শহীদ কাপুর বাবা হওয়ার আগে স্বার্থপর ছিলেন

শহীদ কাপুর ও স্ত্রী মীরা রাজপুত। ছবি: ইনস্টাগ্রাম
শহীদ কাপুর ও স্ত্রী মীরা রাজপুত। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের গুণী অভিনয়শিল্পীদের মধ্যে প্রথম সারিতেই থাকবে শহীদ কাপুরের নাম। ‘জাব উই মেট’, ‘হ্যামলেট’, ‘হায়দার’, ‘উড়তা পাঞ্জাব’, ‘পদ্মাবত’, ‘কবির সিং’—একের পর এক শহীদ কাপুর উপহার দিয়ে যাচ্ছেন, তাঁকে মনে রাখার অসংখ্য কারণ।

১৬ বছরে ৩টি ফিল্মফেয়ার পাওয়া এই অভিনয়শিল্পীর প্রেমিকার তালিকায় রয়েছে ‘প্রিয়াঙ্কা চোপড়া’ বা ‘কারিনা কাপুর’–এর মতো হাই প্রোফাইল তারকারা। এরপর ২০১৫ সালের ৭ জুলাই যখন ৩৫ বছর বয়সী শহীদ কপুর বিয়ে করেন, তখন স্ত্রী মীরা রাজপুতের বয়স মাত্র ২১।

পুত্র জেইনকে নিয়ে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম
পুত্র জেইনকে নিয়ে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

শহীদ কাপুরের সঙ্গে ১৪ বছরের বয়সের বিশাল এই ফারাককে অবশ্য স্ত্রী দেখছেন খুবই ইতিবাচকভাবে। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শহীদের বয়স তাঁর সম্পদ, শহীদের বয়সের অভিজ্ঞতার সুফল নেন তিনি। অভিজ্ঞতার শিক্ষার ফলে তাঁর পথচলা সহজ হয়েছে।

সাম্প্রতিককালের তারকাদের মধ্যে তিনিই এই ক্যাটাগরিতে একমাত্র। তিনি ছাড়া আর কোনো প্রথম শ্রেণির বলিউড তারকা ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ করেছেন, তা আতশ কাচ দিয়েও খুঁজে পাওয়া যাবে না। অবশ্য হৃদয় এতবার ভেঙেচুরে খান খান হলো বলেই তো বাবা পঙ্কজ কাপুরকে গিয়ে বললেন, আর নয় প্রেম, এবার বাবার পছন্দেই সোজা বসবেন বিয়ের পিঁড়িতে।

কন্যা মিশাকে নিয়ে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম
কন্যা মিশাকে নিয়ে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

স্ত্রী আর দুই সন্তান নিয়ে ব্যক্তিগত আর পেশাজীবন দুইয়ের চমৎকার সম্মিলনে সুখেই কাটছে শহীদ কাপুরের দিন। সর্বশেষ মুক্তি পাওয়া ‘কবির সিং’ ছবিটি ৩৭৯ কোটি রুপি আয় করেছে। আর এখন পর্যন্ত বছরের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ছবির তালিকার রয়েছে প্রথম স্থানে।

শহীদ কাপুর ও মীরা রাজপুতের এক মেয়ে আর এক ছেলে—মিশা (৩) আর জেইন (১)। তাই ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে শহীদ কাপুরের পিতৃত্বের বিষয়টিও। সেখানে তিনি বলেন, বাবা হওয়ার আগে তিনি নাকি আত্মকেন্দ্রিক ছিলেন। পিতৃত্ব তাঁকে মানুষ হিসেবে উদার করেছে।

কন্যা মিশাকে নিয়ে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম
কন্যা মিশাকে নিয়ে শহীদ কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

শহীদ কাপুর বলেন, ‘পিতা হওয়ার আগে আমি নিজেকে নিয়েই ব্যস্ত থাকতাম। যদিও ভাবতাম, আমি মোটেই স্বার্থপর নই। বাবার হওয়ার পরেই বুঝতে পেরেছি, আমি কতটা আত্মকেন্দ্রিক ছিলাম। এখন আমি আর নিজেকে প্রথমে রাখি না। সন্তান আর পরিবারই সবার আগে। মাঝেমধ্যে ভালোই লাগে। আবার মাঝেমধ্যে মনে হয়, সব সময় অন্যকে প্রাধান্য দেওয়া হতাশাজনক।’

কেন হতাশাজনক? উত্তরে শহীদ কাপুর বলেন, ‘প্রত্যেক মানুষেরই একেবারে নিজের একটা জায়গা থাকা দরকার। যেটাকে বলে “ব্রিদিং স্পেস”। মাঝেমধ্যে নিজেকেও সবার ওপরে রাখা দরকার। বাবা হওয়ার পর আমি আমার মা–বাবাকে আরও ভালো করে বুঝতে পারি। তাদের আমি আগের চেয়ে বেশি সম্মান করি। এখন আমি বুঝি, তারা আমার জন্য কী করেছে। মা–বাবা, আমি যতবার না বুঝে তোমাদের কষ্ট দিয়েছি, সে জন্য আমি দুঃখিত। আমি ক্ষমাপ্রার্থী।’

এখন সবার আগে পরিবার। ছবি: ইনস্টাগ্রাম
এখন সবার আগে পরিবার। ছবি: ইনস্টাগ্রাম