বহুদিন পর আসাদুজ্জামান নূর, সঙ্গে ডালিয়া বসু

আসাদুজ্জামান নূর ও ডালিয়া বসু সাহা। ছবি: ফেসবুক থেকে নেওয়া।
আসাদুজ্জামান নূর ও ডালিয়া বসু সাহা। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

আবৃত্তিতে সিদ্ধহস্ত হলেও আবৃত্তির অ্যালবাম খুব বেশি করা হয়নি। একটি একক অ্যালবাম করেছেন, তবে সেটি কবে করেছেন সে তথ্য তাঁর নিজের জানা নেই। আরেকটি দ্বৈত অ্যালবাম করেছিলেন, রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে। তিনি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছিলেন, বন্যা গেয়েছিলেন গান। দীর্ঘ অনেক বছর পর অ্যালবামে শোনা যাবে বরেণ্য এই সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের কবিতা। এবার সহশিল্পী পশ্চিম বাংলার ডালিয়া বসু সাহা।

অ্যালবামের শিরোনাম ‘যদি এই বাংলায় আসো’। কবিতার এই অ্যালবাম সাজানো হয়েছে কবি রাম চন্দ্র দাস-এর কবিতা দিয়ে। এতে মোট ১০টি কবিতা রয়েছে। এগুলোর শিরোনাম হচ্ছে- ‘আমি এই যুগের মেয়ে যদি’, ‘যদি এই বাংলায় আসো’, ‘অপর বেলায়’, ‘দাবায়ে রাখতে পারবে না’, ‘ইয়ে’, ‘শ্যামল সন্ধ্যার কাব্য’, ‘রবি-নজরুলের বঙ্গদর্শন’, ‘শুধু শান্তি চাই’, ‘গ্রেডার্থী’ ও ‘টাক’।

রেকর্ডিং স্টুডিওতে আসাদুজ্জামান নূর ও ডালিয়া বসু সাহা। ফেসবুক থেকে নেওয়া।
রেকর্ডিং স্টুডিওতে আসাদুজ্জামান নূর ও ডালিয়া বসু সাহা। ফেসবুক থেকে নেওয়া।

‘যদি এই বাংলায় আসো’ কবিতার অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে নুসরাত জাহান রাফিকে। ফেনীর এই তরুণীকে গায়ে আগুন দিয়ে হত্যা করা হয় তাঁরই মাদ্রাসার ছাদে। আজ শুক্রবার সন্ধ্যায় ছায়ানটে আনুষ্ঠানিকভাবে ‘যদি এই বাংলায় আসো’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ অ্যালবামটি প্রকাশ করছে।

ডালিয়া বসু সাহা। ফেসবুক থেকে নেওয়া।
ডালিয়া বসু সাহা। ফেসবুক থেকে নেওয়া।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কবি ও সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার, জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালেদ ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।