গাঢ় আর হালকা নীলে শহীদ কাপুর

ফিল্মফেয়ারে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ফিল্মফেয়ারে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

শহীদ কাপুর ফিল্মফেয়ারের কভারে। না, কষ্ট করে কল্পনা করতে হবে না। নিজেই দেখে নিন। হ্যাঁ, নীলের যতগুলো শেড হওয়া সম্ভব, সবই গায়ে চাপিয়ে ফিল্মফেয়ারের কভারে দেখা দিয়েছেন তিনি। যে শার্টটি পরেছেন, তার গাঢ় নীল জমিনে হালকা নীল রঙের গোলাপ। সবুজ পাতা। আর এর মধ্যেও উঁকি দিচ্ছে হলুদ, কমলা ছোট ছোট ফুল।

চোখে রোদচশমা। তার ভেতর দিয়েও স্পষ্ট দেখা যায় তীক্ষ্ণ দুই চোখ। আর সঙ্গে জেল লাগানো চুলের বাহার। ব্যস, আর কী লাগে। এতেই শহীদ কাপুরকে দেখাচ্ছিল একদম ‘ফিট’। আর যেভাবে তাকিয়ে ছিলেন, সেই ছবির দিকে একবার তাকালে চোখ ফিরিয়ে নেওয়া কঠিন। ফিল্মফেয়ারের অফিশিয়াল টুইটার পেজ থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ফিল্মফেয়ারের কভারে শহীদ কাপুর অনেক বেশি আত্মবিশ্বাসী, আকর্ষণীয় আর সাহসী।’

ফিল্মফেয়ারের কভারে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ফিল্মফেয়ারের কভারে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এমনিতেই বছরের অন্যতম হিট ছবি ‘কবির সিং’ উপহার দিয়ে হাওয়ায় ভাসছেন শহীদ কাপুর। শুধু ভারত থেকে সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় ‘কবির সিং’ এখন ৯ নম্বরে। তাই এখন তো তিনি আগের চেয়ে বেশি আলো ছড়াবেন, সেটাই স্বাভাবিক। আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসীও। আর সেই সবকিছু নিয়ে ফিল্মফেয়ারের কভারে দেখা দিয়েছেন তিনি।

‘কবির সিং’ অপ্রত্যাশিত ব্যবসাসফল হওয়ায় এবার অর্জুন কাপুর দিলেন নতুন তথ্য। প্রযোজকেরা নাকি এই ছবির জন্য তাঁকেই মনে মনে ভেবেছিলেন। কিন্তু ছবির পরিচালক সন্দীপ ভঙ্গার পছন্দ ছিলেন শহীদ কাপুর।

ফিল্মফেয়ারে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ফিল্মফেয়ারে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

প্রথমে চিত্রনাট্য পড়ে শহীদ কাপুরেরও বিশেষ মনে ধরেনি। একই গল্প, কোনো পরিবর্তন নেই। আর গল্পটাও বিশেষ কিছু নয়। স্ত্রী মীরা রাজপুত নাকি শহীদ কাপুরকে অনুরোধ করেন ছবিটি করতে। ভাগ্যিস, তিনি অনুরোধ করেছিলেন। এটিই শহীদ কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে অর্থ উপার্জনকারী ছবি।