সিয়াম আর মিমকে নিয়ে নতুন ছবি

সিয়াম ও বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সিয়াম ও বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিমকে জুটি করে নতুন সিনেমা তৈরি করবেন পরিচালক রায়হান রাফি। চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে, কিন্তু ছবির নাম ঠিক হয়নি। ২৬ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবে। রায়হান রাফি জানান, গত রোববার রাতে মিম ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সিয়ামের সঙ্গে আলোচনা হয়েছে, এখনো চুক্তি হয়নি। তবে ছবিতে অভিনয়ের ব্যাপারে তিনি রাজি হয়েছেন।

‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবির পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিয়াম চিত্রনাট্যটি পড়ে কাজ করার ব্যাপারে মত দিয়েছেন। আগামী দু-এক দিনের মধ্যে চুক্তি হয়ে যাবে।

এদিকে রায়হান রাফির পরিচালনায় সেপ্টেম্বর মাসের শেষ দিকে ‘পরান’ ছবির শুটিং শেষ করেছেন মিম। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন দুই নায়ক ইয়াশ রোহান ও শরিফুল রাজ। রাফির নতুন ছবিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন মিম। তিনি বলেন, ‘গত রোববার রাতে চুক্তি করেছি। রাফির পরিচালনায় প্রথম কাজ করলাম “পরান” ছবিতে। দারুণ অভিজ্ঞতা হয়েছে।’

‘পরান’ ছবির পর পরিচালক রায়হান রাফির সঙ্গে নতুন আরেকটি ছবিতে কাজ করার জন্য চুক্তি করেছেন বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত
‘পরান’ ছবির পর পরিচালক রায়হান রাফির সঙ্গে নতুন আরেকটি ছবিতে কাজ করার জন্য চুক্তি করেছেন বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

সিয়াম আহমেদ জানান, ছবিটি নিয়ে পরিচালকে সঙ্গে কয়েক দিন বসেছেন। ছবির গল্প শুনেছেন তিনি। তবে এখনো চুক্তিবদ্ধ হননি। বললেন, ‘ছবিটিতে আমার চরিত্রটি ঠিকঠাক বুঝে নিচ্ছি। ছবিতে কাজ করার বিষয়টিও অনেক দূর এগিয়েছে। আলোচনা মোটামুটি চূড়ান্ত। হয়তো এর মধ্যে চুক্তি করে ফেলব।’

সিয়াম আরও বলেন, ‘রায়হান রাফির সঙ্গে “পোড়ামন ২” ও “দহন” ছবি দুটিতে অভিনয় করেছি আমি। দুটি ছবিই দর্শক ভালোভাবে নিয়েছেন। দর্শকদের আমাদের এই জুটির ওপর আস্থা আছে। আশা করছি ভালো কিছু হবে।’

নতুন ছবিতে কাজের সময় নিয়ে একটু সমস্যা হচ্ছে সিয়ামের। বললেন, ‘মাত্র গিয়াস উদ্দিন সেলিমের “পাপ পুণ্য” ছবির শুটিং শেষ করেছি। এ মাসেই “বিশ্ব সুন্দরী” ছবির ছয় দিনের শিডিউল দেওয়া আছে। “শান” ছবির বাকি কাজ করতে হবে। এখন রাফি চান তাঁর ছবির কাজ টানা শেষ করতে। যদি ২৬ অক্টোবর এই ছবির কাজ শুরু হয়, তাহলে দুই ধাপে কাজ করতে হবে। তা না হলে হয়তো এই ছবিতে কাজ করা সম্ভব হবে না।’

ছবির গল্প প্রসঙ্গে রাফি বলেন, সীমান্তবর্তী অঞ্চলের একটি বাস্তব ঘটনাকে ঘিরে ছবির গল্প।