরু করা সম্ভব কি না জানি না। তা ছাড়া প্রযোজক দেশে নেই। আর কেন শুটিং বন্ধ হয়েছিল, সে ইতিহাস বলতে ইচ্ছা করছে না।’

অপারেশন অগ্নিপথ
যাত্রাটা ভালোভাবেই শুরু করেছিল অপারেশন অগ্নিপথ। প্রথম লটে একটানা শুটিং করে ৪০ ভাগ কাজ শেষ হয়। এরপর তিন বছর পেরিয়ে গেলেও ছবিটির বাকি শুটিং শুরু হয়নি। নির্মাতা আশিকুর রহমান অস্ট্রেলিয়া থেকে বলেন, ‘দ্বিতীয় লটে শুটিংয়ের সময়ে শাকিব খানকে পরিচালক সমিতি থেকে ডাবিং ও শুটিংয়ের জন্য নিষিদ্ধ করা হয়। আমরা অনেক চেষ্টা 

করেও পরিচালক সমিতি থেকে শুটিংয়ের অনুমতি পাইনি। সেখান থেকেই আমাদের শিডিউল জটিলতা শুরু হয়।’

পারলে ঠেকা ছবিতে জয়া আহসান
পারলে ঠেকা ছবিতে জয়া আহসান

পারলে ঠেকা
পারলে ঠেকাছবির জন্য জয়া আহসান চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ‘জঙ্গলের ডাক’ শিরোনামে একটি রক ধাঁচের গান গেয়েছিলেন। ২০১২ সালে সিনেমাটির ৪০ ভাগ শুটিং হয়ে বন্ধ হয়ে যায়। জয়া আহসান সে সময় প্রথম আলোকে বলেছিলেন, পারলে ঠেকাকেকেউ ঠেকাতে পারবে না! কিন্তু সম্প্রতি নির্মাতা সামুরাই মারুফ বললেন, ‘সিনেমাটি আপতত আর হচ্ছে না।’

আদি ছবির একটি দৃশ্য
আদি ছবির একটি দৃশ্য

আদি
এ বি এম সুমন বেশ আত্মবিশ্বাসী ছিলেন আদি চলচ্চিত্র নিয়ে। টিজার দেখেই দর্শকের আগ্রহ বাড়ে। আলোচনায় আসেন ছবির নবাগত অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতা। তানিম রহমান পরিচালিত প্রথম ছবি আদির শুটিং শেষ। ছবির গান আর টিজারও মুক্তি দেওয়া হয়েছে। ২০১৬ সালের ছবিটি মুক্তির কথা থাকলেও আদির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ছবিটি নিয়ে নির্মাতা জানান, বেশ কিছু ইস্যুর কারণে আদি মুক্তি পাচ্ছে না।

নৃ ছবির একটি দৃশ্য
নৃ ছবির একটি দৃশ্য

নৃ
নিজস্ব অর্থায়নে সিনেমাটির নির্মাণ কাজ শেষ করেন নির্মাতা রাসেল আহমেদ। স্বল্প বাজেটের এই চলচ্চিত্রটির টিজার মুক্তি দিয়ে বেশ বাহবা পান তিনি। শুটিং শেষ করে সম্পাদনার কিছু কাজ বাকি থাকতেই নৃ নির্মাতা রাসেল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ১৫ মে পৃথিবী ছেড়ে চলে যান। নির্মাতার স্ত্রী ইথেল আহমদে জানান, ‘নৃ চলচ্চিত্র নিয়ে রাসেলের অনেক আশা ছিল। অনেক সংকটের মধ্য দিয়ে সে শুটিং শেষ করেছে। আমাদের চাওয়া নৃ মুক্তি পাক। সিনেমাপ্রেমী এই মানুষটা তাঁর প্রথম চলচ্চিত্রের মধ্য দিয়ে বেঁচে থাকুক।’ চলচ্চিত্রের কাজ শেষ করতে এখনো বেশ কিছু টাকা দরকার বলে জানালেন ইথেল।