টিভি সিরিয়ালে সঞ্জয় দত্ত

মদিরাক্ষী মুণ্ডলে। ছবি: টুইটার থেকে নেওয়া
মদিরাক্ষী মুণ্ডলে। ছবি: টুইটার থেকে নেওয়া

বলিউডের এ সময়ের জনপ্রিয় তারকা সঞ্জয় দত্ত টিভি সিরিয়ালে যুক্ত হয়েছেন। পৌরাণিক গল্প নিয়ে স্টার ভারতে শুরু হচ্ছে নতুন সিরিয়াল। নাম ‘জগজ্জননী মা বৈষ্ণুদেবী: কাহানি মাতা রানি কি’। টেলিচক্কর ডটকম জানিয়েছে, বৈষ্ণুদেবীকে নিয়ে প্রচলিত পৌরাণিক গল্প থাকছে এই মেগা সিরিয়ালে। অভিনয় নয়, ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা গেছে, নতুন এই সিরিয়ালের সঞ্চালক কিংবা সূত্রধর সঞ্জয় দত্ত। তাঁর ভূমিকা অনেকটা ধারাভাষ্যকারের মতো। তিনি সব গল্পকে এক সূত্রে গাঁথবেন।

এই কাজের জন্য বেশ সানন্দে রাজি হয়েছেন সঞ্জয় দত্ত। ‘জগজ্জননী মা বৈষ্ণুদেবী: কাহানি মাতা রানি কি’ সিরিয়ালে নিজের কাজ নিয়ে বলেছেন, ‘দর্শক আমার অভিনীত ছবির যেমন ভক্ত, আশা করছি আমার ধারাভাষ্য দর্শকের পছন্দ হবে। সবাই আমার কণ্ঠ আর সঞ্চালনা উপভোগ করবেন। এ কাজেও দর্শকদের কাছ থেকে সমান ভালোবাসা পাব।’

এই মেগা সিরিয়ালে মা বৈষ্ণুদেবীর চরিত্রে অভিনয় করছেন মদিরাক্ষী মুণ্ডলে। এর আগে তিনি স্টার প্লাসের ‘সিয়া কে রাম’ সিরিয়ালে ‘সীতা’ চরিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন স্টার পরিবার অ্যাওয়ার্ডস। মদিরাক্ষী মুণ্ডলে জানালেন, তিনি এবং তাঁর পুরো পরিবার মা বৈষ্ণুদেবীর ভক্ত। তাঁর অনেক কাহিনি সেই ছোটবেলা থেকেই শুনেছেন।

সঞ্জয় দত্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
সঞ্জয় দত্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আইএএনএসকে মদিরাক্ষী মুণ্ডলে বললেন, ‘জনপ্রিয়তার দিক থেকে পৌরাণিক কাহিনির সিরিয়ালগুলো সব সময়ই এগিয়ে থাকে। এই সিরিয়ালগুলোতে যা দেখানো হয়, তা মোটেও ভুয়া কিংবা কল্পকাহিনি নয়। এই সিরিয়ালগুলোতে আমাদের বিশ্বাস আর ঐতিহ্য তুলে ধরা হয়। আর এই মহান মানুষগুলোর ব্যাপারে সবার জানা উচিত।’

মা বৈষ্ণুদেবীর চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছেন মদিরাক্ষী মুণ্ডলে। বললেন, ‘উত্তর ভারত, মধ্য ভারত আর পশ্চিম ভারতের অসংখ্য মানুষ মা বৈষ্ণুদেবীকে শ্রদ্ধা করেন। তাঁর মন্দিরে আসেন। মা কারও মনের আশা অপূর্ণ রাখেন না। এই সিরিয়ালে যেসব অলৌকিক ঘটনা দেখানো হবে, তাকে কেউ মোটেও অবাস্তব মনে করবেন না। সবই ঘটেছে।’

৩০ সেপ্টেম্বর স্টার ভারতে শুরু হচ্ছে ‘জগজ্জননী মা বৈষ্ণুদেবী: কাহানি মাতা রানি কি’। সোম থেকে শনিবার, প্রতিদিন রাত ১০টায় দর্শক টিভির পর্দায় দেখতে পাবেন সিরিয়ালটি।