অমিতাভের অনুরোধ রাখলেন না মমতা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে গত বছর অমিতাভ বচ্চন ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে গত বছর অমিতাভ বচ্চন ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবার অন্য মাত্রা পাচ্ছে। কারণ, এবার এই উৎসবের রজতজয়ন্তী উদ্‌যাপন করা হবে। তাই উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি আর পরিকল্পনা। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসব উদ্বোধন করা হবে আগামী ৮ নভেম্বর। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। উৎসব উদ্বোধন করার জন্য এরই মধ্যে বলিউডের বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতাভ বচ্চনও তাতে সম্মতি জানিয়েছেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত কয়েক বছর টানা এই উৎসব উদ্বোধন করেছেন অমিতাভ বচ্চন। কিন্তু গত বছর ১০ ডিসেম্বর ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ উদ্বোধন করতে এসে মঞ্চে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন বলেছেন, ‘আমাকে আর আমন্ত্রণ না জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে অনেক অনুরোধ করেছি। কারণ, এখানে এসে আমার আর নতুন কিছু বলার নেই। কিন্তু তিনি শোনেননি। আবারও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমিও আসতে রাজি হয়েছি। এর আগে আমি কয়েকবার এই অনুরোধ করেছি, তবে ইংরেজিতে। এখন আমি এটি বাংলায় বলছি। মমতাদি, আশা করি আপনি এবার বুঝতে পারবেন। আমি আর এটি করতে পারব না। দয়া করে আমাকে বাদ দিন।’

তখন ধারণা করা হয়েছিল, এবার হয়তো অন্য কোনো চলচ্চিত্র ব্যক্তিত্ব ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ উদ্বোধন করবেন। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, অমিতাভ বচ্চনই আসছেন। কারণ, এবার উৎসবের রজতজয়ন্তী উদ্‌যাপন করা হবে। তাই অনেকেই মন্তব্য করেছেন, অমিতাভ বচ্চনের অনুরোধ শেষ পর্যন্ত রাখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আরও শোনা যাচ্ছে, সেদিন শাহরুখ খানও উপস্থিত থাকবেন। তবে উদ্বোধনী অনুষ্ঠানে আর কে কে থাকবেন, সে ব্যাপারে আর কিছু জানা যায়নি।

সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবি মুক্তি পায় ১৯৬৯ সালের ৮ মে। প্রখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। চিত্রনাট্য, গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সত্যজিৎ রায়। তাঁর স্ত্রী বিজয়া রায়ের স্মৃতিচারণা ‘আমাদের কথা’ থেকে জানা যায়, শিশুপুত্র সন্দীপ রায়ের অনুরোধে সত্যজিৎ রায় ছবিটি নির্মাণ করেন। এই ছবি নির্মাণের ৫০ বছর পূর্তি হচ্ছে এবার। তাই ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবি দিয়ে ‘কলকাতা চলচ্চিত্র উৎসব’ উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় বলেন, ‘শুনেছি “গুপী গাইন বাঘা বাইন” উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে থাকার সম্ভাবনা আছে। সবকিছু নির্ভর করছে ছবিটির প্রিন্ট কেমন আছে, তার ওপর। নেতাজি ইনডোর স্টেডিয়ামের বিরাট প্রজেকশনে ছবিটা কেমন দাঁড়াবে, সেটাও মাথায় রাখতে হবে।’

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী বলেন, ‘এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পূজার পর উৎসবের ওয়েবসাইটে সব জানিয়ে দেওয়া হবে।’