অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়ন পেল 'আলফা'

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: প্রথম আলো
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: প্রথম আলো

৯২তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘আলফা’ ছবিটি। আজ শনিবার দুপুরে রাজধানীর বেস্ট ওয়েস্টার্ন লা ভিঞ্চি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও অস্কার প্রিভিউ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও অস্কার প্রিভিউ কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ অনেকে।

হাবিবুর রহমান খান বলেন, অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে অংশ নেওয়ার জন্য এ বছর তিনটি চলচ্চিত্র জমা পড়েছে। এই ছবিগুলো হলো মাসুম আজিজের ‘সনাতনের গল্প’, তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ আর নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’। নয় সদস্যের অস্কার প্রিভিউ কমিটি এই তিনটি ছবির মধ্য থেকে ‘আলফা’কে এ বছর বাংলাদেশ থেকে অস্কারে পাঠানোর জন্য মনোনীত করেছে।

এরপর সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় ‘আলফা’ ছবির অন্যতম প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে। তিনি ‘আলফা’ ছবিটিকে বাংলাদেশ থেকে অস্কারে পাঠানোর জন্য মনোনীত করায় বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও অস্কার প্রিভিউ কমিটিকে ধন্যবাদ জানান।

প্রেক্ষাগৃহে ‘আলফা’ ছবিটি মুক্তি পেয়েছে ২৬ এপ্রিল। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নাসির উদ্দিন ইউসুফ। ঢাকার এক রিকশা পেইন্টারকে ঘিরে ছবিটির গল্প। এই রিকশা পেইন্টারের চোখে ফুটে ওঠে সমাজের নানা অসংগতি। যান্ত্রিক শহরে বাস্তবতার সঙ্গে তার মানিয়ে ওঠা আর অন্তর্দ্বন্দ্ব নিয়ে তার বেঁচে থাকার গল্প দেখা যায় এই ছবিতে। অভিনয় করেছেন আলমগীর কবির, দোয়েল ম্যাশ, এ টি এম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান, ভাস্কর রাসা।

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে দেওয়া হবে ৯২তম একাডেমি অ্যাওয়ার্ড।