প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মানের পরবর্তী ছবি বালা মুক্তি পাবে ২০১৯ সালের ৭ ডিসেম্বর। ছবি: বালা সিনেমার পোস্টার
আয়ুষ্মানের পরবর্তী ছবি বালা মুক্তি পাবে ২০১৯ সালের ৭ ডিসেম্বর। ছবি: বালা সিনেমার পোস্টার

বলিউড তারকাদের অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা রকম সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁদের অনেকে আবার আন্তর্জাতিক নানা সংস্থার সঙ্গেও যুক্ত। সেই তালিকার নতুন নাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী আয়ুষ্মান খুরানা। প্রিয়াঙ্কা চোপড়ার পর তিনিও এবার যোগ দিলেন ইউনিসেফের সঙ্গে।

আয়ুষ্মান খুরানা অভিনেতা হিসেবেও সামাজিকভাবে সচেতন সত্তাটার পরিচর্যা করেন। তাঁর প্রতিটি ছবিই সমাজ পুনর্নির্মাণের বার্তা দেয়। তাঁর প্রথম ছবি ‘ভিকি ডোনার’ থেকে শুরু করে সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘ড্রিম গার্ল’ পর্যন্ত প্রায় প্রতিটি ছবিই প্রথাবিরোধী। প্রতিটি ছবিতেই সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কিছু না কিছু উপাদান থাকে। দর্শকেরা বিনোদিত হন। আর হল থেকে বের হওয়ার সময় তিনি আগের চেয়ে আরেকটু সচেতন মানুষ হিসেবে বের হন।

সম্প্রতি আয়ুষ্মান পেলেন ‘জি কিউ ম্যান অব দ্য ইয়ার’ পুরস্কার। ছবি: ইনস্টাগ্রাম
সম্প্রতি আয়ুষ্মান পেলেন ‘জি কিউ ম্যান অব দ্য ইয়ার’ পুরস্কার। ছবি: ইনস্টাগ্রাম

অয়ুষ্মান খুরানা অভিনীত ‘আর্টিকেল ফিফটিন’ ছবিটি মুক্তি পায় এই বছরের ২৮ জুন। মুক্তির পরই শোরগোল ফেলে দেয় ছবিটি। এখানে বর্ণপ্রথার তীব্র সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে মেয়েশিশুর সুরক্ষা আর অধিকারের কথা। ছবির বিষয়ও শিশু ধর্ষণকে কেন্দ্র করে।

ইউনিসেফের ‘নারী ও শিশু উন্নয়ন মন্ত্রাণলায়ের’ সঙ্গে কাজ করবেন আয়ুষ্মান খুরানা। তবে এখনই কাগজে–কলমে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন না তিনি। আপাতত জাতিসংঘ প্রণীত শিশু সুরক্ষা ও অধিকারের ওপর কাজ করবেন। ‘দ্য প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনন্সেস (পিওসিএসও) অ্যাক্ট’ (২০১২) বিষয়ে ভারতের মানুষকে সচেতন করবেন। এই নীতিমালায় শিশুর সঙ্গে সব ধরনের যৌন আচরণকে নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে নারী ও শিশু পাচারের বিরুদ্ধেও সরব হবেন তিনি।

আয়ুষ্মান খুরানা। ছবি: টুইটার
আয়ুষ্মান খুরানা। ছবি: টুইটার

ইউনিসেফের এই দায়িত্বের বিষয়ে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন, ‘আমি সামাজিকভাবে সচেতন একজন নাগরিক। যে বিষয়গুলো আমার দেশের জন্য জরুরি, দেশের মানুষের জন্য প্রয়োজন, আমি সব সময় সে রকম কাজ করতে চেয়েছি। পিওসিএসও অ্যাক্ট আমাদের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতিমালা। আর আমার মতে, যত অপরাধ আছে, তার ভেতর শিশুবিষয়ক অপরাধ সবচেয়ে জঘন্য।'

মুক্তির পরই শোরগোল ফেলে দেয় আয়ুষ্মান খুরানা অভিনীত ‘আর্টিকেল ফিফটিন’। ছবি: ফেসবুক
মুক্তির পরই শোরগোল ফেলে দেয় আয়ুষ্মান খুরানা অভিনীত ‘আর্টিকেল ফিফটিন’। ছবি: ফেসবুক

আয়ুষ্মান শিশুদের সুরক্ষায় এগিয়ে আসার জন্য ভারত সরকার ও ইউনিসেফকে আহ্বানও জানান।

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে যাচ্ছেন। গত বছর মে মাসে জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে এসেছিলেন তিনি। কক্সবাজারের টেকনাফের অস্থায়ী রোহিঙ্গা শিবিরে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন।