দীপাবলির আগে বোনেদের মাঝে শাহরুখ

মীর ফাউন্ডেশন পরিচালিত আবাসনে থাকা অ্যাসিড-আক্রান্ত বোনদের মাঝে শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মীর ফাউন্ডেশন পরিচালিত আবাসনে থাকা অ্যাসিড-আক্রান্ত বোনদের মাঝে শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

শাহরুখ খানের বোনের সংখ্যা কত, জানেন? এখন ১২০ জন। তাঁর সবাই অ্যাসিড হামলার শিকার। বলিউডের ‘বাদশা’র দাতব্য প্রতিষ্ঠান ‘মীর ফাউন্ডেশন’ অ্যাসিড হামলার শিকার নারীদের নিয়ে কাজ করছে। সেসব নারীর প্রয়োজনীয় সব চিকিৎসা, আইনি সহায়তা, কারিগরি শিক্ষা, পুনর্বাসন ও উদ্দীপ্ত করার জন্য নানা পরামর্শ দেওয়া হচ্ছে এখানে। অ্যাসিড-আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। শাহরুখ খান মীর ফাউন্ডেশন পরিচালিত আবাসনে থাকা প্রত্যেক অ্যাসিড-আক্রান্ত মেয়েকে ‘নিজের বোন’ বলে মনে করেন। তাঁদের সঙ্গে বড় ভাইয়ের মতো আচরণ করেন। ২০১৭ সালে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

আজ রোববার দীপাবলি। আজ ভারতের বেশির ভাগ এলাকায় উৎসব উৎসব ভাব। এই উৎসবে আপনজনদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া আর আনন্দ করছেন সবাই। সঙ্গে আছে নতুন জামা, জুতা, আর দীপাবলির অন্যতম আকর্ষণ আতশবাজি।

অ্যাসিড-আক্রান্ত বোনদের কথা শোনেন শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
অ্যাসিড-আক্রান্ত বোনদের কথা শোনেন শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

তার আগে গত শুক্রবার মীর ফাউন্ডেশনে যান শাহরুখ খান। নিজের পরিবারের সঙ্গে দীপাবলির উৎসব উদযাপন করার আগে মীর ফাউন্ডেশন পরিচালিত আবাসনে থাকা অ্যাসিড-আক্রান্ত বোনদের সঙ্গে সময় কাটান। এই লড়াকু বোনদের কাছ দেখে দেখেছেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন, নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন। সঙ্গে করে তাঁদের সবার জন্য অনেক উপহার আর খাবার নিয়ে যান। এ সময় আরও ছিলেন এই অ্যাসিড-আক্রান্তদের নিয়ে যাঁরা কাজ করছেন, মীর ফাউন্ডেশনের সেই কর্মীরাও।

শাহরুখ খান বলেছেন, ‘সবাইকে অনুরোধ, ঈশ্বরের কাছে আমার এই বোনদের জন্য প্রার্থনা করুন।’

অ্যাসিড-আক্রান্ত বোনদের প্রয়োজনীয় পরামর্শ দেন শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
অ্যাসিড-আক্রান্ত বোনদের প্রয়োজনীয় পরামর্শ দেন শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

শাহরুখ খানকে জানানো হয়, মীর ফাউন্ডেশনের আবাসনে এখন অ্যাসিড-আক্রান্ত ১২০ জন নারী আছেন। তাঁদের প্রায় সবার প্রয়োজনীয় নানা ধরনের অস্ত্রোপচার করা হচ্ছে। এরই মধ্যে এই কাজে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন একদল চিকিৎসক। শাহরুখ খান তাঁদের ধন্যবাদ জানান। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মীর ফাউন্ডেশন থেকে জানানো হয়, দেশের সবাই যখন উৎসব উদ্‌যাপন করছেন, তখন অ্যাসিডে আক্রান্ত কিছু মানুষ অ্যাসিডে পোড়া চেহারা নিয়ে বসে আছেন দূরে, চার দেয়ালের মাঝে। সবার সঙ্গে তাঁরা অংশ নিতে পারছেন না উৎসবে, উদ্‌যাপন করতে পারছেন না আনন্দ। কিন্তু ঠিক এ সময় শাহরুখ খান নিজে এসে তাঁদের আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়ে গেলেন। এবারের দীপাবলি তাঁদের সবার জন্য অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।

অ্যাসিড-আক্রান্ত বোনের সঙ্গে শাহরুখ খানের সেলফি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
অ্যাসিড-আক্রান্ত বোনের সঙ্গে শাহরুখ খানের সেলফি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এরই মধ্যে অ্যাসিড-আক্রান্ত বোনদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনের ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাহরুখ খান। মীর ফাউন্ডেশন থেকেও ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করা হয়েছে।

এর আগে ২০১৭ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া বক্তৃতায় শাহরুখ খান বলেন, ‘আমি আমৃত্যু অ্যাসিড-আক্রান্তদের পাশে থাকব। অ্যাসিড-আক্রান্তদের সাহায্য করব। শুধু তা-ই নয়, আমার মৃত্যুর পর মেয়ে সুহানা যাতে ওই দায়িত্ব পালন করে, সে ব্যবস্থাও করে যাব।’