৪৬ জন শিল্পীর ছয়টি অ্যালবামের মোড়ক উন্মোচন

নতুন প্রজন্মের সম্ভাবনাময় ৪৬ জন শিল্পীর ৬টি অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। ছবি: সংগৃহীত
নতুন প্রজন্মের সম্ভাবনাময় ৪৬ জন শিল্পীর ৬টি অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। ছবি: সংগৃহীত

ছায়ানট সংস্কৃতি ভবনের প্রধান মিলনায়তনে নতুন প্রজন্মের সম্ভাবনাময় ৪৬ জন শিল্পীর ছয়টি অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হলো গতকাল শনিবার সন্ধ্যায়। অ্যালবামগুলোতে কণ্ঠ দিয়েছেন খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, শামীমা পারভীন, মাহমুদুল হাসান, অলকানন্দা সুবৃতা, শুক্লা পাল, সৈয়দা সনজিদা বীথিকা, মোহিত খান, প্রমিতা দে, ঐশ্বর্য সমাদ্দার, অভিপ্রিয় চক্রবর্তী, অভিজিৎ কুণ্ডু প্রমুখ। অ্যালবামগুলোর বেশির ভাগ গানই স্বল্পশ্রুত। অনুষ্ঠানটির আয়োজন করে অরুণ রঞ্জনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারোয়ার আলী, লেখক ও সংস্কৃতিকর্মী মফিদুল হক এবং কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক ভূঁইয়া।

গতকাল শনিবার সন্ধ্যায় অরুণ রঞ্জনীর অনুষ্ঠানে শিল্পী ও অতিথিরা। ছবি: সংগৃহীত
গতকাল শনিবার সন্ধ্যায় অরুণ রঞ্জনীর অনুষ্ঠানে শিল্পী ও অতিথিরা। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে অরুণ রঞ্জনীর পক্ষ থেকে খায়রুল আনাম শাকিল শুভেচ্ছা বক্তব্য দেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।