কলকাতার ক্যাকটাসের সাকির সঙ্গে ঢাকার এশার বিয়ে

বিয়ের পর এশা ইউসুফ ও সাকি ব্যানার্জি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বিয়ের পর এশা ইউসুফ ও সাকি ব্যানার্জি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মঞ্চ অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এশা ইউসুফ বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের গায়ক সাকি ব্যানার্জিকে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার ম্যারিয়ট হোটেলে পারিবারিকভাবে তাঁদের বিয়ের আয়োজন করা হয়।

আজ শনিবার কলকাতা থেকে প্রথম আলোকে এশা ইউসুফ বলেন, ‘পারিবারিকভাবে ছোট পরিসরে এই আয়োজন করা হয়। বাবা-মা ভীষণ খুশি। আগামীকাল রোববার ঢাকায় ফিরব। ফিরে সবার সঙ্গে শেয়ার করব।’

এশা ইউসুফ জানান, বাবা-মা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ ছাড়াও এ আয়োজনে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নৃত্যশিল্পী মিনু হক, রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা, মঞ্চের অভিনেতা মোস্তাফিজ শাহীনসহ দুই পরিবারের সদস্যরা। বর সাকি এশার বন্ধু। পারিবারিকভাবে তাঁরা আগে থেকেই পরিচিত।

বিয়ের পর সাকি ব্যানার্জি, এশা ইউসুফ, জয়িতা ও মোস্তাফিজ শাহীন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বিয়ের পর সাকি ব্যানার্জি, এশা ইউসুফ, জয়িতা ও মোস্তাফিজ শাহীন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাকি ব্যানার্জি কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর উজ্জ্বল বিচরণ দেখা যায়। ২০১৮ সালে সেলিম আল দীনের ‘পুত্র’ নাটকটি মঞ্চে নিয়ে আসে ঢাকা থিয়েটার। তখন মঞ্চনাটকে সংগীতায়োজন করেন সাকি। অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপের ‘গার্ডেন গেম’-এর সংগীতায়োজন করেছেন তিনি। পপি ও রিয়াজ অভিনীত এই ওয়েব সিরিজ দর্শকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়। ৯ অক্টোবর অনলাইনে মুক্তি পাওয়া ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’-এর ‘থিম সং’ দিয়ে চট করে আবারও আলোচনার চলে আসেন সাকি। এখানে তিনি নিজেই গান গেয়েছেন।

মালাবদলের পর এশা ইউসুফ ও সাকি ব্যানার্জি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
মালাবদলের পর এশা ইউসুফ ও সাকি ব্যানার্জি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাকি গান লেখেন। ‘বিদায় ব্যোমকেশ’ সিনেমার সংগীতায়োজন করেছেন তিনি। আবার ব্যান্ডের বাইরেও কাজ করছেন নিজের মতো করে। বাংলাদেশের ব্যান্ড অবসকিউরের সঙ্গে ‘দাঁড়াতে আর বলব না’ গান বেঁধেছেন তিনি।

বিয়ের পর নাসির উদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, শিমূল ইউসুফ, সাকি ব্যানার্জি ও এশা ইউসুফ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বিয়ের পর নাসির উদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, শিমূল ইউসুফ, সাকি ব্যানার্জি ও এশা ইউসুফ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এশা ইউসুফ মঞ্চনাটকের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবে নিয়মিত কাজ করছেন। ‘আয়নাবাজি’, ‘আলফা’, ‘গেরিলা’ ছবি ছাড়াও বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন। ‘টেম্পেস্ট’, ‘ধাবমান’, ‘পুত্র’ ও ‘আউটসাইডার’ নাটকে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।