ছবিতে পত্র-রাজের প্রেম

>তাঁদের প্রেমটা মোটেও রূপকথার মতো হয়নি। কিন্তু তাঁদের জীবনের গল্পে সেই অধ্যায় রূপকথার চেয়ে কম নয়। শুরু হয়েছিল ২০১৩ সালে। সিটি লাইটস ছবির জন্য রাজকুমার রাওয়ের বিপরীতে ভাবা হয়েছিল পত্রলেখাকে। কিন্তু রাজের লাভ, সেক্স অ্যান্ড ধোঁকা দেখা পত্রলেখা রাজকে ভেবেছিলেন কোনো ‘ভীতিকর প্রাণী’। তাই প্রথম দিন রাজের সঙ্গে দেখা করার সময় নিয়ে গিয়েছিলেন বড় বোনকেও। কিন্তু অবাক হয়ে দেখলেন, মোটেও পাপ কি দোকান ছবির সেই চরিত্রের মতো নন রাজকুমার। সে একেবারেই অন্য এক মানুষ। বুঝলেন ভালো অভিনয়শিল্পী রাজ। তারপর কদিন হোয়াটস অ্যাপে বার্তা আদান–প্রদান করতে গিয়ে কখন, কীভাবে যে প্রেমটা হয়ে গেল, তা বলতে পারেন না কেউ।
প্রথমবার যখন দুজন একসঙ্গে দুবাই গিয়েছিলেন, এই ছবিটা সেখানকার। আর সেদিন ছিল পত্রলেখার জন্মদিন। আর এটা কিন্তু সেলফি! কে প্রথম বলেছিলেন ভালোবাসি? জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্ন শুনে দুজন দুজনের দিকে তাকিয়ে হেসেছেন, আর বলেছেন, এখন পর্যন্ত নাকি কেউই কাউকে বলেননি। তবে দুজনেই বুঝে নিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম
প্রথমবার যখন দুজন একসঙ্গে দুবাই গিয়েছিলেন, এই ছবিটা সেখানকার। আর সেদিন ছিল পত্রলেখার জন্মদিন। আর এটা কিন্তু সেলফি! কে প্রথম বলেছিলেন ভালোবাসি? জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্ন শুনে দুজন দুজনের দিকে তাকিয়ে হেসেছেন, আর বলেছেন, এখন পর্যন্ত নাকি কেউই কাউকে বলেননি। তবে দুজনেই বুঝে নিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম
ঘুরে বেড়াতে খুবই ভালোবাসেন এই লাভবার্ড। একটু সময় পেলেই বেরিয়ে পড়েন বিশ্ব দেখতে। পত্রলেখা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা শুধু হাঁটি আর হাঁটি। অজানা অচেনা রাস্তায়। যেখানে কেউ আমাদের চেনে না। আমরা কাউকে চিনি না। তারপর হয়তো কোনো কফিশপে ঢুকি। একটু বিরতি দিয়ে আবার হাঁটি। হঠাৎ খেয়াল হয়, আমরা ৮ বা ১০ কিলোমিটার হেঁটে ফেলেছি।’ ছবি: ইনস্টাগ্রাম
ঘুরে বেড়াতে খুবই ভালোবাসেন এই লাভবার্ড। একটু সময় পেলেই বেরিয়ে পড়েন বিশ্ব দেখতে। পত্রলেখা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা শুধু হাঁটি আর হাঁটি। অজানা অচেনা রাস্তায়। যেখানে কেউ আমাদের চেনে না। আমরা কাউকে চিনি না। তারপর হয়তো কোনো কফিশপে ঢুকি। একটু বিরতি দিয়ে আবার হাঁটি। হঠাৎ খেয়াল হয়, আমরা ৮ বা ১০ কিলোমিটার হেঁটে ফেলেছি।’ ছবি: ইনস্টাগ্রাম
