প্রিয়াঙ্কা নিকের ভেতর কাকে খুঁজে পান

খুব শিগগির মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবি: ইনস্টাগ্রাম
খুব শিগগির মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবি: ইনস্টাগ্রাম

স্বামী হিসেবে নিক কেমন? প্রথম আলোর সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে এই প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমি যত সময় নিকের সঙ্গে কাটাচ্ছি, আমার মনে হচ্ছে আমি এমন একজনকে বিয়ে করেছি, যার মধ্যে আমার বাবার ছায়া আছে।’

বিয়ের আগে থেকেই নিকের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মিডিয়ার সামনে কথা বলেছেন এই হলিউড ও বলিউড তারকা। বিয়ের পরও বলিউডের এই ‘দেশি গার্ল’ তাঁর বৈবাহিক জীবনের নানা মুহূর্ত প্রকাশ্যে এনেছেন কোনো রাখঢাক না রেখেই। এমনকি স্বামী নিকের সঙ্গে তাঁর নানান অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে বলতে কখনো পিছপা হননি তিনি। ‘যাব পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ কথাটির যথাযোগ্য মর্যাদা রেখেছেন। এবার এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানালেন নিকের মধ্যে তিনি কার ছায়া দেখতে পান।

সাবেক এই বিশ্বসুন্দরী আরও বলেন, ‘আমি বাবা-মায়ের বৈবাহিক সম্পর্ক দেখে উপলব্ধি করেছি বিবাহিত জীবনের মানে। তাঁরা দুজনই যোগ্যতার দিক থেকে সমানে সমান। তাঁদের সম্পর্কের ভেতরে প্রচুর সম্মান আর ভালোবাসা ছিল। আমাদের বিষয়টাও একই রকম। নিক স্বামী হিসেবে “পারফেক্ট”। আর পরিপূর্ণ।’

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম

জীবনসঙ্গীর গুণকীর্তন এখানেই শেষ করেননি প্রিয়াঙ্কা। আরও বলেছেন নিকের সবচেয়ে ভালো গুণ। বলেছেন, ‘আর সবচেয়ে ভালো লাগে, নিক আমার জীবনে এমন একজন মানুষ, যে সবার আগে আমার কথা ভাবে। তারপর ভাবে ওর নিজের কথা। আমি খুশি যে আমার জীবনে এমন একজন মানুষ আছে, যে আমাকে নিঃশর্তভাবে ভালোবাসে। নিক আমার জীবনের অর্জন। আমি ওকে যত দূর দেখেছি, ও অনেকটা আমার বাবার মতো। ও খুবই কঠিন, কোমল আর বিশ্বাসী এক মানুষ।’

প্রিয়াঙ্কা এই মুহূর্তে মুম্বাইয়ে ব্যস্ত সময় পার করছেন তাঁর ছবির প্রচারণার কাজে। খুব শিগগির মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ১৩ সেপ্টেম্বর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর সেখান থেকে ভালো সাড়া পেয়েছেন এই আন্তর্জাতিক শিল্পী। সোনালি বোস পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়া আরও আছেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম আর রোহিত শ্রফ। ছবিটি পালমোনারি ফাইব্রোসিস নামের বিরল রোগে আক্রান্ত আয়েশা চৌধুরীর ওপর নির্মিত।

নিকের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মিডিয়ার সামনে কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম
নিকের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মিডিয়ার সামনে কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম

ফুসফুসের দুরারোগ্য এই রোগে আক্রান্ত ব্যক্তি তিন থেকে পাঁচ বছর বাঁচেন। কিন্তু আয়েশা চৌধুরী এই রোগের সঙ্গে লড়াই করেছেন ছয় বছর। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘ইঙ্ক কনফারেন্স’, ‘টেড টক’ আর ‘টেড এক্স’ মঞ্চে বক্তব্য রেখেছেন তিনি। ২০১৫ সালের ২৩ জানুয়ারি তাঁর আত্মজীবনীমূলক বই ‘মাই লিটল এপিফ্যানিজ’ প্রকাশিত হয়। আর তার পরদিন মারা যান আয়েশা চৌধুরী। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮।

ছবিতে আয়েশা চৌধুরীর চরিত্রে দেখা যাবে জাইরা ওয়াশিমকে। আর তাঁর মা ও বাবার ভূমিকায় থাকবেন যথাক্রমে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার। ছবিটি ভারতে মুক্তি পাবে ১১ অক্টোবর।