সুন্দরীরা কে কোথায়

জেসিয়া ইসলাম, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাহমিনা অথৈ, জান্নাতুল পিয়া
জেসিয়া ইসলাম, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাহমিনা অথৈ, জান্নাতুল পিয়া

দেশীয় পর্যায়ে সুন্দরী প্রতিযোগিতা হয়ে আসছে আগে থেকেই। দেশে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতাও বাড়ছে সম্প্রতি। কদিন পরই মিস ওয়ার্ল্ডের মতো প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের গালা রাউন্ড। প্রতিবছরই এসব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করছেন নারীরা। তাঁদের কেউ কেউ বিনোদন ও মডেলিং জগতে জায়গা করে নিয়েছেন। আবার কেউ কেউ সরে গেছেন চুপিসারে। প্রতিযোগিতা থেকে আসা এসব সুন্দরীর খবর কী? তারই খোঁজ নেওয়া হলো সম্প্রতি।

গত বছর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আরিফিন শুভর বিপরীতে মিশন এক্সট্রিম ছবির কাজ প্রায় শেষ। আদম নামে একটি ছবির শুটিং চলছে। এই ছবিতে তাঁর সহশিল্পী ইয়াশ রোহান। ঐশী বলেন, ‘শুরুতেই সংখ্যার দিকে তাকাচ্ছি না। ভালো কাজ করার জন্য অপেক্ষায় আছি। মিশন এক্সট্রিম ও আদম ভালো কিছু হবে বলে আশা করছি।’
এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। এখনো খুব একটা আলোচনায় আসতে পারেননি। মুস্তাফিজুর রহমান মানিকের স্বপ্নে দেখা রাজকন্যা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রেখেছেন নিশাত।

২০০৮ সালে মিস বাংলাদেশ ও ২০১১ সালে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ বিজয়ী হন জান্নাতুল পিয়া। চোরাবালি ও দ্য স্টোরি অব সামারা নামে দুটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। উপস্থাপনাও করেন পিয়া। এ ছাড়া স্বপ্নবাজি ও মাসুদ রানা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পিয়া বলেন, ‘মডেলিং দিয়ে আস্তে আস্তে নিজেকে তৈরি করেছি। সব সময় কাজের জন্য নিজেকে প্রস্তুত রেখেছি। ভালো কাজ পেলেই তবে করেছি।’

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছিলেন জেসিয়া ইসলাম। বিজয়ী হওয়ার পর কয়েকটি নাটকে অভিনয় করলেও এখন আর আলোচনায় নেই তিনি। জেসিয়ার সঙ্গে একই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন জাহারা মিতু। সুপার মডেল ইন্টারন্যাশনাল বাংলাদেশও হন তিনি। ক্রীড়া উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন জাহারা। অভিনয়ও করেছেন অনেকগুলো নাটকে। আগুন ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে বেশ আলোচনায় আসেন মিতু। তিনি বলেন, ‘বড় পর্দা একটা ব্যাপার। তা ছাড়া শাকিব খানের নায়িকা হওয়ার কারণে একটু আলোচনা বেশিই হয়েছে। তবে এখন আমার প্রথম পছন্দ সিনেমা। এরপর উপস্থাপনা।’

২০১৭ সালে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ হয়েছেন তাহমিনা অথৈ। বিজয়ী হওয়ার পর উপস্থাপনা ও নাটকে অভিনয় করেছেন। কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। তবে বেছে বেছে কাজ করছেন তাহমিনা। সাইদুর আনাম টুটুলের কালবেলা ছবির কাজ শেষ হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুক্তি পাবে এটি। মানিক মানবিকের ছেলেটি অদ্ভুত ছবির শুটিং চলছে। চট্টলা এক্সপ্রেস নামে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অথৈ বলেন, ‘ইচ্ছা করলে প্রতিদিনই কাজ করা যায়। তাহলে হয়তো নিজের প্রচারটাও বেশি হতো। যেহেতু আমি নাট্যকলার ছাত্রী, মিডিয়াতে প্রতিষ্ঠিত হতে চাই, সে লক্ষ্যেই ধীরে ধীরে কাজ করছি। যেগুলো করছি, ভালো কাজ করছি।’

এ ছাড়া ২০১১ সালে সুপার মডেল ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন ফারজানা মিলি। ২০১৬ সালে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ও ২০১৯ সালে মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছিলেন মুনজারিন অবনী। ফারজানা মিলি, মুনজারিন অবনী বিভিন্ন ধরনের ফটোশুট ও র‌্যাম্পে কাজ করলেও টেলিভিশন ও সিনেমাতে সেভাবে আলোচিত হতে পারেননি।