এই ছবিটা গত বছর অক্টোবরে ভারতের গোয়া ভ্রমণের সময়কার। গোয়া নাকি তাঁদের দ্বিতীয় প্রিয় শহর। এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে রাজকুমার রাও লিখেছেন, ‘যারা বলে গোয়ার সূর্যাস্তের দৃশ্য স্বর্গীয়, তারা ঠিকই বলে! সৈকতে পত্রলেখার সঙ্গে এমন সূর্যাস্ত দর্শন আমার জীবনের একটা সেরা সময় হয়ে থাকবে।’ ছবি: ইনস্টাগ্রাম
এই ছবিটা গত বছর অক্টোবরে ভারতের গোয়া ভ্রমণের সময়কার। গোয়া নাকি তাঁদের দ্বিতীয় প্রিয় শহর। এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে রাজকুমার রাও লিখেছেন, ‘যারা বলে গোয়ার সূর্যাস্তের দৃশ্য স্বর্গীয়, তারা ঠিকই বলে! সৈকতে পত্রলেখার সঙ্গে এমন সূর্যাস্ত দর্শন আমার জীবনের একটা সেরা সময় হয়ে থাকবে।’ ছবি: ইনস্টাগ্রাম
ছবিটি এই জুটি অভিনীত সিটি লাইটস ছবির একটি দৃশ্য। এই ছবিতে পত্রলেখার অভিনয় দারুণ প্রশংসিত হয়। ছবি: ইনস্টাগ্রাম
ছবিটি এই জুটি অভিনীত সিটি লাইটস ছবির একটি দৃশ্য। এই ছবিতে পত্রলেখার অভিনয় দারুণ প্রশংসিত হয়। ছবি: ইনস্টাগ্রাম
জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা রাজকুমার রাও বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেতাদের একজন। কাজ করছেন বলিউডের অসম্ভব গুণী নারী তারকাদের সঙ্গে। তাতে কি পত্রলেখা নিরাপত্তাহীনতায় ভোগেন? উত্তরে পত্রলেখা জানিয়েছেন, তিনিও ফিল্ম ইন্ডাস্ট্রির একজন। তাই তাঁর ভেতর এরকম কোনো ‘ইনসিকিউরিটি’র জায়গা নেই। সাফ বলেছেন, ‘আই হ্যাভ নো রুম ফর দ্যাট’। তিনি আরও বলেন, ‘কাট’ বলার পর রাজ আবার রাজ হয়ে যায়। আর অ্যাকশন এবং কাটের বাইরের সেই মানুষটার সঙ্গে তাঁর প্রেম। ছবি: ইনস্টাগ্রাম
জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা রাজকুমার রাও বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেতাদের একজন। কাজ করছেন বলিউডের অসম্ভব গুণী নারী তারকাদের সঙ্গে। তাতে কি পত্রলেখা নিরাপত্তাহীনতায় ভোগেন? উত্তরে পত্রলেখা জানিয়েছেন, তিনিও ফিল্ম ইন্ডাস্ট্রির একজন। তাই তাঁর ভেতর এরকম কোনো ‘ইনসিকিউরিটি’র জায়গা নেই। সাফ বলেছেন, ‘আই হ্যাভ নো রুম ফর দ্যাট’। তিনি আরও বলেন, ‘কাট’ বলার পর রাজ আবার রাজ হয়ে যায়। আর অ্যাকশন এবং কাটের বাইরের সেই মানুষটার সঙ্গে তাঁর প্রেম। ছবি: ইনস্টাগ্রাম
পত্রলেখার ডকোমোর একটা বিজ্ঞাপন দারুণ জনপ্রিয়তা পায়। সেখানে পত্রলেখার কোমরে একটা ট্যাটু ছিল। প্রথম দেখার দিন রাজকুমার নাকি বলেছিলেন, ‘ও, তুমিই সেই মেয়েটা। আমার ওই মেয়েটাকে অনেক কিউট লেগেছিল।’ পত্র জানান, রাজ নাকি তাঁর ভোর চারটার বন্ধু। ঘুম থেকে চোখ খুলেই প্রথমে রাজকে বার্তা পাঠান। ছবি: ইনস্টাগ্রাম
