জন্মদিনের অনুষ্ঠানে নায়িকাদের সঙ্গে মাহফুজ

সুইটি, বিপাশা হায়াত, অপি করিম, মাহফুজ আহমেদ ও শমী কায়সার। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সুইটি, বিপাশা হায়াত, অপি করিম, মাহফুজ আহমেদ ও শমী কায়সার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘জন্মদিন নিজেকে একটু আড়ালে রাখি। আসলে আমি এই সংস্কৃতিতে অভ্যস্ত না। আর আমার জন্মদিন কখনোই ঘটা করে উদ্‌যাপন করা হয়নি।’ আজ শনিবার সকালে প্রথম আলোকে বললেন মাহফুজ আহমেদ। ২৩ অক্টোবর ছিল ছোট ও বড় পর্দার অন্যতম জনপ্রিয় তারকা মাহফুজ আহমেদের জন্মদিন। সেদিন কাছের মানুষ, বন্ধু, সহকর্মী, ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পেয়েছেন অনেক শুভেচ্ছা। এবার জানা গেছে, জন্মদিনের পরদিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় বন্ধুরা মাহফুজ আহমেদের জন্মদিন উদ্‌যাপন করেছেন।

পরিচালক চয়নিকা চৌধুরীর সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। তাঁর কাছ থেকে মাহফুজ আহমেদের জন্মদিন উদ্‌যাপনের কিছু ছবি পাওয়া গেছে। তিনি বললেন, ‘মাহফুজ আহমেদের সঙ্গে আমরা যারা কাজ করেছি, এই যেমন পরিচালক, নায়ক, নায়িকা, প্রযোজক—সবাই মিলে এক পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছি। একেবারে হঠাৎ করেই হয়েছে। রাতের অনুষ্ঠানের পরিকল্পনা করা হয় সেদিন দুপুরে। তবে সেই অনুষ্ঠানে যাঁদের বলা হয়েছে, সবাই এসেছেন।’

মাহফুজ আহমেদকে শুভেচ্ছা জানান তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত দম্পতি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
মাহফুজ আহমেদকে শুভেচ্ছা জানান তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত দম্পতি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জানা গেছে, মাহফুজ আহমেদকে সেদিন শুভেচ্ছা জানাতে আসেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত, শমী কায়সার, অপি করিম, সুইটি, মীর সাব্বির ও চুমকি, নাঈম ও নাদিয়া, ইবনে হাসান খান, চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, মাজনুন মিজানসহ অনেকে। সবার সঙ্গে সেদিন সন্ধ্যায় জন্মদিনের কেক কেটেছেন মাহফুজ আহমেদ।

দুই জনপ্রিয় নায়িকা বিপাশা হায়াত ও শমী কায়সার। ছবি: ফেসবুক থেকে নেওয়া
দুই জনপ্রিয় নায়িকা বিপাশা হায়াত ও শমী কায়সার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মাহফুজ আহমেদ বললেন, ‘অনেক দিন পর সবাইকে একসঙ্গে পেয়ে খুব ভালো লেগেছে।’

পর্দায় যে নায়িকাদের সঙ্গে বেশি কাজ করেছেন, জন্মদিন উদ্‌যাপনের অনুষ্ঠানে তাঁদের সঙ্গে ছবি তুলেছেন মাহফুজ আহমেদ।

সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন মাহফুজ আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন মাহফুজ আহমেদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে অনেক দিন মাহফুজ আহমেদকে কোনো নাটক, চলচ্চিত্র কিংবা অনুষ্ঠানে দেখা যাচ্ছে না। তিনি বললেন, ‘ইচ্ছে করেই দূরে আছি। নতুন করে ফিরব বলে নিজেকে সবকিছু থেকে আড়ালে রেখেছি। আমি তো অভিনয়ের মানুষ। অভিনয় ছাড়া আর কিছু ভাবতেই পারি না। অভিনয়ই করব।’

এ ছাড়া তাঁর মনের মধ্যে কিছু ক্ষোভ রয়েছে। বললেন, ‘এখন ছোট পর্দায় যেসব নাটক প্রচারিত হচ্ছে, সেখানে ভালো-খারাপের মধ্যে কোনো পার্থক্য নেই। দর্শকের ওপর সবকিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে দর্শকও সরে যাচ্ছে। এই অবস্থায় কোনো কাজ করতে ইচ্ছা হয় না।’