দুই সভাপতি প্রার্থীর আড্ডা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমী ও মিশা সওদাগর। এফডিসি, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমী ও মিশা সওদাগর। এফডিসি, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম

প্রচারের দিনগুলোতে একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ভোটের দিনে বরফ গলেছে মিশা সওদাগর ও মৌসুমীর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীকে আজ শুক্রবার দুপুর ২টায় এফডিসিতে সংগঠনটির কার্যালয়ের সামনে আড্ডা দিতে দেখা গেছে। এ সময় তাঁরা দুজনই ছিলেন হাস্যোজ্জ্বল। মনে হয়েছে, আসলেই তাঁরা অনেক বছরের ভালো বন্ধু।

মৌসুমীকে নিয়ে মিশা সওদাগর বললেন, ‘মৌসুমী আমার বন্ধু। দীর্ঘদিন একই জায়গায় কাজ করছি। অসংখ্য ছবিতে একসঙ্গে অভিনয় করেছি। যদি নির্বাচনে সে জয়ী হয়, তাহলে অবশ্যই আমি তাঁকে সহযোগিতা করব। আসলে নির্বাচন, সমিতি বড় কথা নয়। আমরা শিল্পী, এটাই বড় কথা।’

এদিকে এফডিসি ঘিরে কঠোর নিরাপত্তা, আর এর মধ্যে চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পী, প্রযোজক ও পরিচালকদের হেনস্তা করা নিয়ে মিশা সওদাগর বলেন, ‘আমরা এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা মিলে মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, সংগঠনের কার্ড থাকলে যে কেউ ঢুকতে পারবেন। কিন্তু ভোটের সময় কেন এই হেনস্তা করা হলো, তা আমার জানা নেই। তবে সার্বিকভাবে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে।’

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী মিশা সওদাগর বলেন, ‘এত দিন ধরে শিল্পীদের জন্য কাজ করেছি। শতভাগ না হলেও আশি ভাগ নিশ্চিত আমি জয় পাব।’

এ সময় তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন মৌসুমী। তিনি বলেন, ‘আমাদের দুজনের মধ্যে যে জয়ী বা পরাজিত হই না কেন, শিল্পীদের জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।’

রাজধানীর এফডিসিতে আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।