মৌসুমী বললেন, 'আজ ঈদ'

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদের অন্যতম প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। ছবি: প্রথম আলো
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদের অন্যতম প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। ছবি: প্রথম আলো

আজ শুক্রবার রাজধানীর এফডিসিতে সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শুরু থেকে ভোট কেন্দ্রে উপস্থিত আছেন সভাপতি পদের অন্যতম প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। এফডিসির অভ্যন্তরে তিনি ছুটে বেড়াচ্ছেন। ভোটার এলেই ছুটে যাচ্ছেন। তাদের কাছে ভোট চাইছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবারই প্রথম সভাপতি পদে কোনো নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী পরিবেশ নিয়ে উচ্ছ্বাসিত মৌসুমী। বললেন, ‘পরিবেশ খুব ভালো। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন।’

এ নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছেন মোসুমী। পুরো ব্যাপারটিকে তিনি উপভোগ করেছেন। তার কাছে আনন্দ লাগছে। মৌসুমী বলেন, ‘প্রচার কাজে গিয়ে কষ্ট হয়েছে ঠিকই। কিন্তু ভোটের দিনে মনে হচ্ছে, আজ ঈদ। ৩০ দিন রোজা রাখার পর ঈদ উদ্‌যাপন করছি। এই আনন্দ আরও বাড়বে, যদি আমি বিজয়ী হই।’

এফডিসির অভ্যন্তরে ছুটে বেড়াচ্ছেন মৌসুমী। ভোটার এলেই ছুটে যাচ্ছেন। তাদের কাছে ভোট চাইছেন। ছবি: প্রথম আলো
এফডিসির অভ্যন্তরে ছুটে বেড়াচ্ছেন মৌসুমী। ভোটার এলেই ছুটে যাচ্ছেন। তাদের কাছে ভোট চাইছেন। ছবি: প্রথম আলো

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিকে নিরাপত্তার চাদরে ঢেকেছে শতাধিক পুলিশ ও র‍্যাব সদস্য। নিরাপত্তার বিষয়ে মৌসুমি বলেন, ‘নিয়মতান্ত্রিক ভাবে নিরাপত্তা বিরাজ করছে। যার ফলে এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় আছে। শেষ পর্যন্ত যেন এমন অবস্থা থাকে।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবার নির্বাচনে ১৮টি পদের জন্য ২৭ জন লড়ছেন। তিনটি পদে অন্য প্রার্থী না থাকায় আগেই ফলাফল চূড়ান্ত হয়ে গেছে।