ভোট দিলেন শাহরুখ দীপিকারা

>

ভারতে চলছে বিধানসভার ভোট গ্রহণ পর্ব। আর আজ মহারাষ্ট্রে ভোটের দিন। সকাল সাতটা থেকে মহারাষ্ট্রের ২৮৮টি আসনে চলছে ভোট গ্রহণ পর্ব। আর কেবল সাধারণ মানুষই নন, ভোট দিয়ে নাগরিক ও রাজনৈতিক অধিকারের প্রতিফলন ঘটিয়েছেন বলিউড তারকারা। ভোট দিয়ে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের ভোটাধিকার প্রয়োগ করতে অনুরোধও করেছেন। ভোট দেওয়ার প্রতি মানুষ যখন আগ্রহ হারাচ্ছে, তখন এভাবেই সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতা বাড়াচ্ছেন শিল্প ও সংস্কৃতির এই উজ্জ্বল মুখগুলো।

১ / ১২
ভোট দিচ্ছেন শাহরুখ খান। সঙ্গে গিয়েছিলেন স্ত্রী গৌরী খান। ছবি: এএফপি
ভোট দিচ্ছেন শাহরুখ খান। সঙ্গে গিয়েছিলেন স্ত্রী গৌরী খান। ছবি: এএফপি
২ / ১২
ভোট দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে রণবীর সিংকে দেখা যায়নি ভোটকেন্দ্রে। ছবি: এএফপি
ভোট দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে রণবীর সিংকে দেখা যায়নি ভোটকেন্দ্রে। ছবি: এএফপি
৩ / ১২
ভোট দিয়েছেন প্রীতি জিনতা। ছবি: এএফপি
ভোট দিয়েছেন প্রীতি জিনতা। ছবি: এএফপি
৪ / ১২
শহীদ কাপুর ভোট দিয়ে সেলফি তুলে শেয়ার করেছেন টুইটারে। ছবি: টুইটার
শহীদ কাপুর ভোট দিয়ে সেলফি তুলে শেয়ার করেছেন টুইটারে। ছবি: টুইটার
৫ / ১২
বরুণ ধাওয়ানও ভোট দিয়ে আনন্দিত। ছবি: টুইটার
বরুণ ধাওয়ানও ভোট দিয়ে আনন্দিত। ছবি: টুইটার
৬ / ১২
ভোট দিয়ে সালমান খানের সেলফি। ছবি: টুইটার
ভোট দিয়ে সালমান খানের সেলফি। ছবি: টুইটার
৭ / ১২
ভোট দিয়ে অর্জুন কাপুর জানিয়েছেন, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি নাগরিকের উচিত ভোট দিয়ে নিজের অধিকার ও কর্তব্য পালন করা। ছবি: টুইটার
ভোট দিয়ে অর্জুন কাপুর জানিয়েছেন, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি নাগরিকের উচিত ভোট দিয়ে নিজের অধিকার ও কর্তব্য পালন করা। ছবি: টুইটার
৮ / ১২
ভোটকেন্দ্রের সামনে থেকেই ছবি তুলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জুহি চাওলা। ছবি: টুইটার
ভোটকেন্দ্রের সামনে থেকেই ছবি তুলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জুহি চাওলা। ছবি: টুইটার
৯ / ১২
ভোট দিয়েছেন জন আব্রাহাম। ছবি: টুইটার
ভোট দিয়েছেন জন আব্রাহাম। ছবি: টুইটার
১০ / ১২
রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা দম্পতি। ছবি: টুইটার
রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা দম্পতি। ছবি: টুইটার
১১ / ১২
ভোট দিয়ে ছবি শেয়ার করেছেন সোহা আলী খান। কুনাল খেমু আর কারিনা কাপুর খানও ভোট দিয়েছেন। ছবি: টুইটার
ভোট দিয়ে ছবি শেয়ার করেছেন সোহা আলী খান। কুনাল খেমু আর কারিনা কাপুর খানও ভোট দিয়েছেন। ছবি: টুইটার
১২ / ১২
ভোট দিয়েছেন শচীন টেন্ডুলকারও। তিনি কীভাবে বলিউড তারকা হলেন? ওই যে ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ ছবির কথা ভুলে গেলেন? ছবি: টুইটার
ভোট দিয়েছেন শচীন টেন্ডুলকারও। তিনি কীভাবে বলিউড তারকা হলেন? ওই যে ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ ছবির কথা ভুলে গেলেন? ছবি: টুইটার