জেনিফার লোপেজ খাবার পাঠালেন ক্ষুধার্ত শিশুদের

জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুধার্ত স্কুলশিক্ষার্থীদের ভিডিও ছাড়েন আমেরিকার এক শিক্ষক। এই ভিডিও চোখে পড়ে হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজের। সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেন তিনি। নিজের কোম্পানি থেকে পাওয়া লাভের টাকা দিয়ে খাবার কিনে পাঠান স্কুলে। খাবার পেয়ে আনন্দিত স্কুলের শিক্ষার্থীরা।

খাবার পেয়েই খুশি খুদে শিক্ষার্থীরা। কিন্তু যখন দেখল, কে এই খাবার পাঠিয়েছে, তখন একরাশ বিস্ময় ঝরে পড়েছে সবার চোখে। ফেসবুক লাইভে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং জেনিফার লোপেজ, এত দিন যাঁকে কেবল পর্দায় দেখে এসেছে। জেনিফার ফেসবুক লাইভের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন।

জেনিফার বলেন, ‘আমি শুনলাম, ওই স্কুলের শিক্ষকেরা শিক্ষার্থীদের খাবার দিয়ে সহযোগিতা করেন। কারণ, সেখানে পর্যাপ্ত খাবার থাকে না শিক্ষার্থীদের জন্য। এটা শোনার পর আমারই শুধু চোখ ভিজে যায়নি, অ্যালেক্সেরও (জেনিফারেরর প্রেমিক) মন খারাপ হয়।’

এই অভিনেত্রী জানান, এরপরই তাঁরা সিদ্ধান্ত নেন, তাঁদের কোম্পানি টিলার অ্যান্ড হ্যাচ থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার পাঠাবেন। এরপর শুরু হয় তাঁদের বছরব্যাপী খাবার সরবরাহ কার্যক্রম। স্কুলের ক্ষুধার্ত শিক্ষার্থীদের কথা শুনে জেনিফারের বেশ দুঃখ লাগে। কারণ তিনি জানান, তাঁর মাও স্কুলের শিক্ষক ছিলেন। দ্য সান