সেঞ্চুরির পথে তাহসান

তাহসান ছবি: প্রথম আলো
তাহসান ছবি: প্রথম আলো

গানের মানুষ তাহসান অভিনয়েও শতক স্পর্শ করলেন। অভিনয়জীবনের শততম নাটকের শুটিং হয়ে গেছে তাঁর। ‘মেমোরিজ...কল্পতরু’র গল্প শিরোনামের নাটকে তাহসানের অংশের শুটিং গত শনিবার শেষ হয়েছে।

শততম নাটকের গল্পটি তাহসান নিজে বাছাই করেছেন। এই নাটকের জন্য গল্প চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে ৭০টি গল্প পেয়ে যান। ২৫টি গল্প বাছাই করে মেমোরিজ...কল্পতরুর গল্প চূড়ান্ত করা হয়। মাবরুর রশীদ পরিচালিত এই নাটকে তাহসানের সহশিল্পী শায়লা সাবি।

তাহসান বলেন, ‘আমি দেখতাম, ভক্তরা আমার কাছে গানের সংখ্যা হিসাব করে পাঠাত। কিছুদিন আগে এক ভক্ত নাটকের তালিকা করে পাঠায়। দেখলাম, ৯৭টি নাটকের তালিকা। এরপর বিষয়টি আমাকে ভাবায়। কাছের পরিচালক ও একজন প্রযোজক শততম নাটক নিয়ে পরিকল্পনা শুরু করলেন। নানা ধাপ পেরিয়ে আমরা এই কাজ করি। তাই তো নাটকের শুটিং শুরুর আগে আমরা কেকও কাটি।’

গানের মানুষ তাহসান নাটকে অভিনয় করবেন, এমনটা কখনো ভাবেননি। ব্ল্যাক ব্যান্ড নিয়েই ছিলেন ব্যস্ত। ২০০৪ সালে আফসানা মিমি অভিনয়ের প্রস্তাব দেন তাহসানকে। শুরুতে অনাগ্রহী হলেও গল্প পড়ার পর তাহসানের মনে হয়, নাটকটিতে অভিনয় করা যায়। তাহসান বলেন, ‘ছোটবেলায় স্কুলে যখন পড়তাম, আজাদ আবুল কালাম ভাইয়ের কাছে অভিনয়ের কর্মশালা করেছিলাম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে টুকটাক অভিনয় করেছি। জয়া আহসানের মতো অভিনয়শিল্পীর বিপরীতে অভিনয় করব, এটা অবশ্য তখনো ভাবিনি। আর এই নাটকে আমার একটি সংলাপ ছিল, “হ্যালো আমি তাহসান, এ পাড়াতে থাকি।” অফবিট নাটকটি এতটাই জনপ্রিয় হয়েছিল, কয়েক বছর ধরে এই সংলাপ অনেকের মুখে মুখে শুনেছি।’

তাহসান জানান, অভিনয়শিল্পী ও পরিচালক আফসানা মিমির কাছে তিনি কৃতজ্ঞ। কারণ, এই নাটকে অভিনয় করতে গিয়ে একটা কৌশল শিখিয়ে দিয়েছিলেন, এখনো কাজ করার সময় আমার কাজে লাগে।’

তাহসানের জীবনের ২৫তম নাটকের নাম নীলপরী নীলাঞ্জনা, সহশিল্পী মম। শুটিংয়ের সময় একটি লাল শার্ট পরাকে কেন্দ্র করে পরিচালকের সঙ্গে দর-কষাকষি হয়। তাহসান বলেন, ‘আমি কখনো লাল শার্ট পরি না। এ নিয়ে আমার একরকম অ্যালার্জি আছে। কিন্তু পরিচালকের ভাবনাকে সম্মান জানিয়ে লাল শার্ট পরেছি এবং প্রচারের পর টের পেয়েছি কেন লাল শার্ট গুরুত্বপূর্ণ।’

তাহসান জানান, এই নাটক প্রচারের পর তাঁর চরিত্রটি নিয়ে কয়েক হাজার ফেসবুক আইডি খোলেন ভক্তরা।’ শাফায়েত মনসুর রানা পরিচালিত হাতটা বাড়িয়ে দাও না তাহসান অভিনীত ৫০তম নাটক। তাহসান বলেন, ‘এই নাটকে অভিনয়ের সময় জনকে অনেক পচাইছিলাম। কারণ, আমার ব্ল্যাক ব্যান্ড ছাড়ার পেছনে অন্যতম একটা কারণ জন। সে আমাকে শর্ত দিয়েছিল, নাটক করতে পারবা না, মডেলিং করতে পারবা না। অথচ পরে সে নিজে নাটকে অভিনয় শুরু করে দিল, ব্যান্ডটাও ছেড়ে দিল।’ বাড়ি ফেরা ছিল তাহসানের ৭৫তম নাটক। বিপরীতে অভিনয় করেন তানজিন তিশা।