মৌসুমী জয়ী হলে তা হবে ইতিহাস: পপি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার ফাঁকে পপি, অমিত হাসান, মৌসুমী ও ফেরদৌস। ছবি: প্রথম আলো
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার ফাঁকে পপি, অমিত হাসান, মৌসুমী ও ফেরদৌস। ছবি: প্রথম আলো

এফডিসিতে এসেই ক্ষোভ ঝাড়লেন চিত্রনায়িকা পপি। আজ শুক্রবার বেলা ১টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার জন্য তিনি এফডিসিতে আসেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের পাশে বাগানের সামনে দাঁড়িয়ে প্রথম আলোকে বলেন, ‘ভোট দিতে এসেছি। আমরা একটি দালাল, দুর্নীতি ও রাজনীতিমুক্ত এফডিসি চাই।’

নিজের এই বক্তব্যের সপক্ষে পপি বলেন, ‘বেশ কিছুদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ঘিরে দালালি, রাজনীতি আর দুর্নীতি দেখে আসছি। এটা আমাদের শিল্পীদের জন্য চরম অসম্মানের।’

পপি বিদায়ী কমিটির নির্বাচিত সদস্য ছিলেন। এ সমস্যাগুলো কেন আগে শোধরানো হয়নি? পপি বলেন, ‘কমিটিতে অনেকবার এসব নিয়ে অভিযোগ দিয়েছি। তাঁদের দুর্নীতির সঙ্গে জড়াতে পারিনি বলে শোধরাতে পারিনি। এ কারণে আমাদের মিটিংয়ে ডাকা হতো না।’

পপি আরও বলেন, ‘আমরা স্বাধীন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চাই, যেখানে কোনো শিল্পীর দুস্থ তকমা থাকবে না। বিদায়ী কমিটি এই শিল্পী সমিতির অনেক সদস্যকে দুস্থ শিল্পী বানিয়েছে। সেটা আমরা চাই না।’

সভাপতি পদে প্রার্থী মৌসুমির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পপি বলেন, ‘মৌসুমী জয়ী হলে খুব ভালো হবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান এখন নারী। এ ছাড়া আমাদের বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জাহানারা ইমাম ইতিহাস গড়েছেন। আমি মনে করি, এবার যদি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমী সভাপতি পদে জয়ী হন, তাহলে তা হবে ইতিহাস।’