পত্রলেখার ডকোমোর একটা বিজ্ঞাপন দারুণ জনপ্রিয়তা পায়। সেখানে পত্রলেখার কোমরে একটা ট্যাটু ছিল। প্রথম দেখার দিন রাজকুমার নাকি বলেছিলেন, ‘ও, তুমিই সেই মেয়েটা। আমার ওই মেয়েটাকে অনেক কিউট লেগেছিল।’ পত্র জানান, রাজ নাকি তাঁর ভোর চারটার বন্ধু। ঘুম থেকে চোখ খুলেই প্রথমে রাজকে বার্তা পাঠান। ছবি: ইনস্টাগ্রাম
তাঁদের সম্পর্কের বয়স ৭ বছর। কাজের ফাঁকে রাজকুমার যখনই অবসর পান, তখন সময় কাটান পত্রলেখার সঙ্গে। আর সে সময় পত্রলেখার কড়া নির্দেশ মেনে ফোন বন্ধ রাখেন রাজ। ছবি: ইনস্টাগ্রাম
তাঁদের সম্পর্কের বয়স ৭ বছর। কাজের ফাঁকে রাজকুমার যখনই অবসর পান, তখন সময় কাটান পত্রলেখার সঙ্গে। আর সে সময় পত্রলেখার কড়া নির্দেশ মেনে ফোন বন্ধ রাখেন রাজ। ছবি: ইনস্টাগ্রাম
দীর্ঘদিন দুজন তারকা একসঙ্গে থাকলে যা হয় আরকি। গুজব ছড়াল, ভেঙে গেছে তাঁদের সম্পর্ক। এরপরেই দুজনে দুজনার হাত ধরে এসে জানালেন, তাঁরা একসঙ্গেই আছেন আর থাকবেন। ছবি: ইনস্টাগ্রাম
দীর্ঘদিন দুজন তারকা একসঙ্গে থাকলে যা হয় আরকি। গুজব ছড়াল, ভেঙে গেছে তাঁদের সম্পর্ক। এরপরেই দুজনে দুজনার হাত ধরে এসে জানালেন, তাঁরা একসঙ্গেই আছেন আর থাকবেন। ছবি: ইনস্টাগ্রাম
রাজ কি কখনোই মিথ্যা বলেন না পত্রলেখাকে? অকপটে সত্য স্বীকার করে রাজ জানিয়েছেন, মাঝেমধ্যেই তিনি শুটিংয়ের সেট থেকে পত্রকে পত্র লেখেন, ‘সব ঠিক আছে’। যদিও সব সময় সব ঠিক থাকে না। ছবি: ইনস্টাগ্রাম
রাজ কি কখনোই মিথ্যা বলেন না পত্রলেখাকে? অকপটে সত্য স্বীকার করে রাজ জানিয়েছেন, মাঝেমধ্যেই তিনি শুটিংয়ের সেট থেকে পত্রকে পত্র লেখেন, ‘সব ঠিক আছে’। যদিও সব সময় সব ঠিক থাকে না। ছবি: ইনস্টাগ্রাম
পত্রলেখা রাজকুমার রাওয়ের কাছ থেকে নানা বিষয়ে টিপস নেন। নানা গুরুগম্ভীর সিরিয়াস আলাপ করেন তাঁরা। আর পত্রলেখা রাজকুমারকে ফ্যাশন বিষয়ে জ্ঞান দেন। তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে গর্বিত। রাজকুমার রাও আরও জানিয়েছেন, তাঁরা প্রথমে ভালো বন্ধু। তারপর প্রেমিক-প্রেমিকা। ছবি: ইনস্টাগ্রাম
পত্রলেখা রাজকুমার রাওয়ের কাছ থেকে নানা বিষয়ে টিপস নেন। নানা গুরুগম্ভীর সিরিয়াস আলাপ করেন তাঁরা। আর পত্রলেখা রাজকুমারকে ফ্যাশন বিষয়ে জ্ঞান দেন। তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে গর্বিত। রাজকুমার রাও আরও জানিয়েছেন, তাঁরা প্রথমে ভালো বন্ধু। তারপর প্রেমিক-প্রেমিকা। ছবি: ইনস্টাগ্রাম