কানাডায় মাইলসের সঙ্গে গান করেছেন শাফিন

মাইলস ব্যান্ডের ৪০ বছর পূর্তি উপলক্ষে কানাডায় আয়োজিত কনসার্টগুলোতে অংশ নিয়েছেন শাফিন আহমেদ। ছবি: মাইলস থেকে পাওয়া
মাইলস ব্যান্ডের ৪০ বছর পূর্তি উপলক্ষে কানাডায় আয়োজিত কনসার্টগুলোতে অংশ নিয়েছেন শাফিন আহমেদ। ছবি: মাইলস থেকে পাওয়া

মাইলস ব্যান্ডের ৪০ বছর পূর্তির প্রথম কনসার্ট হয়েছে গত ২৯ জুন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সেই কনসার্টে অংশ নেননি শাফিন আহমেদ। তখন অনেকেই মনে করেছেন, হয়তো মাইলস থেকে সরে গেছেন শাফিন আহমেদ। কিন্তু পরে জানা যায়, যুক্তরাষ্ট্র দূতাবাস কর্তৃপক্ষের কাছ থেকে সময়মতো পাসপোর্ট হাতে না পাওয়ায় এই সফরের সঙ্গী হতে পারেননি তিনি। আর যুক্তরাষ্ট্র থেকে মানাম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের সবার ভিসা হয়ে গেলেও কী কারণে যেন শাফিন তার পাসপোর্ট হাতে পায়নি। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সবার একসঙ্গে আসা সম্ভব হয়নি। ৪০ বছর পূর্তির অনুষ্ঠানে আমরা তাকে খুব মিস করছি।’

তবে গত ১৮ আগস্ট শাফিন আহমেদ প্রথম আলোকে জানান, মাইলসের ৪০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে কানাডায় ছয়টি কনসার্টে তিনি গান করবেন। অক্টোবরের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়ায় পাঁচ-ছয়টি শোতে অংশ নেবে মাইলস। এরপর দেশে।

কানাডায় আয়োজিত কনসার্টে শাফিন আহমেদ। ছবি: মাইলস থেকে পাওয়া
কানাডায় আয়োজিত কনসার্টে শাফিন আহমেদ। ছবি: মাইলস থেকে পাওয়া

এবার জানা গেছে, কানাডার কনসার্টগুলোতে অংশ নিয়েছেন শাফিন আহমেদ। সেখান থেকে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কনসার্টগুলোতে অংশগ্রহণ না করা একটা সাময়িক দুর্ঘটনা। কানাডাতে শেষ করে অস্ট্রেলিয়াতেও আমরা একসঙ্গে শো করব। আমরা বরাবরই একটি পরিবার। যুক্তরাষ্ট্রের শোগুলো আমি খুব মিস করেছি। হামিনের ওপর অতিরিক্ত চাপ পড়েছিল। এখন ওকে খানিকটা ভোকাল রেস্ট দেওয়া দরকার।’

কানাডায় মাইলসের প্রথম কনসার্ট হয়েছে ৭ সেপ্টেম্বর। কনসার্টটি আয়োজন করে ‘মাইলস ইন ক্যালগেরি টিম’ নামে একটি সংগঠন। পরে আয়োজকেরা জানিয়েছেন, এই কনসার্ট থেকে পাওয়া সব অর্থ আলবার্টা ক্যানসার ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। কানাডার অন্য কনসার্টগুলো অনুষ্ঠিত হয়েছে ১৫ সেপ্টেম্বর উইনিপেগ, ২০ সেপ্টেম্বর এডমন্টন, ২১ সেপ্টেম্বর ওটাওয়া আর ২৮ সেপ্টেম্বর টরন্টোতে। কানাডায় শো শেষ করে মাইলস উড়াল দেবে অস্ট্রেলিয়ার উদ্দেশে। মাইলস দেশে ফিরবে ৩১ অক্টোবর।

কানাডায় আয়োজিত কনসার্টে শাফিন আহমেদ। ছবি: মাইলস থেকে পাওয়া
কানাডায় আয়োজিত কনসার্টে শাফিন আহমেদ। ছবি: মাইলস থেকে পাওয়া

ঠিক সময়ে যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদ যেতে না পারায় মাইলসের সঙ্গে সেখানে যুক্ত হন পাভেল। তিনি এর আগেও মাইলসের সঙ্গে গিটার বাজিয়েছেন। তবে মাইলসের অন্য সদস্য হামিন আহমেদ, মানাম আহমেদ, তূর্য ও জুয়েল অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের কনসার্টগুলেতে।

মাইলস থেকে আগেই জানানো হয়েছে, ৪০ বছর পূর্তি উপলক্ষে দেশের বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, সিলেট আর খুলনায় কনসার্ট আয়োজন করবে মাইলস। এ ছাড়া ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজন হবে গ্র্যান্ড গালা কনসার্ট।