নাচের আন্তর্জাতিক সভায় পূজা

পূজা সেনগুপ্ত
পূজা সেনগুপ্ত

জাতিসংঘের ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিলের সাধারণ সভায় যোগ দিতে ফ্রান্স যাচ্ছেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। নৃত্য বিষয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সভা এটি।

আগামী ৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে ২৩তম এ সভা। এ বছরের জুলাই মাসে তিনি ও তাঁর প্রতিষ্ঠান তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এ সংস্থার সদস্য পদ পেয়েছে। এ বছরই প্রথমবারের মতো তিনি এ সভায় যোগ দিতে যাবেন। বাংলাদেশের একজন তরুণ নৃত্যশিল্পী হিসেবে এটি তাঁর জন্য এক বিরল সম্মানের ব্যাপার।

পূজা জানান, আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের নৃত্যশিক্ষার নীতিগত নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই সভায়। সংস্থাটির প্রত্যাশা, বাংলাদেশও নৃত্যশিক্ষা কার্যক্রমে এগিয়ে যাবে।