দেখা হলো বুসানে

বুসানে মোস্তফা সরয়ার ফারুকী ও এ আর রহমান
বুসানে মোস্তফা সরয়ার ফারুকী ও এ আর রহমান

অনেক দিন আগে মোস্তফা সরয়ার ফারুকী দুবার অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানের সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন, ‘মানুষের আত্মাকে শান্তি দেওয়ার জন্য এই মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে। বেসুরো এই পৃথিবীতে সুর সৃষ্টি করতে পাঠানো হয়েছে তাঁকে।’ সেই মানুষটার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বুসানে দেখা হয়ে গেল মোস্তফা সরয়ার ফারুকীর।

প্রথম দেখার সেই মুহূর্তের কথা শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘এই মানুষটা আমার কাছে কোনো আকাশের তারা নন। তাঁর জন্য আমার ভেতর থেকে এ রকম একটা অনুভূতি হয়, যেন আমি তাঁকে হাজার বছর ধরে চিনি।’

অন্যদিকে, ফারুকীর ফেসবুক স্ট্যাটাসের নিচে ‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির নির্মাতা রুবাইয়াত হোসেন মন্তব্য করেছেন, আরও স্টার পাওয়ার যোগ হলো আপনার নির্মাতাসত্তার ঝুলিতে। আশা করি, আপনার পরের কোনো ছবিতে এ আর রহমান মিউজিক করবেন। কাজের প্রতি আপনার প্রচণ্ড সদিচ্ছা আর কর্মক্ষমতা আমাকে মুগ্ধ করে।’

শুধু এ আর রহমান নয়, দেখা হয়েছে ভারতের গুণী অভিনেতা আদিল হুসেইনের সঙ্গেও। বুসানে তাঁরা একসঙ্গে খেয়েছেন, গল্প করেছেন, আড্ডা দিয়েছেন। আর এর মধ্যে তিন দফায় আয়োজন করে ছবি তুলতে ভোলেননি। এককথায়, এই সন্ধ্যা সোনালি স্মৃতি হয়ে থাকবে আরও বহু দিন, বহু রাত।

এসব স্মৃতি ৩ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলা এবারের ২৪তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফারুকীর ব্যক্তিগত অ্যালবামের শেষ দিনের ছবি। এর আগে ৭, ৮ ও ১০ অক্টোবর বুসানে প্রদর্শিত হয়েছে ফারুকী পরিচালিত সর্বশেষ ছবি ‘শনিবার বিকেল’।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ আর রহমান ও আদিল হুসেইনের সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ আর রহমান ও আদিল হুসেইনের সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এর আগে ফারুকী হোলি আর্টিজানের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছবি সম্পর্কে বলেছিলেন, ‘একটা শনিবার বিকেল, সুন্দর বিকেল, ঝরঝরে বিকেল, চমৎকার বিকেল কী করে দুঃসহ ও বিভীষিকাময় হয়ে উঠল, তা-ই বলতে চেয়েছি। কিন্তু আমাদের গল্পটা শেষ পর্যন্ত বিভীষিকাময় থাকল না, আমাদের গল্পটা শেষ পর্যন্ত আশার। আমাদের গল্পটা বিভীষিকার ব্যাকড্রপে বানানো হলেও আমাদের গল্পটা শেষ পর্যন্ত আশার।’

বুসানে চলচ্চিত্র প্রদর্শনী শেষে হলভর্তি দর্শকদের সঙ্গে চমৎকার প্রশ্নোত্তর পর্ব চলেছে। ‘শনিবার বিকেল’ ছবির জটিলতা দর্শকদের ভাবিয়েছে, কাঁদিয়েছে। বাংলাদেশ-আফগানিস্তান যৌথ প্রযোজনার ছবি ‘রোকাইয়া’র আফগান পরিচালক দিয়ানা সাকিব জামাল ‘শনিবার বিকেল’ দেখে আপ্লুত হয়ে নিজের অনুভূতি জানিয়েছেন পরিচালককে। একজন ভিনদেশি নির্মাতার সেই অনুভব স্পর্শ করেছে মোস্তফা সরয়ার ফারুকীকেও।

‘শনিবার বিকেল’ ছবির একটি দৃশ্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘শনিবার বিকেল’ ছবির একটি দৃশ্য। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এখন শুধু দেশে মুক্তি পাওয়ার অপেক্ষা ‘শনিবার বিকেল’ ছবির। দীর্ঘদিন ধরে ছবিটি আটকে আছে বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডে। ইতিমধ্যে নতুন ছবির নাম ঘোষণা করেছেন ফারুকী, ‘নো ল্যান্ডস ম্যান’। আর এই ছবিতে মুখ্য নারী চরিত্রে দেখা যাবে অস্ট্রেলীয় মডেল ও অভিনয়শিল্পী মিশেল মেগানকে। মেগান তাঁর এই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পর্দা ভাগ করবেন ভারতীয় জনপ্রিয় মেধাবী অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে।

‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে মুখ্য নারী চরিত্রে দেখা যাবে অস্ট্রেলীয় মডেল ও অভিনয়শিল্পী মিশেল মেগানকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে মুখ্য নারী চরিত্রে দেখা যাবে অস্ট্রেলীয় মডেল ও অভিনয়শিল্পী মিশেল মেগানকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটি প্রযোজনা করবেন স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি, মোস্তফা সরয়ার ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল ও শ্রীহরি শাথে। শ্রীহরি ভারতীয় প্রযোজক ও যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির স্কুল অব আর্টসে সহকারী অধ্যাপক। শ্রীহরি শাথে এর আগে ‘এক হাজারি নোট’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

প্রায় দুই দশক হয়ে গেল, মোস্তফা সরয়ার ফারুকী কাজ করছেন বাংলাদেশের বিনোদনজগতে। এর মধ্যে অনেকেই ঝরে পড়েছেন পতিত উল্কাপিণ্ডের মতো। কিন্তু মোস্তফা সরয়ার ফারুকী কেবল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে আলো ছড়িয়েছেন। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে নির্মাতারা এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, তাঁদের ভেতর একেবারে প্রথম সারিতে অবস্থান এই নির্মাতার। তাঁর নির্মিত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ ও ‘ডুব’।