মেকআপ ব্যবসায়ী ক্যাটরিনা

নিজের মেকআপ ব্র্যান্ড ‘কে বাই ক্যাটরিনা’ নিয়ে এসেছেন ক্যাটরিনা কাইফ। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
নিজের মেকআপ ব্র্যান্ড ‘কে বাই ক্যাটরিনা’ নিয়ে এসেছেন ক্যাটরিনা কাইফ। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বিউটির সঙ্গে বলিউডের সংযোগ অনেক দিনের। ক্যাটরিনা কাইফ বলিউডের সফল অভিনয়শিল্পীদের একজন। ফ্যাশনদিস্তা হিসেবেও তাঁর সুনাম আছে। চলতি সপ্তাহেই পেলেন ‘ভোগ উইম্যান অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড। তিন দিন হলো উদ্বোধন করলেন নিজের মেকআপ ব্র্যান্ড। নাম ‘কে বাই ক্যাটরিনা’।

অনেক দিন ধরে নিজের এই ব্র্যান্ড নিয়ে কাজ করেছেন তিনি। এর আগে বলিউড তারকা কারিনা কাপুর খান আর লারা দত্ত নিজেদের নামে মেকআপ ব্র্যান্ড বের করেছেন। এবার নিজের ব্র্যান্ড নিয়ে ডেকান ক্রনিকলকে ক্যাটরিনা কাইফ বললেন একেবারে শুরুর দিকের কথা, ‘চার বছর আগে নিজের নামে বিউটি ব্র্যান্ডের স্বপ্ন দেখেছিলাম। একজন মডেল হিসেবে আত্মপ্রকাশের শুরু থেকে আমি নানা মেকআপ পরীক্ষা করেছি নিজের ওপর।’

‘কে বাই ক্যাটরিনা’ নিয়ে অনেক দিন কাজ করেছেন ক্যাটরিনা কাইফ। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘কে বাই ক্যাটরিনা’ নিয়ে অনেক দিন কাজ করেছেন ক্যাটরিনা কাইফ। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ক্যাটরিনা কাইফ আরও বলেন, ‘শুরু থেকেই আমি মেকআপকে বুঝতে চেয়েছি। ত্বককে সুরক্ষিত করে নিজের ত্বককে উদ্‌যাপন করার জন্য মুখিয়ে ছিলাম। আমি বিশ্বাস করি, একজন মানুষ যখন নিজের মতো হয়ে ওঠে, তখনই তাকে সবচেয়ে সুন্দর দেখায়। যখন একজন মানুষ নিজের ত্বক নিয়ে খুশি থাকে, তখন এমনিতেই ভেতরের সৌন্দর্য বের হয়ে আসে। আর মেকআপটা যখন ত্বকের সঙ্গে সুন্দর মানিয়ে যায়, তখন কেবল ওই মেকআপ ত্বকের একটা অংশ হয়য়ে যায়। আর সেটা ভেতরের সৌন্দর্যকে বের করে আনে। মনের সৌন্দর্যই বড় কথা। মেকআপ কেবল সেটা বের করে আনে।’

ক্যাটরিনা কাইফের মতে, ‘মেকআপ মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। তাই মেকআপ কেবল পণ্য নয়, জীবনের অনুষঙ্গ। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর কিছু মেকআপ ব্যবহার করলে তা ত্বকের উজ্জ্বলতা ফুটিয়ে তোলে।’

‘কে বাই ক্যাটরিনা’ এরই মধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
‘কে বাই ক্যাটরিনা’ এরই মধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ক্যাটরিনা কাইফ বিশ্বাস করেন, প্রতিটি নারী তাঁর মতো করে সুন্দর। আর তাই তাঁদের উচিত নিজেদের সৌন্দর্যকে উদ্‌যাপন করা। অবশ্যই ‘কে বাই ক্যাটরিনা’র সঙ্গে!

ইতিমধ্যে ইনস্টাগ্রামে ‘কে বাই ক্যাটরিনা’ নামে পেজও খুলেছেন। মাত্র ৪৮ ঘণ্টায় জুটে গেছে ১ লাখ ২০ হাজার ফলোয়ার।