মুরাদের সঙ্গে এক দিন

মানজারে হাসীন মুরাদ।  ছবি: সংগৃহীত
মানজারে হাসীন মুরাদ। ছবি: সংগৃহীত

বিকল্পধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পুরোধা একজন মানজারে হাসীন মুরাদ। চলচ্চিত্র আন্দোলন ও প্রামাণ্যচিত্র নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা শুনতে এই অগ্রজের সঙ্গে আড্ডার সুযোগ করে দিল বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ। ‘চলচ্চিত্রকার মানজারে হাসীন মুরাদের সাথে সারা দিন’ শিরোনামের এই আয়োজন সাজানো হয়েছে নানা কিছু দিয়ে।

২১ অক্টোবর সকাল ১০টায় শুরু হয়ে এই আয়োজন চলবে রাত ৮টা পর্যন্ত। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মাইডাস ভবনে ইএমকে সেন্টারের আড্ডা কক্ষে অনুষ্ঠিত হবে এটি। শুরু হবে মানজারে হাসীন মুরাদের তোলা আলোকচিত্রের প্রদর্শনী উদ্বোধনের মাধ্যমে। এরপর থাকবে ‘স্বাধীন চলচ্চিত্রনির্মাতা এবং চলচ্চিত্র আন্দোলনের কর্মী হিসেবে আমার অভিজ্ঞতা’ শিরোনামে তাঁর আলোচনা।

দুপুরের খাবারের বিরতির পর থাকবে ‘আজকের দিনে প্রামাণ্যচিত্র নির্মাণের চ্যালেঞ্জ’ শিরোনামে একটি গোলটেবিল আলোচনা। দিনের শেষ দিকে মানজারে হাসীন মুরাদ তাঁর তোলা আলোকচিত্রকে কেন্দ্র করে ‘ডকুমেন্টিং মি’ বিষয়ে একটি মাস্টার ক্লাস নেবেন।

যে কেউ এই অভিজ্ঞতা লাভ করতে পারেন। সবার জন্য উন্মুক্ত অগ্রজের সঙ্গে এই আড্ডা।